Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অন্যায়কারীর প্রতি ধৈর্য

    আমাদের প্রতি কোন অন্যায় করা হলে আমাদের ক্র্দ্ধু হয়ে চটে যাওয়া উচিত নয়। আমরা নিজের শত্রু নিজেরাই, এ বিষয় আমাদের সতর্ক থাকা আবশ্যক। পবিত্র আত্মা দ্বারা মানুষের বাসনাকে নিয়ন্ত্রণ না করার চেয়ে চরিত্রের প্রতি অমঙ্গল কোন কার্য হতে পারে না। আমাদের নিজেদের ওপর বিজয় লাভ করার চেয়ে মূল্যবান কোন বিজয় অর্জন হতে পারে না।MHBen 465.2

    আমাদের অনুভূতিকে সহজে আহত হতে দেয়া উচিত নয়। আমাদের বাঁচতে হবে, আমাদের অনুভূতি অথবা সুখ্যাতিকে রক্ষা করা যথেষ্ট নয় কিন্তু আমাদের আত্মাকে রক্ষা করতে হবে। আমরা আত্ম জীবনের জন্য এত ঐশ্বরিক হয়ে পড়ি যে, অন্য লোকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা অতি সামান্য কিছু পরিহার করি। অন্য লোকেরা আমাদের প্রতি যা করুক বা ভাবুক না কেন, সেগুলো খ্রীষ্টের সঙ্গে এবং পবিত্র আত্মার সহভাগিতার সঙ্গে আমাদের একাত্মতা যেন ব্যাহত না করে। “বস্তুতঃ পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য কর, তবে তাহাতে সুখ্যাতি কি? কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য কর, তবে তাহাই ত ঈশ্বরের নিকটে সাধুবাদের বিষয়।”(১পিতর ২:২০)।MHBen 465.3

    প্রতিশোধ নেবে না। তুমি শুধুমাত্র ভুল বোঝার কারণ দূর করে দিতে পার। দুষ্কর্ম পরিহার কর। অন্যকে সুখী করতে নীতির সঙ্গে আপোষ না করে, তোমার সাধ্য মত কার্য কর। “অতএব তুমি যখন যজ্ঞবেদির নিকটে আপন ক্সনবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে, তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোন কথা আছে, তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমার ক্সনবেদ্য রাখ, আর চলিয়া যাও, প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার ক্সনবেদ্য উৎসর্গ করিও।”(মথি ৫:২৩, ২৪)।MHBen 466.1

    তোমার বিরুদ্ধে যদি কোন অসে․জন্যমূলক বাক্য বলা হয়, তবে একইভাবে উত্তর দেবে না। মনে রাখবে, “কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।” (হিতোপদেশ ১৫:১)। নীরবতায় আশ্চর্যজনক শক্তি নিহিত আছে। রাগান্বিত ব্যক্তির কথায় উত্তরদান অনেক সময় শুধুমাত্র ক্রোধ উত্তেজিত করে। কিন্তু রাগ নিরবতা, কোমলতা, এবং ধৈর্যশীল মনে মোকাবেলা করলে তাড়াতাড়ি নিভে যায়।MHBen 466.2

    হুল ফুটানো এবং ত্রুটি খোঁজার বাকবিতন্ডা ঝড়ের মধ্যে সদাপ্রভুর উত্তর মনে রাখবে। ঈশ্বরের উত্তর আমাদের অন্তঃকরণ, মন পরিপূর্ণ থাকুক। যদি তোমার সঙ্গে দুর্ব্যবহার করা হয় অথবা অন্যায়ভাবে দোষারোপ করা হয়, তখন ক্রোধান্বিতভাবে উত্তরদানের পরিবর্তে নিজের মনে ঈশ্বরের মহা মূল্যবান প্রতিজ্ঞা স্মরণ কর।MHBen 466.3

    “তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত কর।”(রোমীয় ১২:২১)।MHBen 466.4

    “তোমার গতি সদাপ্রভুতে আর্পন কর, তাঁহাতে নির্ভর কর, তিনিই কার্য সাধন করিবেন। তিনি দ্বীপ্তির ন্যায় তোমার ধর্ম, মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।”(গীতসংহিতা ৩৭:৫,৬)।MHBen 466.5

    “এমন ঢাকা কিছুই নাই, যাহা প্রকাশ পাইবে না, এবং এমন গুপ্ত কিছুই নাই, যাহা জানা যাইবে না।”(লূক ১২:২)।MHBen 466.6

    “তুমি আমাদের মস্তকের উপর দিয়া অশ্বারোহী মনুষ্যদিগকে চালাইয়াছ; আমরা অগ্নি ও জলের মধ্য দিয়া গমন করিয়াছি; তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি-স্থানে আনিয়াছ।”(গীতসংহিতা ৬৬:১২)।MHBen 467.1

    আমরা যীশু খ্রীষ্টের দিকে দৃষ্টি না করে সহ-মানুষদের কাছে সহানুভূতি পাবার জন্য হাত পেতে থাকি। আমরা যখন মানুষের ওপর আস্থা স্থাপন করি, ঈশ্বর তাঁর অনুগ্রহে ও বিশ্বস্ততার অনেক প্রত্যাশা অকৃতকার্য করেন যেন আমরা বুঝতে শিখি যে মানুষের ওপর বিশ্বাস রাখা কত ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর। আসুন আমরা সম্পূর্ণভাবে, বিনয়ী হয়ে, নিঃস্বার্থপরভাবে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি। মানুষ হিসেবে আমাদের হৃদয়ের গভীরে যে ব্যথা, তিনি তা জানেন, কিন্তু যা আমরা ব্যক্ত করতে পারি না। যখন সবকিছু অন্ধকার এবং অবর্ণনীয় মনে হবে, তখন খ্রীষ্টের কথা স্মরণ করবে, “আমি যাহা করিতেছি, তাহা তুমি এক্ষণে জান না, কিন্তু ইহার পরে বুঝিবে।”(যোহন ১৩:৭)।MHBen 467.2

    ভাববাদী দানিয়েল ও যোষেফের ইতিহাস অধ্যয়ন কর। যারা তাদের ক্ষতি করতে চেয়েছিল সদাপ্রভু তাদের ষড়যন্ত্রে বাধা দেননি; কিন্তু তিনি তাঁর দাসদের জন্য সব ধরনের হিংসাত্মক কাজকে উত্তমে পরিণত করেছেন, যারা তাঁর বিশ্বাস রক্ষা করেছে এবং সর্বপ্রকার পরীক্ষা প্রলোভনে স্থির ছিল।MHBen 467.3

    আমরা এ পৃথিবীতে যত দিন আছি, আমাদের প্রতিকুল প্রভাবের মধ্যে বাস করতে হবে। আমাদের মেজাজের পরীক্ষার সম্মুখীন হতে হবে; আর এ গুলোকে সঠিকভাবে মোকাবিলার মাধ্যমে আমরা প্রকৃত খ্রীষ্টান সেবক হতে পারি। আমাদের মধ্যে যদি খ্রীষ্ট বাস করেন, তবে আমরা সর্বপ্রকার জ্বালাতন, ক্ষয়ক্ষতি ও সমস্যার মধ্যে শান্তি, দয়া, দীর্ঘসহিষ্ণুতা এবং আনন্দ খুঁজে পাব। দিনের পর দিন এবং বছরের পর বছর স্বার্থকে জয় করতে শিখব এবং মহৎ ও আদর্শবান হয়ে ওঠবো। এটা আমাদের নির্ধারিত কাজ; কিন্তু জীবনদাতা প্রভু যীশু খ্রীষ্টের সাহায্য, সিদ্ধান্ত, অনঢ় উদ্দেশ্য, অনবরত পরিচর্যা এবং আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। প্রত্যেক মানব সন্তানের নিজেস্ব রণক্ষেত্র আছে। এমনকি ঈশ্বর প্রভু নিজেও আমাদের চরিত্র বা জীবনকে আদর্শ করতে পারেন না, যদি আমরা তাঁর সঙ্গে কাজ করতে এগিয়ে না আসি। যারা পরীক্ষা প্রলোভনে ভেঙ্গে পরে তারা বিজয়ের শক্তি এবং আনন্দ হারিয়ে ফেলে।MHBen 467.4

    আমাদের দুঃখ, কষ্ট, পরীক্ষা, প্রলোভনের হিসেবে আমাদের রাখার প্রয়োজন নেই। সবকিছু স্বর্গীয় পুস্তকে লেখা আছে এবং সেখানে সব ব্যবস্থা করা হবে। সেখানে অনেক স্থির হিসেবে থাকবে যা পছন্দনীয় নয়, কিন্তু অনেক কিছু আমাদের অতীতের ঘটনা স্মরণ করে আনন্দ দেবে, যেমন, ঈশ্বর প্রভুর করুণা, অনুগ্রহ যা আমাদের প্রতি মুহূর্তে ঘিরে আছে, দূতদের প্রেম এবং ঈশ্বরের একজাত পুত্র খ্রীষ্ট জীবনদাতাকে আমাদের জন্য প্রেরণ। আপনি যদি খ্রীষ্টের সাহায্যকারী হিসেবে মনে করেন যে যারা সাহায্য করতে এসে পতিত হয়েছে তাদের চেয়ে আপনি অনেক বেশী কষ্ট এবং পরীক্ষা সহ্য করেছেন; তবে নিশ্চয় জানবেন যে আপনার জন্য পরম শান্তি এবং সুখ আছে যা আপনি অবগত নন। জীবনদাতা প্রভু যীশুর সেবা করায় পরম সুখ ও শান্তি আছে। পৃথিবী দেখুক যে তাঁর সেবায় কোন অকৃতকার্যতা নেই।MHBen 468.1

    আপনি যদি অনন্ত আনন্দ অনুভব না করেন, তবে আপনার অনুভূতির কথা বলবেন না। অন্যের জীবনে বিপদের ছায়া বিস্তার করবেন না। নিরস, উদ্দীপনাহীন ধর্ম কখনো খ্রীষ্টের প্রতি আকৃষ্ট করে না। এগুলো লোকদের তাঁর কাছ থেকে সরিয়ে দিয়ে ভ্রান্তলোকদের জন্য বিস্তার করা জালের দিকে চালিত করে। আপনার হতাশার কথা চিন্তার পরিবর্তে খ্রীষ্টের নামে যে শক্তি দাবি করতে পারেন সে বিষয় চিন্তাকরুন। আপনার কল্পনা অদৃশ্য বস্তুর প্রতি নিবদ্ধ হোক। আপনার চিন্তাঈশ্বরের অসীম প্রেমের প্রতি আকৃষ্ট হোক। বিশ্বাস কষ্টে ধৈর্য দান করে, পরীক্ষা-প্রলোভন প্রতিরোধ করে, এবং হতাশায় সাহস যোগায়। যীশু আমাদের উকিল। যা আমাদের প্রাপ্য সেগুলো তিনি আমাদের জন্য নিশ্চিত করেন।MHBen 468.2

    আপনি কি মনে করেন না যে, যারা খ্রীষ্টের জন্য জীবনভর সেবা করেছেন, তিনি তাদের মূল্য অবশ্যই দেবেন? আপনি কী মনে করেন না যে, তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেমন প্রিয় যোহন, তাঁর কারণে যখন দুঃখ কষ্ট ভোগ করেছেন এবং নির্বাসনে ছিলেন? ঈশ্বর তাঁর নিষ্কপট দাস, সেবাকারীদের কষ্টের মধ্যে কখনো একাকী ছেড়ে দেবেন না যেন তারা মহা-সমস্যার ওপর বিজয়ী হতে হিমশিম খায়। যাদের জীবন জীবনদাতা ঈশ্বপুত্র যীশুতে নির্ভরশীল, তিনি তাদের মহা মূল্যবান হীরা, মুক্তা ও জহরতের ন্যায় সুরক্ষা করেন। এরূপ প্রত্যেকজনের জন্য তিনি বলেন; “আমি...তোমাকে মুদ্রণার্থক অংগুরীয়স্বরূপ রাখিব; কেননা, আমি তোমাকে মনোনীত করিয়াছি।”(হগয় ২:২৩)।MHBen 468.3

    অতঃপর যীশুর প্রতিজ্ঞা এবং ঈশ্বরের আশীর্বাদ করবার ই‪ছার কথা বলুন। তিনি আমাদের এক মুহূর্তের জন্য ভুলে যান না। যখন আমরা বিবাদমান পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমরা তাঁর প্রেমে নির্ভর করতে পারি, তাঁর সঙ্গে নিজেদের আবদ্ধ করতে পারি এবং তাঁর উপস্থিতি আমাদের গভীর উৎসাহ, অপার শান্তি ও আনন্দ দান করে। খ্রীষ্ট নিজেই বলেছেন, “আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়াছেন, তদনুসারে এই সকল কথা কহি। আর যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন; তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্বদা তাঁহার সন্তোষজনক কার্য করি।”(যোহন ৮:২৮, ২৯)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 469.1

    পিতার উপস্থিতি খ্রীষ্টকে সর্বদা ঘিরে ছিল এবং কিছুই তাঁকে পতিত করতে পারেনি, কিন্তু অসীম প্রেম পৃথিবীকে আশীর্বাদ করার জন্য অনুমতি দান করেছে। এখানেই ছিল তাঁর সান্ত্বনার উৎস এবং তা আমাদের জন্য। যারা খ্রীষ্টের আত্মায় চলে, তারাই খ্রীষ্টে থাকে। তাদের কাছে যা কিছু আসুক না কেন সব কিছুই জীবনদাতার কাছ থেকে আসে, যারা নিজেকে তাঁর উপস্থিতি দ্বারা ঘিরে রাখে। সদাপ্রভুর অনুমতি ছাড়া কিছুই তাকে স্পর্শ করে না। আমাদের সব দুঃখ, কষ্ট আমাদের সব পরীক্ষা প্রলোভন, আমাদের হতাশা এবং বেদনা, আমাদের প্রতি সব অত্যাচার, অভাব, ও বঞ্চনা এবং সীমাবদ্ধতা এক সঙ্গে মঙ্গলের জন্য কাজ করে। ঈশ্বরের সেবাকারীদের জন্য সব রকম পরিস্থিতি, এবং অভিজ্ঞতা মঙ্গল বয়ে আনে।MHBen 469.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents