Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মিশনারী সেবিকার/সেবকের (নার্সদের) কাজ

    প্রায় প্রত্যেক সম্প্রদায়ের বিরাট একটা অংশ যারা ঈশ্বরের বাক্য প্রচার শোনে না এবং কোন ধর্মীয় আচার অনুষ্ঠানেও যোগদান করে না। যদি সুসংবাদ তাদের কছে পৌছাতে হয় তাহলে তাদের ঘরে নিয়ে যেতে হবে। প্রায়ই তাদের শারীরিক চাহিদা মেটানোর মাধ্যমেই কেবল তাদের নাগাল পাওয়া যেতে পারে। মিশনারী নার্স যারা রোগীদের সেবা যত্ন করে থাকেন, গরীবদের দুর্দশা লাঘব করে থাকেন, তারা তাদের সাথে প্রার্থনা করবার, ঈশ্বরের বাক্য থেকে পড়ে শুনাবার ও পরিত্রাণকর্তার সম্পর্কে তাদের কাছে কথা বলার অনেক সুযোগ পেয়ে থাকেন। তাঁরা অসহায়দের জন্য এবং অসহায়দের সাথে প্রার্থনা করতে পারেন যারা মাংসের কু-অভিলাষের জন্য হেয় প্রতিপন্ন, অবনত ও অপমানিত হয়েছে কেননা ঐ ক্ষুধা নিয়ন্ত্রণ করবার ই‪চ্ছে শক্তি তাদের নেই। তাঁরা তাদের জীবনে আশার আলো সঞ্চার করতে পারেন যারা মন্দতার বিরুদ্ধে যুদ্ধে পরাভূত হয়েছে ও তাদের মনোবল ভেঙে গেছে। তাঁদের নিঃস্বার্থ প্রেম যদি কোন স্বার্থ শূন্য দয়ার কাজে প্রকাশ পায়, তাহলে এই ক্লেশাপন্ন ব্যক্তিদের পক্ষে যীশুর প্রেমে বিশ্বাস আনা অনেক সহজতর হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 123.1

    অনেকের ঈশ্বরের ওপর বিশ্বাস নেই এবং সহমানবের ওপরেও আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু তারা সহানুভূতিশীল কাজ ও সাহায্য কৃতজ্ঞতার সাথে পছন্দ করে। তারা যখন দেখে যে পৃথিবীর কোন প্রশংসা বা কোন প্রতিদানের লোভ বা আশা না করে তাদের ঘরে আসেন, রুগ্নদের সেবা করেন, ক্ষুধার্তকে খাবার দেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, শোকার্তকে সান্ত্বনা দেন, দয়াপরবশ হয়ে বিনয় সহকারে তাঁর দিকে দৃষ্টি নিবদ্ধ করছেন যাঁর প্রেম ও দয়ায় মানব কর্মীরা কেবল তাঁর বার্তাবাহক মাত্র আর এসব দেখে তাদের জীবন ছুঁয়ে যায়। কৃতজ্ঞতা তাদের মাঝে জেগে ওঠে। বিশ্বাস প্রজ্বলিত হয়। তারা দেখে যে, ঈশ্বর তাদের তত্ত্বাবধান করছেন, আর তখন তারা তাঁর বাক্য শুনবার জন্য প্রস্তুত হয়।MHBen 123.2

    স্থানীয় কিম্বা বিদেশী মিশন ক্ষেত্রে হোক পুরুষ কি মহিলা উভয় প্রকার মিশনারী যদি রোগীদের পরিচর্যা করতে পারেন তবে তাঁরা দেখতে পাবেন যে, তাদের চাহিদা অনেক বেড়ে গেছে আর এইভাবে লোকদের কাছে পৌছানোর অনেক পথ খুঁজে পাবেন। মহিলা মিশনারীরা যখন বিধর্মীদের দেশে যান যেখানে সুসংবাদ প্রচারের সব পথ বন্ধ থাকে; তখন এই প্রকারে স্ত্রীলোকদের কাছে পৌছানোর পথ করে নিয়ে সুসংবাদ দানের সুযোগ করে নিতে পারেন। সকল সুসংবাদ প্রচারকারীদের ব্যথা নিরাময়কারী ও রোগ আরোগ্য করে এমন সাধারণ চিকিৎসা পদ্ধতি জানা বা শিক্ষা করা উচিত।MHBen 123.3