Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ১১ - অমিতাচারীদের জন্য কার্য করা

    “যাদেরকে মৃত্যুর কাছে নিয়ে যাওয়া হয়েছে তাদের রক্ষা কর,
    এবং যারা হত হবার জন্য প্রস্তুত, তুমি তাদের ধরে রাখ।”
    MHBen 152.1

    সুসমাচার প্রচার কাজে প্রতিটা সংস্কারের একটা স্থান রয়েছে যা আত্মাকে একটা নতুন এবং মহত্ত্বর জীবনে উন্নত করতে যত্নবান। বিশেষ করে মিতাচার সংস্কার কাজে খ্রীষ্টের কার্যকারীদের পৃষ্ঠপোষকতার দাবি রাখে। তাদের এই কাজে মনোযোগ আকর্ষণ করতে হবে এবং একটা জীবন্ত ব্যাপার করে তুলতে হবে। সব স্থানে লোকদের কাছে প্রকৃত মিতাচার তুলে ধরতে হবে এবং স্বাক্ষরকারীদেরকে মিতাচারের অঙ্গীকারের কাছে আহ্বান করতে হবে। যারা মন্দ অভ্যাসের দাস তাদের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।MHBen 152.2

    প্রত্যেক স্থানে প্রলোভনের মাধ্যমে পতিতদের একটি কাজ রয়েছে। মণ্ডলী, ধর্মীয় প্রতিষ্ঠান এবং নামধারী খ্রীষ্টানের গৃহে অনেক যুবক-যুবতী ধ্বংসের পথ মনোনয়ন করছে। অমিতাচার অভ্যাসের মাধ্যমে তারা তাদের ওপরে ব্যাধি পীড়া আনয়ন করছে; এবং লোভের মাধ্যমে প্রচুর লাভের চেষ্টা করছে, পাপপূর্ণ বাসনা চরিতার্থ করার জন্য তারা অসৎ অভ্যাস অনুশীলন করছে। স্বাস্থ্য এবং চরিত্র ধ্বংস প্রাপ্ত। ঈশ্বরের কাছ থেকে অপরিচিত ব্যক্তিবর্গ, সমাজ বহির্ভূত লোকবৃন্দ, এই সব দরিদ্র বেচারারা মনে করে ইহজীবন এবং পরজীবনে তাদের কোন আশা নেই। পিতামাতাদের হৃদয় ভেঙ্গে গেছে। লোকে এই বিপথগামীদের বলে তারা অসহায়; কিন্তু ঈশ্বর তাদের বিষয়ে তদ্রূপ বলেন না। তিনি তাদের সকল পরিস্থিতি বুঝেন যা তাদেরকে ঐরূপ করেছে, এবং তিনি তাদেরকে করুণার দৃষ্টিতে দেখেন। এই এক শ্রেণীর লোক যারা সাহায্য দাবি করে তাদের কখনো একথা বলার সুযোগ দেবে না, “কেউ আমার জীবনের বিষয় চিন্তাকরে না।”MHBen 152.3

    অমিতাচারীদের মধ্যে রয়েছে সর্বশ্রেণীর এবং সর্বপেশাদারী লোকবৃন্দ। উ‪চ্চ পদস্থ, মহৎ মহৎ আকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ, ক্ষুধা চরিতার্থের নিকটে তাদের সঁপে দিয়েছে, যে পর্যÍন্তনা তারা প্রলোভন প্রতিহত করতে অসহায় হয়ে পড়েছে। তাদের মধ্যে কেউ কেউ যারা কোন এক সময় ধন সম্পদের মালিক ছিল তারা এখন গৃহহীন, বন্ধু-বান্ধবহীন, দুঃখ কষ্টে, দুর্দশায়, রোগে-শোকে এবং মর্যাদাহীন অবস্থায়। তারা তাদের আত্ম-নিয়ন্ত্রণ হারিয়েছে। একটা সাহায্যকারী হাত যদি তাদের ধরে না রাখে তাহলে তারা অধিকতর নীচে মেনে যাবে। এ ধরনের যথে‪ছ কর্মবাসনাগুলো শুধুমাত্র ক্সনতিক পাপ নয় বরং এটা একটা শারীরিক রোগ। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 153.1

    অসংযতকে সাহায্যের ক্ষেত্রে, আমাদের অবশ্যই খ্রীষ্ট যেমন করতেন তেমনভাবে, প্রথমে তার শারীরিক অবস্থার দিকে নজর দিতে হবে। তাদের প্রয়োজন স্বাস্থ্যকর খাবার, উত্তেজনাহীন খাদ্য এবং পানীয়, পরিষ্কার কাপড়, এবং সুনিশ্চিত শারীরিক পরি‪চ্ছন্নতার সুযোগ। তাদেরকে সাহায্যকারী পরিবেশ এবং মানসিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য খ্রীষ্টিয় প্রভাব দ্বারা পরিবেষ্টিত থাকা প্রয়োজন। প্রতিটা শহরে একটা স্থান থাকা প্রয়োজন যেখানে মন্দ অভ্যাসের বন্ধনে বন্দি দাস সেই বন্ধন ছিন্ন করার জন্য প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অনেকের কাছে তীব্র পানীয় দুশ্চিন্তায় একমাত্র সান্ত্বনা বলে বিবেচিত হয়, এটা কোন সমাধান নয়, তবে, পৌরহিত্য ও যাজকীয় কার্যের পরিবর্তে ধর্মপ্রাণ খ্রীষ্টানদের উচিত উত্তম শমরীয় উদাহরণটা অনুসরণ করা। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 153.2

    অসহিষ্ণুতার শিকার লোকদের নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সুস্থMHBen 153.3

    মস্তিষ্ক বিশিষ্ট লোকদের নিয়ে কাজ করছি না, বরং যারা কিছুকাল যাবৎ দুষ্ট আত্মার অধীনে রয়েছে এইরূপ লোকদের নিয়ে কাজ করছি। ধৈর্যশীল ও সহিষ্ণু হোন। বিরক্তির কিছু চিন্তাকরবেন না, কোন কঠোর মনোভাব নয়, বরং খ্রীষ্টের মূল্যবান জীবনের কথা চিন্তাকরুন যিনি আমাদের পরিত্রাণের জন্য মরেছেন। যেহেতু মদ্যপায়ী লোকটা তার অধঃপতনের ব্যাপারে সচেতন হয়েছে সেহেতু, আপনি তাকে আপনার সাধ্যমত সর্বশক্তি দিয়ে দেখানোর চেষ্টা করুন যে, আপনি তার বন্ধু। সমালোচনামূলক কিছু বলবেন না। এমন কোন আচরণ করবেন না যাতে নিন্দা বা বিরক্তি প্রকাশ পায়। সম্ভবত নিঃস্ব আত্মা নিজেই নিজেকে অভিশাপ দেয়। তাকে উ‪চ্চে তোলার জন্য সাহায্য করুন। এমন এমন কথা বলুন যা তাকে বিশ্বাস করতে উৎসাহিত করে। তার মধ্যে জোরালো উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজুন। কিভাবে উন্নতি করা যায় তা তাকে শিক্ষা দিন। তাকে দেখান যে অন্য লোকদের কাছ থেকে শ্রদ্ধা অর্জন করা তার পক্ষে সম্ভব। ঈশ্বর প্রদত্ত প্রতিভার উৎকর্ষতা তাকে দেখাতে সাহায্য করুন, যা এতদিন তিনি চর্চা করতে অবহেলা করেছেন।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 153.4

    যদিও ই‪ছা শক্তি ক্সনতিক দিক থেকে নষ্ট হয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে, তবুও খ্রীষ্টেতে তার জন্য আশা, রয়েছে। তিনি আত্মাতে উ‪চতর ও পবিত্রতম স্পন্দনে জেগে ওঠবেন। সুসমাচারের আশা ধরে রাখতে তাকে উৎসাহিত করুন। প্রলুব্ধ ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির সামনে বাইবেল খুলুন, এবং ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো বার বার তাকে পাঠ করে শুনান। এই প্রতিজ্ঞাগুলোই তার কাছে জীবনবৃক্ষের পত্রের মত হবে। ধৈর্যের সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান, যতক্ষণ না খ্রীষ্টের মাধ্যমে নির্মল আনন্দের কম্পিত হাত পরিত্রাণের আশাকে জড়িয়ে না ধরে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 154.1

    যাদেরকে আপনি সাহায্য করার চেষ্টা করছেন তাদেরকেই অবশ্যই আপনাকে প্রথমে ধরতে হবে, তা না হলে বিজয় কখনই আপনার কাছে ধরা দেবে না। তারা সব সময় মন্দের দিকে প্রলুব্ধ হবে। বারবার তারা তীব্র মদ্যপানাসক্তির কাছে প্রায়ই পরাভূত হবে; বারবার তারা হয়তো ব্যর্থ হবে; তবে এই কারণে আপনার প্রচেষ্টা থামিয়ে দেবেন না। খ্রীষ্টের পক্ষে বাঁচার সামর্থ্য অর্জন করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে; কিন্তু তাদের ই‪চ্ছা শক্তি দুর্বল হয়ে গেছে, তাই যারা তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন তারা অবশ্যই সতর্কতার আত্মার সঙ্গে তাদেরকে রক্ষা করবেন আর সেখান থেকে তারা একটা ধারণা পাবেন। তারা তাদের যে․বন হারিয়েছেন, আর এটা তারা পুনরায় লাভ করবেন। অনেকে আছেন যাদেরকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তীব্র মন্দ অভ্যাসগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। অবর্ণনীয় তীব্র আকাঙ্ক্ষা, ভোগবিলাসী তাড়না, ইত্যাদি, এগুলো তারা, জন্ম থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এগুলোর বিরুদ্ধে অবশ্যই সতর্কতার সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভেতরে এবং বাইরে, ভাল ও মন্দ প্রাণপণে চেষ্টা করছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য। যারা কখনও এই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাননি তারা জানতে পারেন না ক্ষুধার কি তীব্র নিয়ন্ত্রণ ক্ষমতা, অথবা আত্মা বা মন এবং এই সব বস্তুর প্রতি সুদৃঢ় প্রলোভনে অভ্যস্ত হওনের মধ্যে কী তীব্র দ্বন্দ্ব। বার বার সংঘাতটি অবশ্যই ঘটবে।MHBen 154.2

    যাদেরকে খ্রীষ্টের কাছে নিয়ে আসা হয়েছে তাদের অনেকেরই ক্ষুধা ও ক্রোধের তীব্র অনুভূতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার নৈতিক উৎসাহ থাকবে না। তবে কার্যকারী এ সব দেখে নিরুৎসাহিত হবেন না। এটা কি শুধুমাত্র যাদেরকে গভীর নিম্নস্থান থেকে উদ্ধার করা হয়েছে তাদের পুনঃ পাপের পথে পদস্খলিত হওয়া?MHBen 155.1

    মনে রাখবেন শুধু আপনি একাই কাজ করছেন না। ঈশ্বরের প্রকৃত দাস-দাসীদের, সঙ্গে স্বর্গীয় দূতেরাও একত্রে কাজ করছেন। আর খ্রীষ্টই হলেন পুর্বাবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা দানকারী। মহান চিকিৎসক নিজেই তার বিশ্বস্ত কার্যকারীর পাশে দাঁড়িয়ে অনুতাপী আত্মাকে এই কথা বলেন, “বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল।”(মার্ক ২:৫)।MHBen 155.2

    সমাজের নিগৃহীত অনেকেই সুসমাচারে বর্ণিত আশাকে গ্রহণ করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে, অপর দিকে যারা অনেক সুযোগ সুবিধা ও প্রকৃত আলো পেয়ে ধন্য হয়েছে অথচ সেগুলো পালন করেনি তাদেরকে বাইরে অন্ধকারে ফেলে দেয়া হবে।MHBen 155.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents