Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    খ্রীষ্ট প্রলুব্ধের আশা

    পাপের জীবন থেকে পবিত্র জীবনে উত্তরণের প্রচেষ্টাকারী প্রতিটা আত্মার জন্য শক্তির মহা উপাদান শুধুমাত্র এই বাক্যটিতেই নিহিত আছে, “কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।”(প্রেরিত ৪:১২)।MHBen 161.1

    “শেষ দিন, পর্ব্বের প্রধান দিন, যীশু দাঁড়াইয়া উ‪চ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক।”(যোহন ৭:৩৭) পাপের একমাত্র প্রতিকার হল খ্রীষ্টের অনুগ্রহ ও শক্তি। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 161.2

    কোন ব্যক্তির নিজ শক্তির উত্তম মানসিক দৃঢ়তা কোন কাজে আসে না। বিশ্বের সমস্ত প্রতিজ্ঞা, মন্দ অভ্যাসের শক্তিকে ভাঙতে পারে না। মানুষের হৃদয় যতক্ষণ না স্বর্গীয় অনুগ্রহে নবীনীকৃত না হয় ততক্ষণ পর্যন্ততারা কখনও কোন বিষয়ে সংযম প্রদর্শন করতে পারবে না। আমরা মুহূর্তের জন্যও আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারি না। প্রতিটি মুহূর্ত আমরা ঈশ্বরের ওপর নির্ভরশীল।MHBen 161.3

    আত্ম-পরিষ্কারকরণের দ্বারাই প্রকৃত সংস্কার শুরু হয়। যখন খ্রীষ্টের অনুগ্রহ আমাদের চরিত্রকে নতুন রূপ দান করবেন, এবং আমাদের আত্মা জীবন্ত ঈশ্বরের সাথে সংযুক্ত করা হবে, কেবল মাত্র তখনই পতিতদের জন্য আমাদের কার্য প্রকৃত কৃতকার্যতার সাথে সম্পাদিত হবে। খ্রীষ্ট ঈশ্বরের আজ্ঞায় পূর্ণ বাধ্য থেকে জীবনযাপন করে গেছেন, এবং এক্ষেত্রে তিনি প্রতিটা মানুষের জন্য একটা দৃষ্টান্তও স্থাপন করে গেছেন। এজগতে তিনি যেভাবে জীবন যাপন করে গেছেন, তাঁর শক্তিতে এবং তাঁর নির্দেশনার মাধ্যমে আমাদেরকেও সেভাবে জীবনযাপন করতে হবে।MHBen 161.4

    পতিতদের উদ্ধার-কার্য ক্ষেত্রে ঈশ্বরের আজ্ঞাসমূহ দৃঢ়ভাবে বলা এবং মনে প্রাণে তাঁর প্রতি আনুগত্যের ছাপ ধারণ করা প্রয়োজন। যিনি ঈশ্বরের দাস এবং যিনি ঈশ্বরের দাস নয় তাদের দু’জনের মধ্যে যে একটা লক্ষ্যণীয় পার্থক্য রয়েছে তা প্রদর্শন করতে কখনও ব্যর্থ হবেন না। ঈশ্বর প্রেমময়, তাই বলে তাঁর অবজ্ঞার প্রতি ই‪ছাকৃত অশ্রদ্ধাকে তিনি ক্ষমা করবেন না। তাঁর প্রশাসনের বিধিবদ্ধকৃত আইনকে অমান্য করে কোন মানুষ তার পরিণাম ভোগ করা থেকে রেহাই পেতে পারে না। যারা তাঁকে সম্মান করে তিনিও তাদের সম্মান করেন। এ জগতে মানুষ তার আচরণের মাধ্যমে তার অনন্তগন্তব্য স্থান নির্ধারণ করেন। যেহেতু তিনি বুনেছেন সুতরাং তিনি অবশ্যই কাঁটবেন। কার্যকরণের অনুগমন করবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 162.1

    পরিপূর্ণ বাধ্যতার বিন্দুমাত্র ঘাটতিতে ঈশ্বরের প্রয়োজনীয় মানদন্ডের সাথে সমতা আনতে পারে না। তিনি তাঁর প্রয়োজন অনির্দিষ্ট অবস্থায় ফেলে রাখেন নি। তাঁর সঙ্গে মানুষের ঐক্যতা আনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছুতে তিনি আনন্দ পান না। আমরা পাপীকে খ্রীষ্টের আদর্শ চরিত্র দেখিয়ে দিতে পারি এবং তাঁর দিকে পরিচালিত করতে পারি, তাঁর অনুগ্রহই তাকে এই আদর্শে উন্নীত করতে পারে।MHBen 162.2

    পরিত্রাতা মানুষের সমস্ত দুর্বলতা তাঁর নিজের ওপর নিয়েছিলেন, এবং নিস্পাপ জীবন যাপন করেছিলেন, যাতে মানুষ তাদের দুর্বলতার কারণে এই বলে ভীত না হয় যে, এই মানবিক দুর্বলতাকে জয় করা সম্ভব নয়। আমাদেরকে “স্বর্গীয় চরিত্রের অংশীদার” করতে খ্রীষ্ট এ জগতে এসেছিলেন, আর তাঁর জীবন মানবের সঙ্গে ঈশ্বরের মিলন ঘোষণা করে, যিনি পাপ করেন না।MHBen 162.3

    পরিত্রাতা মানুষকে দেখাতে এসেছিলেন কিভাবে সে জয়ী হতে পারে। শয়তানের প্রতিটা প্রলোভন খ্রীষ্ট ঈশ্বরের বাক্য দ্বারা প্রতিহত করেছিলেন। ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করে তিনি ঈশ্বরের আজ্ঞার প্রতি বাধ্য থাকার শক্তি অর্জন করেছিলেন, ফলে প্রলোভন তাঁর কাছে কোন প্রকার সুযোগ পায়নি। প্রতিটা পরীক্ষায় তাঁর উত্তর ছিল, “লেখা আছে।” সুতরাং ঈশ্বর আমাদেরকে তাঁর বাক্য দিয়েছেন যার দ্বারা আমরা মন্দকে প্রতিরোধ করতে পারি। মহৎ ও মূল্যবান প্রতিজ্ঞাসমূহ ছাড়িয়ে যাওয়া আমাদের ব্যাপার, যেমন লেখা আছে, “তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও।”(২পিতর ১:৪)।MHBen 162.4

    পরীক্ষায় পতিত ব্যক্তিকে পারিপার্শ্বিক অবস্থার প্রতি, তার নিজের দুর্বলতার প্রতি, অথবা প্রলোভনের ক্ষমতার প্রতি না তাকিয়ে বরং ঈশ্বরের বাক্যের ক্ষমতার প্রতি লক্ষ্য রাখার জন্য আহ্বান করা যা‪চ্ছে। এর সব শক্তিই আমাদের জন্য। গীতসংহিতা রচয়িতা বলেন, ” তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করেছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।” “মনুষ্যের কার্য সম্বন্ধে, তোমার ওষ্ঠাধরের বাক্য, আমি দুর্জ্জনের পথ হতে সাবধান হয়েছি।” (গীত ১১৯:১১; ১৭:৪)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 163.1

    লোকদের কাছে সাহসের সাথে কথা বলুন; তাদেরকে প্রার্থনায় স্মরণ করুন। যারা পরীক্ষায় জয়ী হতে ব্যর্থ হ‪ন ব্যর্থতার জন্য অনেকে তাদেরকে লজ্জা দি‪চ্ছেন, ফলে তারা মনে করেন তাদের পক্ষে ঈশ্বরের কাছে যাওয়া একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র; আর এই চিন্তাটাই হলো শয়তানের পরামর্শ। যখন তারা পাপ করেছেন, এবং মনে করেছেন তারা প্রার্থনা করতে পারেন না, তাদেরকে বলুন এইটাই তাহলে প্রার্থনার উপযুক্ত সময়। তারা হয়ত লজ্জা পাবেন, এবং গভীরভাবে বিনম্র হবেন; তবে যখন তারা তাদের পাপ স্বীকার করে ক্ষমা চাইবেন, যিনি বিশ্বস্ত ন্যায়পরায়ন তিনি তাদের সকল পাপ ক্ষমা করবেন, আর তাদের সমস্ত অধার্মিকতা পরিষ্কার করে দেবেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 163.2

    আপাতদৃষ্টিতে আত্মার শূন্যতার অনুভূতি অপেক্ষা অধিকতর অসহায়তা ও নিঃসন্দেহে অধিক অজেয় আর কিছু নেই, আর এটা পুরোপুরি নির্ভর করে ত্রাণকর্তার উৎকর্ষতার ওপর। প্রার্থনার মাধ্যমে, তাঁর বাক্য অধ্যয়নের মাধ্যমে, তাঁর চিরন্তন উপস্থিতিতে বিশ্বাসের মাধ্যমে সর্বাপেক্ষা দুর্বল লোকেরাও জীবন্ত খ্রীষ্টের সান্নিধ্য লাভ করতে পারবেন, আর তিনি নিজের হাতে তাদের হাত ধরবেন যে হাত কখনও তাদেরকে ছেড়ে যাবে না।MHBen 163.3