Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    লোকদের সাহায্য করুন, যেন তারা নিজেদের সাহায্য করতে পারে

    হাতেকলমে শিক্ষা ক্ষেত্রে, আমরা প্রায়ই দরিদ্রদের অধিক ফলপ্রসূরূপে সাহায্য করতে পারি। একটা নিয়ম অনুসারে, যারা কাজ করতে শেখেনি, তাদের পরিশ্রম করবার অভ্যাস নেই, নেই ধৈর্য, এবং আত্ম-অস্বীকারও তাদের মধ্যে নেই। তারা জানেন না কিভাবে কাজ চালিয়ে নিয়ে যেতে হয়। অসতর্কতা এবং সঠিক বিচারের অভাবে অপচয় দৃষ্ট হয়, যা তাদের পরিবারের শিষ্টতা এবং শালীনতা এবং আরাম-আয়েশ বজায় রাখতে পারত, যদি উহা সতর্কতা এবং মিতাচারের সঙ্গে ব্যবহত হত। “দরিদ্রগণের ভূমির চাষে খাদ্য বাহুল্য হয়; কিন্তু বিচারের অভাবে কেহ কেহ নষ্ট হয়।”হিতোপদেশ ১৩:২৩।MHBen 175.1

    আমরা দরিদ্রদের দান করে, তাদের অন্যের কৃপাপাত্র হওন শিক্ষা দানের মাধ্যমে তাদের ক্ষতি করতে পারি। ঐরূপ দান, স্বার্থপর এবং অসহায়ত্ব হওনে উৎসাহিত করে। উহা প্রায়ই আলস্য, অমিতব্যয়ী এবং অমিতাচার হতে উৎসাহিত করে। যারা তাদের নিজেদের জীবিকা অর্জন করতে পারে না, তাদের অন্যদের ওপর নির্ভরশীল হবার কোন অধিকার নেই। “জগৎ একটি জীবিকার জন্য আমার কাছে ঋণী”এই কিংবদিন্তির মধ্যে মিথ্যা, ঠগ, এবং চৌর্যের বিষ রয়েছে। জগৎ কোন ব্যক্তির কাছে ঋণী নয় যে কাজ করে নিজের জন্য জীবিকা অর্জন করতে সমর্থ।MHBen 175.2

    প্রকৃত বদান্যতা মনুষ্যকে নিজেদেরকে সাহায্য করতে সহায়তা করে। যদি কোন ব্যক্তি আমাদের দ্বারে এসে খাবার চায়, তাদের অভুক্ত তাড়িয়ে দেয়া ঠিক নয়; তার দারিদ্র হয়তো উপহার বা দানের ফলে হতে পারে।MHBen 175.3

    এর অর্থ, অপরের মঙ্গলার্থে একটা নিষ্কপট আগ্রহ। দরিদ্র এবং সংকটাপন্ন লোকদের অভাব উপলব্ধি করার চেষ্টা করতে হবে এবং তাদের সাহায্য করতে হবে যা তাদের অধিক উপকার সাধন করবে। তাদের জন্য চিন্তাকরা এবং সময় দেয়া- অর্থ সাহায্য দেয়া অপেক্ষা অধিক উপকার সাধন করবে। তথাপি এটা প্রকৃত বদান্যতা।MHBen 175.4

    যাদেরকে তারা যা পায়, তা উপার্জন করতে শিক্ষা দেয়া হয়, তবে তারা স্বে‪ছায় সদ্ব্যবহার করতে শিক্ষা করবে। আর আত্মনির্ভরতশীল হওন শিক্ষা লাভে তারা এমন কিছু পা‪চ্ছে, যা তাদেরকে কেবল আত্মরক্ষা করাই শিক্ষা দেবে না, কিন্তু অন্যদের সাহায্য করতেও সামর্থ্য দান করবে। যারা তাদের সুযোগের অসদ্ব্যবহার করছে, তাদের জীবনের কর্তব্যের প্রতি গুরুত্ব আরোপ শিক্ষা দেও। তাদেরকে দেখিয়ে দেও যে, বাইবেলের ধর্ম লোকদের কখনো অলস করে না। যীশু সর্বদা শ্রমকে উৎসাহিত করেছেন। “তোমরা কেন এখানে নিষ্কর্ম দাঁড়িয়ে আছ?” তিনি অলসদের একথা বলেছিলেন। “যতক্ষণ দিনমান ততক্ষণ... কার্য...করিতে হইবে; রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না।” (যোহন ৯:৪)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 176.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents