Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

সুষম শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সাধু এবং ন্যায়বান মানুষেরা

    তাদের জ্ঞান ও ন্যায় বিচার, তাদের প্রাত্যহিক জীবনের পবিত্রতা এবং বদান্যতা লােকদের আগ্রহের প্রতি তাদের একাগ্রতার দ্বারা যােষেফ এবং দানিয়েল তাঁদের ছােটবেলার শিক্ষার নীতিমালার প্রতি এবং তারা যার প্রতিনিধি তার প্রতি বিশ্বস্ত ছিলেন। মিশর ও বাবিলে সমস্ত লােকেই এদের সমাদর করেছে, এবং তারা যাদের সংস্পর্শে এসেছেন সেই পৌত্তলিক এবং সমগ্র জাতি তাদের মধ্যে ঈশ্বরের দয়ার এবং উপকারের একটি প্রমাণ, খ্রীষ্টের প্রেমের দৃষ্টান্ত লক্ষ করেছেন।EdBen 51.2

    এই আদর্শ ইব্রীয় যুবকদের জীবনের কার্যাবলী কেমনই না আশ্চর্য ছিল! যখন তারা তাদের বাড়ির শৈশবের পরিবেশকে বিদায় জানালেন, তখন তাদের জীবনের উচ্চ লক্ষ্যের বিষয় কত অল্পই চিন্তা ভাবনা করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন! তারা ঈশ্বরের পরিচালনার প্রতি বিশ্বস্ত এবং দৃঢ় ছিলেন, যেন তাদের মাধ্যমে ঈশ্বর তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করতে পারেন।EdBen 52.1

    যে শক্তিশালী সত্য এই মানুষদের মাধ্যমে প্রকাশিত হয়েছিল, ঈশ্বর ঐ একই সত্য এ কালের যুবক-যুবতি এবং বালক-বালিকাদের মাধ্যমে প্রকাশ করতে চান। যােষেফ ও দানিয়েলের ইতিহাসই একটি দৃষ্টান্ত যা ঈশ্বর তাদের জন্য সাধন করবেন, যারা তার কাছে আত্মসমর্পণ করে এবং সর্বান্তঃকরণে তার উদ্দেশ্য সাধনের চেষ্টা করে।EdBen 52.2

    পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাহিদা সেই মানুষের যাদের বেচা-কেনা যায় না, যারা অন্তরাত্মায় সৎ ও সিদ্ধ, যারা পাপকে পাপ বলতে ভয় পায় না, যার বিবেক ধ্রুব তারা নির্দেশক কম্পাসের কাটার ন্যায় কর্তব্যে বিশ্বস্ত, যারা, আকামণ্ডল ভেঙ্গে পড়লেও সত্যের পক্ষে অটল থাকে।EdBen 52.3

    কিন্তু এ ধরণের চরিত্র দৈবক্রমে হঠাৎ লাভ হয় না; ঐশ্বরিক বিশেষ অনুগ্রহ অথবা আশীর্বাদের মাধ্যমে লাভ হয় না: একটি আদর্শ চরিত্র আত্মনিয়ন্ত্রণ, তা- ঈশ্বর এবং মানবের প্রতি প্রেমের সেবার ফলশ্রুতি।EdBen 52.4

    যুবক-যুবতিদের এই সত্যটি বিশেষভাবে উপলব্ধি করতে হবে যে, এই বৃত্তিদান তাদের নিজেদের নয়। শক্তি, সময়, বুদ্ধি, এ সব কেবল ধার করা সম্পদ। ঐ সকল ঈশ্বরের, তা সর্বোৎকৃষ্ট, এবং সর্বোচ্চ উদ্দেশ্য সাধনেই ব্যবহার করতে হবে। একটি শাখা যা থেকে ঈশ্বর ফল প্রত্যাশা করেন; একজন দেওয়ান-যার মূলধন বৃদ্ধি পাবে; একটি প্রদীপ যে পৃথিবীর অন্ধকারময় স্থান আলােকময় করবে।EdBen 52.5

    প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি শিশুকে ঈশ্বরের সমাদরের জন্য এবং মানব সমাজকে উচ্চে তুলে ধরবার জন্য কাজ করতে হবে।EdBen 52.6