Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

সুষম শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    গানের শক্তি

    বাইবেলের গানের ইতিহাস, গান-বাজনার ব্যবহার এবং উপকার পরামর্শে পরিপূর্ণ। গান-বাজনা প্রায়ই মন্দ উদ্দেশে ব্যবহার করা হয়, এবং এভাবে প্রলােভনের দক্ষ প্রলুব্ধকারী দালাল হিসেবে পরিচিত হয়। কিন্তু যদি তা সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে তা ঈশ্বরের একটি অমূল্য দান, উচ্চ এবং আদর্শ বিষয় বস্তুর প্রতি চিন্তাধারাকে উন্নীত কওে, এবং আত্মাকে অনুপ্রাণিত ও উন্নত করে।EdBen 156.4

    ইস্রায়েল-সন্তানেরা প্রান্তরের মধ্য দিয়ে যাবার সময় পবিত্র গানের মাধ্যমে তাদের যাবার সময়কে আনন্দময় করে তুলেছিল, সুতরাং আজ ঈশ্বরের এই আদেশ যেন, তার সন্তানেরা তাদের জীবন যাত্রাকে আনন্দময় করে তােলে। ঈশ্বরের বাক্য কেবল গানের মাধ্যমে পুনরাবৃত্তি না করে তা মনের মধ্যে গেঁথে রাখার আরও অন্যান্য মাধ্যম রয়েছে। আর ঐ ধরণের গানের অত্যাশ্চর্য ক্ষমতা রয়েছে। এই গানের ককর্ষ এবং অনুর্বর প্রকৃতিকে সিক্ত করার, চিন্তাধারাকে সজীব এবং সহানুভুতিকে জাগিয়ে তােলার কাজে সমন্বয় করার, যা উৎসাহ এবং দুর্বল প্রচেষ্টাকে ধ্বংস করে সেই হতাশা এবং অমঙ্গলের পূর্বাভাসকে দূর করার ক্ষমতা রয়েছে।EdBen 156.5

    অন্তঃকরণকে আধ্যাত্মিক সত্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য গান একটি চমৎকার ফলপ্রসূ মাধ্যম। কতবারই না দুশ্চিন্তাগ্রস্ত মন চাপের মুখে থাকে এবং নৈরাশ্যের দিকে এগিয়ে যায় এবং ভগ্নোয়-আত্মা ঈশ্বরের কিছু বাণী স্মরণ করিয়ে দেয়, কতবারই না ছােট বেলার দীর্ঘ বিস্মৃতি বােঝা এবং প্রলােভন তাদের শক্তি হারিয়ে ফেলে- জীবন নতুন অর্থ এবং নতুন উদ্দেশ্য খুঁজে পায়, এবং অপরকেও উৎসাহ ও আনন্দের সহভাগি করে! শিক্ষার একটি মাধ্যম হিসেবে গানকে কখনাে অবহেলা করা ঠিক হবেEdBen 157.1

    । ঘরে গান পরিবেশিত হবে, সুমধুর এবং পবিত্র গান, এবং বিচার্য শব্দ খুব কমই থাকবে, উৎফুল্লতা, প্রত্যাশা, এবং আনন্দদানের কথা বেশি পরিমাণে থাকবে। বিদ্যালয়গুলােতে সঙ্গীত চর্চার ব্যবস্থা থাকবে, এবং এতে ছাত্রছাত্রীরা ঈশ্বরের প্রতি, তাদের শিক্ষক-শিক্ষিকা, এবং একে অন্যের খুব কাছে আকর্ষিত হবেEdBen 157.2

    ধর্মীয় সভার একটি অংশ হিসাবে, গানও উপাসনার মধ্যে প্রার্থনা স্বরূপ। বাস্তবিক পক্ষে অনেক অনেক গান কিন্তু প্রার্থনা স্বরূপ । শিশুকে যদি এটি উপলব্ধি করতে শিক্ষা দেয়া যায়, তবে সে গানের কথাগুলাের অর্থ সম্পর্কে আরও বেশি চিন্তা করবে এবং তাদের শক্তি সম্পর্কে আরও বেশি সংবেদনশীল হবে ।EdBen 157.3

    যেমন মুক্তিদাতা আমাদের অসীমের দোরগােড়ার দিকে পরিচালিত করেন, ঈশ্বরের গৌরবালােকে আমরা সিংহাসনের চারদিকে স্বর্গীয় গানের দল হতে প্রশংসা এবং স্তবের মূল চিন্তা ধারণা করতে পারি; এবং যেমন আমাদের জাগতিক ঘরে দূতগণের সুমধুর গান প্রতিধ্বনিত হবে, সেভাবে আমাদের হৃদয় স্বর্গীয় গায়কদের খুব কাছে আকর্ষিত হবে। এতে পৃথিবীতেই স্বর্গের যােগ সম্পর্কের সূচনা ঘটে। এখানেই আমরা প্রশংসার মূলসূর শিক্ষা লাভ করতে পারি ।EdBen 157.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents