Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    নিজেই ভাগ্যের নিয়ন্ত্রণ

    প্রবাদটির মধ্যে অনেক মূল্যবান সত্য রয়েছে, “প্রত্যক ব্যক্তি তার নিজের ভবিষ্যতের স্থপত্তি।” পিতামাতা তাদের পুত্র কন্যাদের চরিত্র, শিক্ষা এবং প্রশিক্ষনের সীলমােহরের জন্য দায়ি, এটি এখনও সত্য যে পৃথিবীতে আমাদের অবস্থান এবং প্রয়ােজনীতা আমাদের কাজের উপর নির্ভর করে।MYPBen 235.1

    দানিয়েল এবং তার বন্ধুগণ প্রারম্ভিক জীবনের সঠিক প্রশিক্ষন এবং শিক্ষার উপকারীতা উপভােগ করেছিলেন । কিন্তু কেবল মাত্র এই সব শুবিধাটাইMYPBen 235.2

    তাদেরকে বর্তমান অবস্থায় আনয়ন করে নি। সময় এসেছিল যখন তাদের নিজেদের কাজ করতে হয়েছিল। যখন তাদের উপরই নির্ভর করেছিল । অতঃপর তারা স্থির করেছিল তাদের শিশুবেলা তারা যে শিক্ষা পেয়েছিল, তাতেই তাদের স্থির থাকতে হবে। ঈশ্বর ভয়, যা জ্ঞানের আরম্ভ, তাই-ই ছিল তাদের মহত্ত্বের ভিত্তি।MYPBen 235.3

    দানিয়েল এবং তার তরুন বন্ধুদের নাম অনুপ্রানিত বাক্যের মধ্যে লিনিবদ্ধ ছিল তাদের বাড়তি যৌবনে। তাদের বিশ্বচ্ছুতার তালিকায় মিতাচারের নীতিমালার প্রতি, ঈশ্বর অদ্য তনে তরুনীদের কথা বলছেন, তাদের আদোর করছেন মহামূল্য আলাের রমিশ্ম সংগ্রহ করতে যা তিনি খ্রীষ্টীয় মিতাচারের বিষয়ের উপরে প্রদান করেছেন এবং তাদেরকে স্বাস্থাের নিয়মের যথার্থ সম্পর্ক স্থাপন করেছেন।MYPBen 235.4