Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অসীমের সংস্পর্শে

    প্রার্থনা আত্মার শ্বাস প্রশ্বাস। এটি আত্মিক শক্তির রহস্য। অনুগ্রহ লাভের অন্য কোনাে মাধ্যম প্রতিস্থাপন করা যায় না এবং আত্মার স্বাস্থ্য সংরক্ষণ করা যায় না। প্রার্থনা অন্তঃকরণকে জীবনের প্রস্রবনের এর সঙ্গে তাৎক্ষণিক সংস্পর্শে নিয়ে যায় এবং ধর্মীয় অভিজ্ঞতার পেশীত এবং মাংসপেশীকে শক্তিশালী করে। প্রার্থনার অনুশীলন অবহেলা করলে, অথবা থেমে থেমে প্রার্থনায় রত থাকলে, যখন তখন, সুবিধা মত প্রার্থনা করলে, তুমি ঈশ্বরের ধারণ শক্তি থেকে বঞ্চিত হবে। এতে আত্মিক কর্মশক্তি সমূহ তাদের জীবনী শক্তি হারায়, ধর্মীয় অভিজ্ঞতায় স্বাস্থ্য এবং তেজবীর্যের অভাব ঘটে।...MYPBen 241.3

    এটি একটি চমৎকার বিষয় যে, আমরা ফলপ্রসূভাবে প্রার্থনা করতে পারি, যেন অযােগ্য, ভ্রান্ত মরণশীল মানুষ ঈশ্বরের কাছে তাদের আবেদন উৎসর্গের ক্ষমতা অধিকার করে। মানুষ এর চেয়ে আর কোনাে উচ্চ শক্তি আশা করতে পারে, - যা অসীম ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করতে পারে? দুর্বল, পাপী মানুষের তার নির্মাতার কাছে কথা বলার সুযােগ রয়েছে। আমরা এমন কথা উচ্চারণ করতে পারি যা বিশের সম্রাটের সিংহাসনের কাছে পৌছায়। আমরা চলার পথে যীশুর সঙ্গে কথা বলতে পারি, আর তিনি বলেন, আমি তােমার দক্ষিণ হস্ত।MYPBen 242.1