Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পুস্তকগুলাের পুস্তক

    একজন ব্যক্তির ধর্মীয় অভিজ্ঞতা, তার অবসর সময়ের পুস্তক পাঠের মনােনয়ন দ্বারা প্রকাশিত হয়। মনের সুস্থ ভাব এবং সুস্থ ধর্মীয় নীতিমালা লাভ করতে হলে, যুবকগণকে ঈশ্বরের বাক্যের মাধ্যমে তাঁর সঙ্গে সম্পর্ক রক্ষা। করতে হবে। খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণের পথ নির্দেশ করে, বাইবেল আমাদের একটি উন্নত উওম জীবনের পথ প্রদর্শক। এটি এ যাবৎকালে লিখিত সবচেয়ে চিত্তাকর্ষক এবং অতীব উপদেশপূর্ণ ইতিহাস এবং জীবনচরিত্র যা কদাচিৎ লেখা হয়েছে। যাদের কল্পনা রূপকথার বই পাঠ করে বিকৃত হয়নি, তারা বাইবেলকে অতীব চিত্তাকর্ষক একখানি পুস্তকরূপে খুঁজে পাবে।MYPBen 265.2

    বাইবেল বহু পুস্তকের মধ্যে একখানি পুস্তক। যদি তুমি ঈশ্বরের বাক্য ভালােবাস, তােমার সুযােগ উপলব্ধি করে এটি অনুসন্ধান কর, যেন তুমি এর মূল্যবান ধন সম্পদের অধিকারী হতে পারে এবং সম্পূর্ণরূপে সব সৎ কাজ করতে পার। অতঃপর তুমি নিশ্চিত হতে পারবে যে, যীশু তােমাকে তার দিকে আকর্ষণ করছেন। কিন্তু বােঝার জন্য খ্রীষ্টের শিক্ষা অনুসন্ধান না করে কেবল আবশ্যকতা মেটানাের জন্য নিত্যনৈমিত্তিক বিষয়ের মত শাস্ত্র পড়া পর্যাপ্ত নয়। ঈশ্বরের বাক্যের মধ্যে গুপ্ত সম্পদ রয়েছে যা কেবল এর সত্যের গভীরে প্রবেশ কারেই আবিষ্কার করা সম্ভবMYPBen 265.3

    জাগতিক মন সত্যকে অগ্রাহ্য করে; কিন্তু আত্মা অধঃপতনের দিকে অবিশ্বাস্যভাবে পরিবর্তিত হয়। এই পুস্তকটি প্রথম সবার কাছে অনাকর্ষণীয় ছিল কারণ এটি সত্য প্রকাশ করে যা পাপীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কিন্তু এখন এটি আত্মার খােরাপ, জীবনের আনন্দ ও সান্ত্বনা পরিণত হয়েছে। ধার্মিকতার পবিত্র সূর্য এর পবিত্র পৃষ্ঠাগুলাে ব্যাপি আত্মাকে উদ্দীপ্ত করে এবং পবিত্র আত্মা এগুলাের মাধ্যমে আত্মর কাছে কথা বলে।...MYPBen 265.4

    যারা শাস্ত্র হালকাভাবে পড়ার জন্য দায়সারা কাজ করেছে, তারা এখন ভাববাণীর নিশ্চিত বাক্যের দিকে গভীর মনোেযােগ দিক। তােমার বাইবেল তুলে নেও এবং নতুন উদ্দীপনায় শাস্ত্রের নতুন নিয়ম ও পুরাতন নিয়ম অধ্যয়ন করতে শুরু কর। যত বেশি বেশি করে ও যত্ন সহকারে তুমি বাইবেল অধ্যয়ন করবে, এটা তােমার কাছে তত বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে, হালকাভাবে পড়ার ক্ষেত্রে ততবেশি অরুচি বােধ করবে। এই মূল্যবান বইটি তােমার হৃদয়ে সংরক্ষণ করে রাখ। এটি তােমার কাছে একজন উত্তম বন্ধু ও aper ante 9671— The Youth Instructor, October 9, 1902.MYPBen 266.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents