Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ইফিষের লােকদের আদর্শ—৮৯

    ইফিষর লােকেরা যখন পরিবর্তিত হল তখন, তারা তাদের অভ্যাস এবং রীতি-নীতিরও পরিবর্তন করল। ঈশ্বরের আত্মার দোষী সাব্যস্ত করার পর, তারা তৎপরতার সঙ্গে কাজ করল, এবং তাদের যাদুবিদ্যার সব রহস্য প্রকাশ করল। তারা এসে অপরাধ স্বীকার করল, এবং তাদের কার্যাবলি প্রদর্শন করল এবং তাদের আত্মা পবিত্র ঘৃণায় পূর্ণ হল কারণ তারা সেই জাদু বদ্যার প্রতি এমন অনুরক্তি দেখিয়েছিল এবং পুস্তকগুলাের প্রতি খুব গুরুত্ব দয়েছিল, যার মধ্যে শয়তানের চাতুরীমূলক পদ্ধতি লেখা ছিল, যদ্বারা তারা Jদু বিদ্যা চর্চা করত। তারা মন্দের সেবা থেকে বিরত থাকায় বদ্ধমূল হল, আর তারা তাদের বহু মূল্যবান পুস্তকাদী প্রকাশ্যে পুড়িয়ে দিল। এভাবে তারা নরলভাবে ঈশ্বরের কাছে ফিরে এল।...।MYPBen 267.1

    ইফিষের লােকদের পুস্তকগুলাের জ্বলন্ত অগ্নিশিখা সুসমাচারের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করল, যাতে তারা আনন্দিত হল, এবং তাদের ববেককে শাসন করার অনুমতি দিল এবং তাদের মনকে পরিচালিত করার মনুমতি দিল। তারা পুস্তকগুলাে বিক্রি করতে পারত, কিন্তু তা করলে বইগুলাে দুষ্টতার পথের বিলুপ্তি থেকে রক্ষা পেত। পরে তারা শয়তানের গােপন রহস্য, যাদুর কলা কৌশল ঘৃণা করতে শুরু করল, এবং তারা যে জ্ঞান অর্জন করেছিল তা তারা ঘৃণার চোখে দেখতে লাগল। সেই সব যুবক-যুবতিদেরকে আমি জজ্ঞাসা করতে চাই যারা সত্যের সঙ্গে যুক্ত হয়েছে, তােমরা কি তােমাদের যাদুমন্ত্রের পুস্তকগুলাে পুড়িয়ে দিয়েছ?MYPBen 267.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents