Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    স্বীয় বাসনা চরিতার্থ করার মন্দতা

    আমরা স্মরণে রাখব যে, বিশ্বের ত্রাণকর্তার জন্মের স্মৃতি রক্ষার্থে বড় দন উদযাপন করা হয়। এই দিনটি সাধারণত ভােজ এবং অতি ভােজে অতিবাহিত করা হয়। আত্ম-চরিতার্থে অপ্রয়ােজনীয়ভাবে অর্থ ব্যয় করা হয়। ক্ষুধা এবং ইন্দ্রিয়গত আমােদ প্রমােদ চরিতার্থ করার জন্য শারীরিক, মানসিক শক্তি ব্যয় করা হয়। তথাপি এটি অভ্যাসে পরিণত হয়েছে। অহঙ্কার এবং ফ্যাশান এবং বাসনা পূরণের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করা হয়। যাতে কারাে কোনাে উপকার সাধিত হয়নি, কিন্তু অপব্যায় উৎসাহিত করা হয়েছে যা ঈশ্বরের কাছে অসন্তোষজনক। এই দিনগুলাে ঈশ্বরকে নয়, কেবল আত্মতুষ্টিতে অপচয় করা হয়েছে। স্বাস্থ্যকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, যা অর্থ ফেলে দেওয়া থেকে মন্দ, অনেকে অতিমাত্রায় ভােজন করে এবং নীতি ভ্রষ্ট আমােদ প্রমােদে লিপ্ত হয়, এবং এর মাধ্যমে আত্মা বিনষ্ট হচ্ছে।MYPBen 303.2

    ঈশ্বর তার সন্তানদের দ্বারা গৌরবান্বিত হন তখনই যদি তারা সাধারণ, অনাড়ম্বর খাদ্য উপভােগ করে, এবং তার ভাণ্ডারে আনয়ন করার জন্য যে অর্থ তাদের হাতে রাখা হয়েছে, অন্ধকারে বসে থাকা ক্ষুদ্র কি মহান আত্মাগণের সত্যের আলাে প্রেরণ করার জন্য ব্যবহার করা হয়। বিধবা এবং পিতৃহীনদের। অন্তঃকরণ যেন এই উপহার হেতু উল্লাস করতে পারে যা তাদের আরাম। আয়েস এবং তাদের ক্ষুধা তৃপ্ত করার জন্য ব্যবহার হতে পারে ।MYPBen 303.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents