Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রথম বিষয়গুলাে প্রথমে

    যারা বাপ্তিস্মের পবিত্র অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে তারা স্বর্গীয় বিষয় অনুসন্ধানের জন্য অঙ্গীকার বদ্ধ, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন; তারা পাপীদের পরিত্রাণের জন্য একান্তভাবে শ্রম দিতে অঙ্গীকারাবদ্ধ। যারা ঈশ্বরের নাম স্মরণ করে তাদের তিনি বলেন, আমার পুত্রের মৃত্যুতে প্রাপ্ত ক্ষমতা তােমরা কীভাবে ব্যবহার করছ? যারা আমার পুত্রের মৃত্যু দ্বারা মুক্ত হয়েছে, তােমরা কি তােমাদের শক্তি বলে আত্মিক জ্ঞানে একটি মহত্ত্বর উচ্চে উখিত হবার জন্য সব করছ? তােমরা কি তােমাদের আগ্রহ বিন্যাস করছ?MYPBen 309.1

    ঈশ্বরের লােকদের মধ্যে সংস্কার সাধিত হােক। “অতএব তােমরা ভােজন কি পান, কি যাহা কিছু কর সকলই ঈশ্বরের গৌরবার্থে কর।” যাদের উপরে প্রভু তাঁর কাজের দায়িত্ব অর্পণ করেছেন তারা বার্তা ঘােষণা করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন? যেন অজ্ঞানতার মাঝে ধ্বংসামুখাে আত্মাগণকে সতর্ক করে দেওয়া হয়। তােমরা কি আত্মত্যাগের মাধ্যমে, তাদের সাহায্য করার জন্য কিছু করতে পার না? জাগাে এবং তােমার নিঃস্বার্থপর উদ্যম এবং ঐকান্তিকতা দ্বারা দেখাও যে তুমি পরিবর্তিত।MYPBen 309.2

    আত্মাগণকে রক্ষার্থে প্রতিটি টাকা প্রয়ােজন। পেশাগত লােকদের দ্বারা মানব মুখের ছবি তােলার কাজে বিনিয়ােগ করা অর্থ দিয়ে প্রচার কাজের কয়েকজন মিশনারিকে সাহায্য করা যেতাে। ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলাে জলস্রোত এক সঙ্গে মিশে বড় একটি নদীতে পরিণত হয়। আমরা প্রভুর সম্পদগুলাে স্বার্থপর আমােদ-প্রমােদ দ্বারা আৎসাৎ করি যা সতর্কতামূলক শেষ বার্তা ঘােষণার কাজে ব্যবহার করা উচিত ছিল। যদি আমরা আৎসাতের উদ্দেশে প্রভুর অর্থ খরচ করি, তা হলে আমরা কিভাবে আশা করতে পারি তিনি তাঁর স্থাবর, বিষয় সম্পদ আপনার উপরে গচ্ছিত রাখবেন? প্রভু মালিক তাদেরকে কেমন দৃষ্টিতে দেখেন; যিনি স্বার্থপরভাবে তার অর্থ ছবি তােলার কাজে ব্যবহার করেন? ঐ একই অর্থ পড়াশুনার জন্য বই পত্র কিনে, যারা অজ্ঞানতার অন্ধকারে রয়েছে তাদের কাছে পাঠাই।MYPBen 309.3

    ঈশ্বর আমাদের কাছে যে সত্য গচ্ছিত রেখেছেন, তা অবশ্যই জগতে ঘােষণা করতে হবে। আমাদেরকে এই কাজ করার সুযােগ প্রদান করা হয়েছে, আমাদেরকে জলের কাছে বীজ বপন করতে হবে। প্রভু আমাদের আত্মঅস্বীকার এবং আত্মত্যাগ অভ্যাস করার আহ্বান করেছেন। সুসমাচারের কাজে সম্পূর্ণ ভাবে উৎসর্গীকরণের দাবি রাখে। প্রয়ােজনের খাতিরে আমরা যথা সর্বস্ব দান করে দেব। ছবি তােলায় আমাদের ইচ্ছা পূরণে একটি স্বার্থপর বাসনা চরিতার্থের ব্যাপার রয়েছে, যা আমাদের বিরুদ্ধে নীরব সাক্ষ্য বহন করে। এটি চরিতার্থ করায় একটি বৃহৎ পরিমাণ কাঠ, কুটা এবং ফসলের মূলাবিশিষ্ট ভিত্তির কাছে আনা হয়েছে যা শেষ দিনে অগ্নি দ্বারা শেষ করে দেয়া হবে।MYPBen 309.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents