Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    গৃহে নির্দয় বাক্য

    অসহিষ্ণু বাক্য ব্যয়ের কারণে পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে। কতই না ক্ষতি হয়; যার ফলে একজনের অসহিষ্ণু বাক্যের কারণে অপর; জনও একই মনােভাব নিয়ে ও একই ঢঙে অপরের প্রতি জবাব দিয়ে থাকে। তারপর আসে প্রতিশােধের বাক্য, নিজের পক্ষে সাফাইমূলক বাক্য, এবং এটি এমন সমস্ত বাক্য দ্বারা করা হয় যে তা হয় খুবই আক্রমনাত্মক, মন পীড়াদায়ক যেয়ালী যা আপনার গলায় পড়ানাের তৈরি করা হয়ে থাকে। কারণ এই সমস্ত তিক্ত বাক্যগুলাে আপনার আত্মার কুটিল ভান্ডার থেকে চলে আসে।MYPBen 319.2

    যারা এই ধরণের ভাষাকে প্রশ্রয় দেয় তারা লজ্জাজনক অভিজ্ঞতা লাভ করবে, আত্ম-মর্যাদা, ও আত্ম-বিশ্বাস হারাবে, এবং তারা যে আত্ম-নিয়ন্ত্রণ হারাতে এবং এই ভাবে মন্দ কথা বলতে নিজেদের সুযােগ দিয়েছে তার জন্য তারা তিক্ত তনুশােচনা ও অনুতাপে দগ্ধ হবে। এই ধরণের মন্দ বৈশিষ্ট্যপূর্ণ বাক্য যদি কখনও বলা না হত তাহলে কতই না ভালাে হত। হৃদয়ে অনুগ্রহের তৈল ধারণ করা, সমস্ত উত্তেজনাকে পাশ কাটিয়ে যাওয়া, এবং সব ব্যাপারে খ্রীষ্টের মত নম্রতা ও ধৈর্য ধারণ করা কতই না মঙ্গলজনক।MYPBen 319.3

    আপনি যদি ঈশ্বরের প্রতিজ্ঞামালার শর্তগুলাে পূর্ণ করেন, তাহলে প্রতিজ্ঞাগুলােও আপনাতে পূর্ণতা লাভ করবে। আপনার অন্তর যদি ঈশ্বরে অবস্থান করে, তাহলে আপনার কাছে যখন পরীক্ষা ও প্রলােভন আসবে তখন আপনি কখনও পরমানন্দের অবস্থা থেকে নৈরাশ্যের উপত্যকায় পতিত হবেন। । আপনি তখন সন্দেহ ও বিষন্নতাপূর্ণ কোনাে কথা অন্যদের বলবেন না।MYPBen 319.4

    শয়তান আমাদের মনের চিন্তা পাঠ করতে পারে না, তবে সে আমাদের কার্যকলাপ দেখতে পায়, আমাদের বাক্য শুনতে পায় এবং মানুষের পরিবার সম্পর্কে তার দীর্ঘ জ্ঞান থাকার কারণে, আমাদের চরিত্রের দুর্বল। স্থানগুলাের সুযােগ গ্রহণের জন্য সে তার প্রলােভনগুলাে সাজাতে পারে। আর আমাদের উপর সে কিভাবে বিজয় অর্জন করতে পারে সেই রহস্য কতবারই না আমরা তাকে জানিয়ে দেই। আহা, সেই ভাবেই হয়ত সে আমাদের বাক্য ও কার্য নিয়ন্ত্রণ করে থাকে! আমরা কতই না শক্তিশালী হতাম যদি আমাদের বাক্য এমন ধরণের হত যা শেষ বিচারের দিনের জন্য নথিভুক্ত করা হলেও সেগুলাের জন্য আমরা যদি লজ্জিত না হতাম । আমরা যখন বাক্যগুলাে উচ্চারণ করেছি তখন আমাদের যেমনটি মনে হয়েছিল ঈশ্বরের বিচার দিনে সেগুলাে কতটা ভিন্নভাবে আমাদের কাছে উপস্থিত হবে।—রিভিউ অ্যান্ড হেরাল্ড, ফেব্রুয়ারি ২৭, ১৯১৩।MYPBen 320.1

    ---------------------------------------------