Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বাধ্যতার মধ্যেই নিয়তি

    যুবক-যুবতিরা এখন তাদের নিজেদের অনন্ত জীবন প্রত্যাখ্যান করছে, আর আমি তােমাদের কাছে সনির্বন্ধ অনুরােধ করতে চাই যে, তােমরা সেই আজ্ঞাটির প্রতি মনােযােগ দেও যে আজ্ঞায় ঈশ্বর এমন চমৎকার একটি প্রতিজ্ঞা যুক্ত করেছেন, “যেন তােমার ঈশ্বর সদাপ্রভু তােমাকে যে দেশ দিবেন, সেই দেশে তােমার দীর্ঘ পরমায়ু হয়।” সন্তানগণ, তােমরা কি অনন্ত জীবন পেতে চাও? তাহলে তােমার পিতামাতাকে শ্রদ্ধা কর এবং সম্মান কর।...MYPBen 324.1

    তাদের প্রতি প্রেম ও বাধ্যতা প্রদর্শন না করার কারণে তােমরা যদি পাপ করে থাক, অতীতের সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করার এখনই সময়। অন্য কোনাে কাজ করার মাধ্যমে তুমি ঝুঁকি নিতে পার না; আর তখন এর কারণে তুমি অনন্ত জীবন হারাবে। মর্মের অনুসন্ধানকারী তােমার পিতামাতার প্রতি তােমার অন্তরের মনােভাব কেমন তা তিনি জানেন; কারণ স্বর্গীয় ধর্মধামে তিনি তােমার নৈতিক চরিত্রকে স্বর্ণের নিক্তি দ্বারা মাপছেন। ওহে যুবক-যুবতি, তােমাদের পিতামাতার প্রতি অবহেলার জন্য পাপ স্বীকার কর, তাদের প্রতি তােমাদের উদাসীনতার জন্য ক্ষমা চাও, এবং ঈশ্বরের পবিত্র আজ্ঞার প্রতি অবজ্ঞার জন্য ক্ষমা চাও।. . .MYPBen 324.2

    তােমাদের পিতামাতার হৃদয় তােমাদের প্রতি কোমল সহানুভূতির নকশায় তৈরি করা হয়েছে, ফলে তােমরা কি পার না কৃতজ্ঞ হৃদয় নিয়ে তাদের প্রেমে ফিরে আসতে? তারা তােমাদের ভালােবাসেন, তারা চান তােমরা পরিত্রাণ প্রাপ্ত হও; কিন্তু তােমরা কি প্রায়ই তাদের পরামর্শ অবজ্ঞা কর নি এবং নিজ পথে গিয়ে নিজের ইচ্ছা মত কাজ কর নি? তােমরা কি তােমাদের স্বাধীন বিচার বিবেচনা অনুসারে চলনি, যখন তােমরা জানতে যে এই ধরণের একগুয়েভাবে চলায় ঈশ্বরের কোন অনুমােদন নেই? পিতামাতার প্রতি সন্তানদের এই ধরণের অকৃতজ্ঞ আচরণের কারণে, তাদের প্রতি অশ্রদ্ধার কারণে অনেক পিতার ও মাতার হৃদয় ভেঙ্গে গেছে, আর তারা সেভাবেই কবরে চলে গেছে।দ্যা ইউথস্ ইনস্ট্রাক্টর, জুন ২২, ১৮৯৩।MYPBen 324.3