Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    যুবকদের দায়িত্ব নিতে হবে—১১৪

    ঘরে এই সমস্ত যুবকদের বিভিন্ন ধরণের দায়িত্ব রয়েছে যা তারা দেখেও দেখে না। ঘরের যে কাজগুলাে তাদের করার কথা, যে কর্তব্যগুলাে তাদের গ্রহণ করার কথা, তা তারা গ্রহণ করতে শেখে নি। তাদের এক একজন বিশ্বস্ত ও কর্মতৎপর মা রয়েছেন, যিনি এমন এমন বােঝা বহন করেন যা তার। সন্তানদের উচিৎ নয় তাকে বহন করতে দেয়া। আর এভাবেই তারা তাদের মাকে সম্মান করতে ব্যর্থ হয়। তাদের যে দায়িত্বগুলো তাদের পিতা করছেন তারা সেই দায়িত্বগুলাের অংশী হয় নি, আর পিতাকে যেভাবে সম্মান করা উচিৎ তারা তা করতে অবহেলা করেছে। তারা কর্তব্য না করে বরং তাদের ইচ্ছা। অনুসারে চলেছে।MYPBen 331.1

    তারা সমস্ত বােঝা ও কঠোর পরিশ্রমকে পরিত্যাগ করে তাদের জীবনকে স্বার্থপরতার দিকে ধাবিত করেছে, আর তারা জীবনে কৃতকার্য হওয়ার জন্য সেই মূল্যবান অভিজ্ঞতা অর্জনে ব্যর্থ হয়েছে যে অভিজ্ঞতা অন্য কোনাে ভাবে অর্জন করা যায় না। তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত হওয়াকে গুরুত্বপূর্ণ কিছু মনে করেনি, ন্যায্য হতে, নম্রতায় সর্বতােভাবে সম্পূর্ণ ও বিশ্বস্ত হতে, তাদের জীবনে চলার পথ বরাবর যে সমস্ত সাধারণ কর্তব্যগুলাে পড়ে থাকে তা করার জন্য তারা তাদের পিতামাতার প্রতি বাধ্য থাকাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেনি। ব্রনের সাধারণ শাখা-প্রশাখা, যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দিকে তারা ভাসাভাসা দৃষ্টিতে তাকায়।MYPBen 331.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents