Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ধর্মীয় অতিথিসেবা—১১৬

    আমাদের পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক যদি খ্রীষ্টের সরলতা ও নম্রতা দ্বারা পরিচালিত হত তবে আমরা অধিকতর সুখী ও অধিকতর উপকারী হতে পারতাম। লােককে দেখানাের জন্য পরিশ্রমী হওয়ার চেয়ে, সন্তুষ্টিবােধে উত্তেজিত হওয়ার চেয়ে অথবা অতিথিদের ঈর্ষার বস্তু হওয়ার চেয়ে, আমাদের চেষ্টা থাকা উচিৎ আমাদের চারপাশের লােকদের আনন্দ দিয়ে, সহানুভূতিশীল হয়ে এবং প্রেম দেখিয়ে তাদের সুখী করার চেষ্টা করা। অতিথিরা যেন দেখতে পায় আমরা খ্রীষ্টের ইচ্ছাগুলাে নিশ্চিত করার জন্য সংগ্রাম করছি। এমন কি তারা যেন আমাদের মধ্যে পুরােটাই নম্রতা, তুপ্তি ও কৃতজ্ঞতায় দেখতে পায়। প্রশান্তি ও নীরবতাই হল একটি প্রকৃত খ্রীষ্টিয়ান পরিবারের আবহ। কাজে দেখাতে না পারলে এই ধরণের উদাহরণ কোনাে কাজে আসবে না।. . .।MYPBen 334.1

    আমাদের প্রচেষ্টায় অতিথিদের সুখ ও স্বস্তি দেবার সময় আমরা যেন। ঈশ্বরের প্রতি আমাদের বাধ্যবাধকতার কথাটি ভুলে না যাই। কোন কারণেই প্রার্থনার সময়টি যেন উপেক্ষিত না হয়। উপাসনার সময় নিজেরা মজার মজার। কথা বলে এবং কৌতুক করে উপাসনার সময়টিকে উপভােগের পরিবর্তে ক্লান্তিকর করে তুলবেন না। আর এভাবে উপাসনা করে ঈশ্বরের কাছে অগ্রহণযােগ্য নিবেদন উৎসর্গ করা হয়। সন্ধ্যা হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব। প্রার্থনায় বসলে আমরা তাড়াহুড়াে না করে ধীর-স্থিরভাবে প্রার্থনা করতে পারি, আর তখন আনন্দে উচ্চ কণ্ঠে, কতজ্ঞতাপূর্ণ প্রশংসায় আমরা আমাদের সনির্বন্ধ প্রার্থনাগুলাে উৎসর্গ করতে পারব।MYPBen 334.2

    যারা খ্রীষ্টিয়ান পরিবারের অতিথি তারা যেন দেখতে পায় যে প্রার্থনার সময়টি সবচেয়ে মূল্যবান, সবচেয়ে পবিত্র, এবং গােটা দিনের মধ্যে সুখীতম সময়। উপাসনায় তাদের সঙ্গে যারা অংশগ্রহণ করে একটি বিশুদ্ধকারী, মানােন্নয়নকারী প্রভাব তাদের উপর অর্পিত হয়। আর এই সমস্ত উপাসনা তাদের অন্তরে শান্তি এবং কৃতজ্ঞতা বয়ে আনে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, নভেম্বর ২৯, ১৮৮৭।MYPBen 334.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents