Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রকৃত অলংকার

    অনেকে এই ভেবে নিজেদের প্রতারিত করে যে দেখতে সুন্দর এবং উচ্ছল দেখায় এমন পােশাক দ্বারা তারা জগতের কাছে আকর্ষণীয়রূপে বিবেচিত হতে পারবে। কিন্তু যে আকর্ষণ শুধু বাহ্যিক চেহারায় বিদ্যমান থাকে তা ছায়া স্বরূপ এবং পরিবর্তনশীল; সেগুলাের উপর কোনাে ভাবে নির্ভরশীল হওয়া যায় না। যে অলংকার খ্রীষ্ট তাঁর অনুসারীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তা কখনও মলিন হয়ে যাবে না। তিনি বলেন: “আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিম্বা বস্ত্র পরিধানরূপ বহ্য ভূষণ, তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শােভা, তাহাদের ভূষণ হউক; তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য।” MYPBen 337.2

    যুবক-যুবতিরা নিজেদের বাহ্যিক বেশভূষায় আকর্ষণীয় হতে যে সময় ব্যয় করে তার অর্ধেক সময়ও যদি তারা তাদের আত্ম-চর্চায়, আভ্যন্তরীণ অলংকারে নিজেরা অলংকৃত হওয়ার জন্য ব্যয় করত তবে তাদের আচারআচরণে, কথাবার্তায় এবং কাজে কতই না ভিন্নতা পরিলক্ষিত হত। যারা প্রকৃত পক্ষে খ্রীষ্টকে অনুসরণ করতে চেষ্টা করছে তারা কোন ধরণের পােশাক পড়বে সে ব্যাপারে তাদের মধ্যে একটি সচেতন বিবেক কাজ করবে; এ ব্যাপারে তারা কোনটি পরিধান করা যাবে কোনটি পরিধান করা যাবে না সেই শর্তগুলাে পূরণ করতে সচেষ্ট হবে। বর্তমানে পােশাক-পরিচ্ছদের পেছনে যত অর্থ অপচয় করা হয় তা ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং তাদের মনকে উপযুক্ত জ্ঞানের আধাররূপে গড়ে তােলার জন্য ব্যয় করতে হবে, তাহলে তারা বিশ্বস্ত হওয়ার জন্য নিজেদের যােগ্যরূপে গড়ে তুলতে পারবে। আর তারা যীশুর প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট হবে, যিনি অসীম মূল্যে তাদের কিনে নিয়েছেন।MYPBen 337.3

    প্রিয় সন্তানরা ও যুবক-যুবতিরা, যারা এই পৃথিবীতে যীশুকে। ভালােবাসে এবং তাঁর সেবা করে তাদের জন্য তিনি তার সমস্ত ক্ষমতা দিয়ে স্বর্গরাজ্যে অট্টালিকা প্রস্তুত করেছেন যা তিনি তােমাদের সকলকে দিতে চান । পাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে তিনি তাঁর স্বর্গীয় বাসস্থান পরিত্যাগ করে এই পৃথিবীতে নেমে এসেছেন, তিনি সেই মানুষদের জন্য এসেছেন যারা তাঁর প্রশংসা করে নি, যারা তাঁর শুদ্ধতা ও পবিত্রতাকে ভালােবাসে নি, যারা তাঁর শিক্ষামালা বিকৃত করেছে, এবং অবশেষে তাঁকে সবচেয়ে নির্মম যাতনা দিয়ে মেরে ফেলেছে। “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” যােহন ৩:১৬।MYPBen 338.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents