Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সৌন্দকে ভালােবাসা

    এমন কি মহান ঈশ্বরও সৌন্দর্যের প্রেমিক। তিনি তাঁর হস্তকৃত নিখুঁত সমস্ত কাজগুলাে সাক্ষ্য হিসেবে আমাদের দিয়েছেন। তিনি আমাদের প্রথম পিতা-মাতার জন্য এদন উদ্যান তৈরি করেছিলেন। প্রয়ােজনীয় এবং সৌন্দর্য বর্ধনের জন্য সব ধরণের দৃষ্টিনন্দন সব বৃক্ষগুলাে সেই উদ্যানে রাখা হয়েছিল। সেখানে সুন্দর সুন্দর নানা ধরণের বিরল প্রকৃতির নানা বর্ণে রঞ্জিত ফুল ফুটেছিল, এবং বাতাসে সুগন্ধ ছড়াচ্ছিল। নানা ধরণের, নানা বর্ণের পালক বিশিষ্ট স্ফুর্তিবাজ গায়ক পাখি, তারা সমবেত হয়ে আনন্দদায়ক গান করে তাদের সৃষ্টিকর্তার প্রশংসা করতে করতে এগিয়ে চলেছে। এটিই ছিল ঈশ্বরের পরিকল্পনা যে মানুষ যেন তার হাতের তৈরি সমস্ত সৃষ্ট বস্তু ও প্রাণিদের যত্ন নিয়ে আনন্দ খুঁজে পায়, এবং তারা যেন তাদের চাহিদাগুলাে উদ্যানের গাছগুলাের ফল থেকে মেটাতে পারে ।MYPBen 356.3

    ঈশ্বর, যিনি আমাদের প্রথম পিতা-মাতার জন্য এত মনােরমভাবে এদন আবাস তৈরি করেছিলেন, তিনি সেখানে আমাদের সুখের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর বৃক্ষ, সুন্দর সুন্দর ফুল, এবং প্রকৃতিতে সব কিছুই অত্যন্ত চমৎকারভাবে রেখেছিলেন। এগুলাে তিনি তাঁর প্রেমের নিদর্শন স্বরূপ আমাদের দিয়েছিলেন, যাতে আমরা তাঁর চরিত্রের সঠিক চিত্র দেখতে পারি বা অনুভব করতে পারি।MYPBen 357.1

    তিনি তাঁর সন্তানদের হৃদয়ের মধ্যে সৌন্দর্যের প্রতি প্রেমের অনুভূতি রােপণ করে রেখেছিলেন। তবে অনেকের দ্বারা এই প্রেম বিকৃত হয়ে গেছে। যে ঈশ্বর এর উপকারিতা এবং সৌন্দর্য আমাদের জন্য দিয়েছিলেন সেই গৌরবময় দাতাকে ভুলে যাওয়া হয়েছে এবং সেগুলােকে পূজা বা আরাধনা করা হয়েছে। এটি নির্বোধ অকৃতজ্ঞতা। আমাদের উচিৎ ঈশ্বরের সমস্ত সৃজনশীল কাজের মধ্যে আমাদের জন্য তাঁর প্রেমকে স্বীকার করা, এবং আমাদের অন্তর থেকে তাঁকে হৃদয়ের সর্বোত্তম এবং পবিত্রতম প্রীতি ও অনুরাগ প্রদানের মাধ্যমে এই সাক্ষ্যগুলাের প্রতি সাড়া প্রদান করা।MYPBen 357.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents