Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নৃত্য-১৩৫

    প্রকৃত খ্রীষ্টিয়ান এমন কোনাে আমােদ প্রমােদের স্থানে প্রবেশ করতে চাইবে না যেখানে সে ঈশ্বরের আশীর্বাদ যাচঞা করতে পারে না। তাকে থিয়েটারে, বিলিয়ার্ড হল (টেবিলের উপরে খেলবার এক প্রকার ক্রিড়া বিশেষ। অথবা bowling saloon এ পাওয়া যাবে না। সে জাদু করার স্থানে গিয়ে আমােদ প্রমােদে যােগ দেবে না, যা খ্ৰীষ্টকে তার মন থেকে দূর করে দেয়।MYPBen 390.1

    যারা এই সব চিত্তবিনােদন খেলায় যােগদানের জন্য অনুরােধ করবে। আমরা তাদের উত্তর দেব যে, আমরা নাসারতীয় যীশুর নামে এই সব আমােদ প্রমােদে আনন্দ উপভােগ করতে পারি না। থিয়েটার এবং নৃত্যের স্থানে সময় ব্যয় করে তার উপরে ঈশ্বরের আশীর্বাদ যাচএা করা যায় না। কোনাে খ্রীষ্টিয়ান এমন একটি স্থানে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পােষণ করবে না। যখন খ্রীষ্ট আসবেন, তখন কোনাে ব্যক্তি সেখানে থাকতে চাইবে না।MYPBen 390.2

    যখন আমরা অন্তিম সময়ে উপস্থিত হব, এবং আমাদের জীবনের ইতিহাসের সম্মুখীন হব, তখন আমরা কি অনুশােচনা করব যে আমরা মাত্র অল্প কয়েকটি পার্টিতে যােগদান করেছি? আমরা বেহিসাবী আমােদ প্রমােদে অংশ গ্রহণ করেছি? বরং আমরা কি তিক্ত অনুশােচনা করব না আমরা কত মূল্যবান আত্ম পরিতৃপ্তিতে কাটিয়েছি, কত সুবর্ণ সুযােগ তুচ্ছ করেছি, যা যথার্থ ভাবে সদ্ব্যবহার করে চিরস্থায়ী, অক্ষয় ধন লাভ করতে পারতাম?MYPBen 390.3

    ধর্মীয় অধ্যক্ষদের একটি রেওয়াজ রয়েছে; যার সঙ্গে কারও হৃদয়ের ঘনিষ্ঠ বন্ধন রয়েছে তার যে কোনাে অপরাধ ক্ষমা করে দেওয়া। পাপের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তারা এর মহা অপরাধের প্রতি বিবেচনা শূণ্য হয়ে যায়। যারা নিজেদেও খ্রীষ্টের সন্তান বলে দাবী করে, তারা তাদের অধার্মিকতার পানােৎসবের সঙ্গে মণ্ডলীর সেবা কাজের যােগসূত্র খোজার ছলে পাপের উপর মিথ্যা অযুহাত দিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করে যা তাঁর বাক্যে নিন্দা করা হয়েছে। এভাবে তারা দিয়াবলের সেবা করার জন্য স্বর্গের ভরণ আবরণ ধার করে। আত্মাগণ প্রতারিত হয়, দূরে পরিচালিত হয়, এবং এই সব প্রচলিত রীতি সম্মত অসংযত জীবন যাপন দ্বারা সদগুণ হারিয়ে যায়MYPBen 390.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents