Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    শক্তির পরিমাণ

    দুটি জিনিষ নিয়ে চরিত্র গঠিত, ইচ্ছাশক্তি এবং আত্ম-নিয়ন্ত্রণ শক্তি। অনেক যুবক-যুবতি মারাত্মক ভুল করে, তাদের চরিত্রের শক্তির জন্য অনিয়ন্ত্রিত তীব্র অনুভূতি হয়; কিন্তু সত্য হল, যে তার তীব্র অনুভূতির কারণে ভুল করে সে একজন দুর্বল মানুষ। মানুষের প্রকৃত মহত্ত্ব এবং শ্রেষ্ঠত্ব তার অনুভূতি নিয়ন্ত্রণ শক্তি দ্বারা পরিমিত হয়, তার যে অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করে-তার মাধ্যমে নয়। সর্বাধিক শক্তিশালী ব্যক্তি সেই যে অপব্যবহারের প্রতি সংবেদনশীল, তথাপি তীব্র অনুভূতি দমন করবে এবং তারা শত্রুদের ক্ষমা করবে। পবিত্র এবং প্রাণবন্ত করার একটি শক্তি স্বরূপ হয়ে আসে। অন্তঃকরণে সত্য জীবনের ওপর সংশােধনকারী প্রভাব লাভে ব্যর্থ হতে পারে ।MYPBen 404.1

    ঈশ্বর আমাদের বৃদ্ধিগত এবং নৈতিক শক্তি দিয়েছন; কিন্তু প্রত্যেকে তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের ব্যাপারে এক একজন স্থপতি। চারিত্রিক বৈশিষ্ট্যটি প্রত্যেক দিন অধিকতর পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়। কিভাবে আমাদের চরিত্র গঠন করতে হবে সে ব্যাপারে আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি কর্ণপাত করতে বলা হয়েছে, যাতে আমরা দেখতে পাই যে আমাদের চারিত্রিক গঠনটি স্বর্গীয় পাথরের উপরে স্থাপিত হয়েছে। এমন সময় আসছে যখন আমাদের চরিত্র কেমনভাবে গঠিত হয়েছে তা প্রকাশ করা হবে। সকলের জন্য এখনই সময় যেন আমরা ঈশ্বও প্রদত্ত শক্তিগুলাের চর্চা করি, যাতে সেগুলাে এখানে ও ভবিষ্যৎ উচ্চতর জীবনে ব্যবহৃত হওয়ার জন্য ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে খ্রীষ্টের প্রতি বিশ্বাসে চরিত্র গঠনে শক্তি ও দৃঢ়তা যােগাবে। খ্রীষ্টের প্রতি যাদের অকৃত্রিম বিশ্বাস আছে তারা এই চিন্তা করে সংযমীচেতা হবে যে, ঈশ্বরের চক্ষু তাদের প্রতি রয়েছে, আর তা সকল মানুষের নৈতিকতা মূল্যায়নপূর্বক বিচার করছেন, এবং একজন ব্যক্তি কিভাবে তার চরিত্র গঠন করেছে তা দেখার জন্য স্বর্গীয় বিচক্ষণ ব্যক্তিবর্গ তাকিয়ে আছেন।MYPBen 404.2

    যে কারণে যুবক-যুবতিদের দ্বারা এত গুরুতর ভুলগুলাে হয়ে থাকে তা হল, তারা সেই সমস্ত অভিজ্ঞ লােকদের কাছ থেকে শিক্ষা নেয় না যারা তাদের থেকে দীর্ঘ দিন যাবৎ পৃথিবীতে আছেন। ছাত্র-ছাত্রীরা কৃতকার্য হতে পারে না কারণ তারা তাদের পিতামাতা ও শিক্ষকদের সতর্কবাণীকে ঠাট্টা তামাশা ও উপহাসের বিষয় জ্ঞান করে থাকে। প্রত্যেকটি শিক্ষাকে তাদের লালন করা উচিৎ, এবং একই সময় বােঝা উচিৎ যে তাদের গভীর শিক্ষার প্রয়ােজন যা তাদের পিতামাতা ও তাদের শিক্ষক ছাড়া অন্য আর কেউ দিতে পারে না। বিশ্বাসে খ্ৰীষ্ট যখন অন্তরে থাকেন, তখন তাঁর পবিত্র আত্মা তার অন্তরকে খাঁটি ও উজ্জ্বল করার একটি শক্তিতে পরিণত হন। অন্তরের সত্য জীবনকে পরিশুদ্ধ করার ব্যাপারে প্রভাব রাখতে কখনও ব্যর্থ হয় না।...MYPBen 404.3

    যে ছাত্র-ছাত্রীরা তাদের বাড়ি থেকে অনেক দূরে থাকে, যারা এখন আর সরাসারি তাদের পিতামাতার তত্ত্বাবধানে নেই, তাদের মনে রাখতে হবে যে তাদের স্বর্গীয় পিতার চক্ষু তাদের উপরে রয়েছে। তিনি যুবক-যুবতিদের ভালােবাসেন। তিনি তাদের প্রয়ােজনগুলাে জানেন, তিনি তাদের প্রলােভনগুলাে বােঝেন। তিনি তাদের মধ্যে মহা সম্ভাবনা দেখতে পান, আর তাই তারা যদি তাদের অভাবগুলাে বুঝতে পারে এবং তারা যদি তাঁর কাছে সাহায্য চায় তবে তারা যাতে তাদের সর্বোচ্চ আদর্শে পৌছাতে পারে সে জন্য তিনি তাদের সাহায্য করতে প্রস্তুত থাকেন।MYPBen 405.1

    ছাত্র-ছাত্রীরা রাত ও দিন তােমাদের জন্য তােমাদের পিতামাতারা ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করতে থাকেন; দিনের পর দিন তাদের সেহানুরাগ তােমাদের অনুসরণ করে। তাদের অনুনয়-বিনয় ও সতর্ক বার্তার প্রতি মনোেযােগ দাও, এবং দৃঢ় সিদ্ধান্ত নেও যে তােমার সর্বশক্তি দিয়ে তুমি তােমার চারপাশে ঘিরে থাকা সমস্ত প্রকার মন্দতা থেকে নিজেকে উপরে তুলে নিয়ে যাবে। তুমি ধারণাও করতে পারবে না যে শত্রু তােমার মন ও অভ্যাসগুলাে দূষিত করতে কতটা বিশ্বাসঘাতকতাপূর্বক কাজ করবে, এবং তােমার মধ্যে নীতিগুলাে কতটা খারাপ করে তুলবে।MYPBen 405.2

    প্রথম পদক্ষেপটি তােমরা হয়ত হালকাভাবে ও বিনােদনের বিষয়। হিসেবে নেবে এবং তােমরা হয়ত দেখতে পাবে যে সেখানে আসলেই কোনাে বিপদ নেই, আর তােমরা হয়ত মনে করবে যে যখন ইচ্ছে হবে তখনই তােমরা তােমাদের এই পদক্ষেপ থেকে সহজেই সরে আসতে পারবে যেমন তােমরা পূর্বেও ভুল না করে নিজেদের সরিয়ে এনেছ। তবে এই চিন্তাটি একটি ভুল চিন্তা। মন্দ সঙ্গীদের সঙ্গে মিশে অনেকেই এক-পা দুই-পা করে ধার্মিকতার পথ থেকে অবাধ্যতার পথের গভীরে প্রবেশ করে এবং তুচ্ছ ও ক্ষতিকর আমােদ প্রমােদে লিপ্ত হয়ে পড়ে আর কোন এক সময় তারা হয়ত মনে করে থাকে যে তাদের পক্ষে মতায় ডুবে যাওয়া অসম্ভব।MYPBen 405.3

    যে ছাত্র-ছাত্রীরা প্রলােভনের কাছে আত্ম-সমর্পণ করে তারা ভালাের ব্যাপারে তাদের নিজেদের প্রভাবকে দুর্বল করে তােলে, আর যারা মন্দ কাজের দ্বারা আত্মার শত্রুর পক্ষে একজন প্রতিনিধিতে পরিণত হয়, তাদের অবশ্যই ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে-অন্যকে উছােট খাওয়ানাের জন্য কেন তারা তাদের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল? ছাত্র-ছাত্রীরা কেন নিজেদের মহা ধর্মত্যাগীদের সঙ্গে যুক্ত করে? কেন তারা অন্যদের প্রলুব্ধ করার জন্য তাদের প্রতিনিধি হবে? রবং কেন তারা তাদের সহপাঠীদের ও শিক্ষকদের সাহায্য করে না এবং উৎসাহিত করে না? শিক্ষকরা যাতে তাদের সমস্ত বােঝাগুলো বহন করতে পারে এবং শয়তান কতৃক আনত মানসিক দ্বিধা-দ্বন যা তাদের হতাশাজনকভাবে ভারী ও ক্লান্তিকর করে তােলে সেগুলাে যাতে তারা প্রতিরােধ করতে পারে সে জন্য শিক্ষকদের সাহায্য করা তাদের জন্য একটি সুযােগ । তারা তাদের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করতে পারেন যা তাদের জন্য সহায়ক এবং আনন্দদায়ক হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা খ্রীষ্টের পাশে দাড়িয়েছে, যারা শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, যারা পরিশ্রমী, বাধ্য এবং যা কিছু ভালাে ও মানসিক উন্নতিসাধক সেগুলোর ব্যাপারে যারা তাদের সামর্থ্যের অথবা প্রভাবের সামান্যতম অংশও মহা শত্রুকে ধার দিতে নারাজ তারা সকলেই তার সুফল ভােগ করতে পারে।MYPBen 406.1

    যে শিক্ষার্থী সত্যের ব্যাপারে বিবেকবান এবং কর্তব্যের প্রতি যার। প্রকৃত ধারণা আছে সে খ্রীষ্টের পক্ষে তার সহপাঠীদের উপরে অধিক প্রভাব বিস্তার করতে পারে। যে যুবক-যুবতিরা ত্রাণকর্তার সঙ্গে যােয়াল তুলে নেয় সে কখনও উচ্ছল হতে পারে না; তারা তাদের নিজেদের আনন্দ ও সন্তুষ্টির জন্য অধ্যয়ন করবে না। কারণ আত্মায় তারা খ্রীষ্টের সঙ্গে এক, তারা কাজেও। খ্রীষ্টের সঙ্গে এক হবে। আমাদের বিদ্যালয়গুলােয় যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বয়ােজ্যেষ্ঠ তাদের মনে রাখতে হবে যে, বয়সে যারা ছােট সেই সমস্ত ছাত্রছাত্রীদের অভ্যাস ও চর্চার ব্যাপারগুলােকে প্রভাবিত করার ক্ষমতা তাদের হাতে রয়েছে; এবং প্রতিটি সুযােগকে তারা যেন সর্বোত্তম উপায় কাজে লাগাতে পারে সে ব্যাপারে তাদের যত্নবান হতে হবে। এই সব ছাত্র-ছাত্রীরা যেন এই বলে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে তারা তাদের প্রভাবের দ্বারা তাদের সঙ্গীদের শত্রুর হাতে তুলে দিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।MYPBen 406.2

    যারা যীশুর উপরে তাদের বিশ্বাস রাখে তিনি তাদের প্রত্যেকের সাহায্যকারী হবেন। যারা খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত আছে তারা তাদের প্রতি আদেশে সুখী থাকে। তাদের ত্রাণকর্তা যে পথে তাদের পরিচালিত করেন তারা সেই পথে যায়, কারণ তারা তার জন্য তাদের মাংসকে এবং সেই সঙ্গে মাংসিক সমস্ত প্রেম ও লালসাকে ক্রুশারােপিত করে। তারা খ্রীষ্টের উপর তাদের সমস্ত আশা স্থাপন করেছে, আর তাই সুদৃঢ় এই ভিত্তির কারণে জগতের সমস্ত ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে শক্তিহীন হয়ে পড়ে।MYPBen 407.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents