Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আমাদের দায়দায়িত্ব

    এটি এমন একটি দায়িত্ব যা থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারি । আমাদের কথাবার্তা, আমাদের কার্যকলাপ, আমাদের পােশাক-পরিচ্ছদ, আমাদের চালচলন এমন কি আমাদের সমর্থন দান সহ প্রত্যেকটি বিষয়ের এক একটি প্রভাব রয়েছে। সেখানে বিশ্বাস ও ধারণা এমন ভাবে তৈরি হয় যে তার পরিণাম হয় ভালাে হয় নতুবা মন্দ হয়, যার পরিমাণ কোন মানুষ পরিমাপ করতে পারে না। এভাবে প্রতিটি প্রণােদনার অংশ হিসেবে যে বীজ বপিত তা থেকে ফসল উৎপন্ন হবে। মানুষের স্বাভাবিক ঘটনা প্রবাহের সঙ্গে এটি একটি দীর্ঘ শিকলযুক্ত সম্পর্ক রয়েছে যা কোথা থেকে শুরু আর কোথায় শেষ হবে তা আমরা কেউ জানি না। আমরা যদি উদাহরণস্বরূপ হই তাহলে তা অন্যদের মধ্যে ভালাে আচরণরীতি গড়ে তুলতে সহায়ক হবে, আমরা তাদের ভালাে কাজ করতে শক্তি যােগাব। তাদের বেলায়ও তারা অন্যদের মাঝে একই প্রভাব প্রয়ােগ করতে পারবে, এবং তারপর তারা অন্যদের মাঝে। এভাবে আমাদের অজ্ঞাত প্রভাবের দ্বারা হাজার হাজার মানুষ আশীর্বাদযুক্ত হতে পারে ।MYPBen 409.3

    হ্রদের মধ্যে একটি শিলা খণ্ড ছুঁড়ে মারাে, আর এতে একটি ঢেউ তৈরি হবে; তারপর আরেকটি, তারপর আরেকটি; আর যখন সেই ঢেউগুলাে বুদ্ধি পেতে থাকে তখন ওগুলাের পরিধিও বৃদ্ধি পায় যতক্ষণ না ঢেউগুলাে একেবারে তীরে পৌছায়। আমাদের প্রভাবগুলােও একই রকম কাজ করে। আমাদের জানার বাইরে অথবা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা অন্যের উপরে হয়। আশীর্বাদমূলক না হয় অভিশাপমূলক কাজ।MYPBen 410.1

    চরিত্রই শক্তি। সত্য, নিঃস্বার্থপর ও ঈশ্বর প্রেমী একটি জীবনের নীরব সাক্ষ্য প্রায় অপ্রতিরােধ্য প্রভাব বহন করে থাকে। আমাদের নিজেদের জীবনে খ্রীষ্টের চরিত্র প্রকাশের মাধ্যমে আমরা আত্মাগুলাে রক্ষার কাজে তাকে সহযোগিতা করে থাকি। আমাদের জীবনে একমাত্র তার চরিত্র প্রকাশের মাধ্যমেই আমরা তার সহযােগিতা করতে পারি।MYPBen 410.2

    আর আমাদের প্রভাবের পরিধি যখন অধিকত বিস্তার লাভ করে তখন আমারা আরও ভালাে কাজ করতে পারি । যারা ঈশ্বরের সেবা করে বলে দাবী করে থাকে তারা তাদের দৈনন্দিন জীবনে আজ্ঞার নীতিমালাগুলাে চর্চার মাধ্যমে খ্রীষ্টকে অনুসরণ করবে; তাদের প্রতিটি কাজ যখন সাক্ষ্য বহন করবে যে তারা ঈশ্বরকে সর্বশক্তিমান হিসেবে ভালােবাসে এবং তাদের প্রতিবাসীদের নিজেদের মত ভালােবাসে, তখনই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মণ্ডলীর ক্ষমতা থাকবে।—-“ক্রাইস্টস্ অবজেস্ট লেসনস,” পৃষ্ঠা ৩৩৯, ৩৪০।MYPBen 410.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents