Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পরামর্শ অন্বেষণ

    তােমার যদি ঈশ্বর ভয়শীল পিতামাত থাকেন, তবে তাদের কাছে পরামর্শ চাও। তাদের কাছে তােমার প্রত্যাশা এবং পরিকল্পনা খুলে বল, তাদের জীবনের অভিজ্ঞতা যা তাদের শিক্ষা দিয়েছে তা থেকে তুমিও শিক্ষা অর্জন কর, তাহলে তুমি জীবনে বহুবিধ গভীর দুঃখ এবং মনস্তাপ থেকে রক্ষা পাবে। সর্বোপরি, খ্রীষ্টকে তােমার পরামর্শদাতারূপে স্বীকার কর। প্রার্থনা সহকারে তার বাক্য অধ্যয়ন কর।MYPBen 427.3

    এভাবে পরিচালনাধীন একজন তরুণী এমন একজন জীবন সঙ্গী গ্রহণ করুক যে নিকলঙ্ক চরিত্রবান, একজন ব্যক্তি যে, মনােযােগী, উচ্চাকাঙ্খী এবং সৎ, যে ঈশ্বরকে প্রেম করে এবং ভয় করে। একজন যুবক এমন একজনকে তার পাশে দাঁড়াবার জন্য অন্বেষণ করুক যে তার জীবনের বােঝা বহনে উপযুক্ত, যার প্রভাব তাকে সমর্থ যােগাবে এবং তাকে বিশুদ্ধ করবে এবং যে তার প্রেমে তাকে সুখী করবে।MYPBen 427.4

    “একজন বুদ্ধিমতি স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়।” “তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে,” “তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না।” “তিনি প্রভার সহিত মুখ খােলেন, তাঁহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ রাখেন, তিনি আলস্যের খাদ্য খান না। তাঁহার সন্তানগণ উঠিয়া তাঁহাকে ধন্য বলে, তাঁহার স্বামীও বলেন, আর তাঁহার এইরূপ প্রশংসা করেন, “অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা।” (হিতােপদেশ ৩১)। যে ব্যক্তি এইরূপ স্ত্রী পায়, “সে উত্তম বস্তু পায়, এবং সদাপ্রভুর দয়া লাভ করে।” - “ Ministry of healing, pp. 358, 359.MYPBen 428.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents