Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আবেগ নির্ভরযােগ্য নয়

    যুবক-যুবতিরা অত্যধিক আবেগের উপর নির্ভর করে। তাদের সহজে সমর্পণ করা উচিৎ নয়, প্রেমিকের বাহ্যিক গঠন দেখে মুগ্ধ হওয়া উচিৎ নয়। প্রণয়, যা এই যুগের প্রচলন, যা প্রতারণা স্বরূপ, ও ভণ্ডামির ফাদ যার দ্বারা আত্মার শত্রু প্রভুর অপেক্ষা অধিক আধিকারিক। প্রতিটি ক্ষেত্রে উত্তম সাধারণ জ্ঞান থাকা প্রয়ােজন; কিন্তু, আসল কথা হল, এখানে অধিক কিছু করণীয় নেই।MYPBen 441.1

    শিশুগণ যদি তাদের পিতামাতাদের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে পরিচিত হত, যদি তারা তাদের বিশ্বাসভাজন হত, তাদের বােঝা স্বরূপ না হত, তবে নিজেদের অনেক ভাবি দুঃখ কষ্ট হতে রক্ষা করতে পারত। কোন পথটি সঠিক তা বুঝতে যদি কঠিন মনে হয়, তবে তারা বিষয়টি তাদের পিতা-মাতার কাছে আনতে পারে এবং তাদের কাছে পরামর্শ চাইতে পারে। ঈশ্বর ভক্ত পিতামাতার মত আর কে তাদের বিপদ দেখিয়ে দিয়ে তাদের সতর্ক করে দিতে পারে? পিতামাতা পারেন এমন আর কে তাদের অদ্ভুত মানসিক মেজাজ বুঝতে পারে?MYPBen 441.2

    খ্রীষ্টিয়ান শিশুগণ প্রত্যেক জাগতিক আশীর্বাদের উপর তাদের ঈশ্বর ভয়শীল পিতামাতার ভালােবাসা এবং অনুমােদন মূল্যায়ন করবে। পিতামাতাগণ শিশুদের সঙ্গে সহানুভূতি প্রদর্শন করবে, এবং তাদের সঙ্গে এবং তাদের জন্য প্রার্থনা করবে যেন ঈশ্বর তাদের ঢালস্বরূপ হন এবং পরিচালনা দান করেন। সব কিছুর উপর তারা তাদের অব্যর্থ বন্ধু এবং পরামর্শ দাতার প্রতি নির্দেশ করবে, যিনি তাদের অনুভূতি এবং দুর্বলতায় সঙ্গে থাকবেন। যিনি “সব বিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছিল, বিনা পাপে,” তিনি জানেন প্রলােভনের সময় কিভাবে সাহায্য করতে হয়। -“ Review and Herald, January 26, 1886.MYPBen 441.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents