Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    কল্পনা বশে রাখা

    তােমার চিন্তাসমূহকে বশে রাখতে হবে। এটি সহজ কাজ নয়: একটি ঘনিষ্ঠ এবং প্রচণ্ড চেষ্টা’ ব্যতিরেকে তুমি এটি সম্পাদন করতে পার না । তথাপি ঈশ্বর তােমার কাছে তা দাবী করেন; প্রত্যেক জবাবদিহি ব্যক্তির এটি একটি কর্তব্য। তুমি তােমার চিন্তারাশির জন্য ঈশ্বরের কাছে দায়ি। যদি তুমি অনর্থক কল্পনায় স্বেচ্ছাচারী হও, তােমার মনকে অপবিত্র বিষয়ের ধ্যান করার অনুমতি দাও, যদি তােমার চিন্তা রাশি কার্যে পরিণত কর- তাহলে তুমি ঈশ্বরের সম্মুখে দোষী। সুযােগের অভাব হেতু সমস্ত কাজ বাধা প্রাপ্ত হয়।MYPBen 69.3

    দিন রাত স্বপ্ন দেখছ এবং দূর্গ গড়ে তুলছ যা সাংঘাতিক ভাবে বিপজ্জনক অভ্যাস। যখন এটি একবার প্রতিষ্ঠিত হয় তখন পরবর্তীতে অভ্যাস পরিবর্তন করা এবং চিন্তাধারা পবিত্র, খাঁটি করা, এবং উন্নত চিন্তা ধারায় ফিরে আসা অসম্ভব। যদি তুমি তােমার মনকে বশীভূত করতে চাও এবং বাজে এবং ভ্রষ্ট চিন্তাধারাকে বাধা দেও, তােমার আত্মাকে ভ্রষ্ট করতে না চাও তাহলে তােমার চোখ, কান এবং তােমার সমস্ত ইন্দ্রিয়ের উপরে তােমাকে বিশ্বস্ত রক্ষী হতে হবে। অনুগ্রহের শক্তিই কেবল এই অতীব বাঞ্ছনীয় কার্য সম্পন্ন করতে পারে। এই স্থানে তুমি দুর্বল।MYPBen 70.1