Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সম্মুখ দিক এবং উপর দিক — ২৪

    আমার ইচ্ছে হয়, যদি আমি খ্ৰীষ্টিয় জীবনের সৌন্দর্য চিত্রিত করতে পারতাম। জীবনের প্রভাতে প্রকৃতি এবং ঈশ্বরের ব্যবস্থা, খ্রীষ্টিয়ানগণ অবিচলিত ভাবে সামনে এবং উপর দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিদিন ক্রমান্বয়ে তার স্বর্গীয় বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তার জন্য একটি জীবন মুকুট এবং একটি নতুন নাম অপেক্ষা করছে, “কেবল যে তা গ্রহণ করে সে-ই জানে।” অবিরত সে সুখে, পবিত্রতায় ব্যবহারিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছরের উন্নতি বিগত বছরকে অতিক্রম করে যাচ্ছে।MYPBen 89.1

    ঈশ্বর যুবকদের উপরে ওঠার জন্য একটি মই দিয়েছেন, একটি মই যা। পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত পৌঁছে। মইটির ওপরে ঈশ্বর অধিষ্ঠান করেন এবং প্রতিটি ধাপের ওপর তার প্রতাপের উজ্জ্বল শিখা পতিত হচ্ছে। যারা মই বেয়ে উঠছে, তাদের কারও যদি একটু পা ফসকে পড়ার উপক্রম হয়, তবে তিনি তাকে সাহায্য পাঠাবার জন্য সদা প্রস্তুত। হঁ্যা, যে ধৈর্যপূর্বক মই বেয়ে উঠবে তারা কেউই স্বর্গ পুরীতে প্রবেশ করতে ব্যর্থ হবে না ।MYPBen 89.2

    শয়তান যুবক-যুবতিদের সামনে অনেক প্রলােভন উপস্থিত করে। সে। তাদের আত্মার জন্য জীবনের খেলা খেলছে এবং সে তাদের প্রলুব্ধ করার এবং ধ্বংস করার জন্য নিরলস চেষ্টা করে যাচেছ । তথাপি ঈশ্বর পরীক্ষকের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের অসহায় ফেলে রাখেন নি। তাদের একজন সর্ব শক্তিমান সহায় রয়েছেন।MYPBen 89.3

    তাদের শত্রু অপেক্ষা তিনি মহা শক্তিশালী, যিনি এই বিশ্বে এবং মানব প্রকৃতির মাঝে শয়তানের সঙ্গে মুখােমুখি হয়েছেন ও তার উপর বিজয়ী হয়েছেন, আর বর্তমান সময়ের যুব সমাজের কাছে আসা প্রতিটি প্রলােভন প্রতিরােধ করেন। তিনি তাদের জ্যেষ্ঠভ্রাতা। তিনি তাদের জন্য গভীর এবং আবেগ প্রবণ আগ্রহ অনুভব করেন। তিনি তাদের উপর এক বিরামহীন সজাগ দৃষ্টি রাখেন এবং যখন তারা তাঁকে সন্তুষ্ট এবং সুখি করে তখন তিনি আনন্দ করেন। তাদের প্রার্থনাকালে, তিনি তাদের প্রার্থনার সঙ্গে তাঁর ধার্মিকতা সুগন্ধি মিশ্রিত করেন এবং একটি সুরভিত বলিরূপে তাদেরকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন। তার শক্তি বলে, যুবক-যুবতিরা ক্রুশের উত্তম সৈনিকরূপে কঠোরতা। সহ্য করে তার শক্তিতে শক্তিমন্ত হয়ে, তারা তাদের সম্মুখে উচ্চ আদর্শে পৌছতে সক্ষম। কালভেরীর ওপর কৃত বলি তাদের বিজয়ের অঙ্গীকার।MYPBen 89.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents