Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    একটি উচ্চ লক্ষ্যে পৌছবার আহ্বান

    যুবকেরা উচ্চ লক্ষ্যের মূল্যায়ন করতে পারে, যার জন্য তারা আহত! তােমার চলার পথ সম্পর্কে চিন্তা কর। উচ্চ ও পবিত্র উদ্দেশ্যে তােমার কাজ আরম্ভ কর, স্থির সংকল্প কর যে, ঈশ্বরের অনুগ্রহের শক্তিতে, তুমি ন্যায়পরায়নতার পথ থেকে বিপথে যাবে না। যদি তুমি ভুল পথে যেতে আরম্ভ কর, তাহলে প্রতিটি ধাপই তােমার জন্য সঙ্কট এবং বিনাশের পথ হবে, এবং তখন তুমি সত্য-নিরাপত্তা-কৃতকার্যতা হতে বিপথে চলে যাবে। তােমার বুদ্ধিমত্তাকে শক্তিমন্ত করতে হবে, তােমার নৈতিক ক্ষমতাকে ঐশ্বরিক শক্তি দ্বারা উজ্জীবিত করতে হবে।MYPBen 18.1

    ঈশ্বরের কাজের প্রয়ােজনে মানবের সর্বোচ্চ শক্তি প্রয়ােজন, আর এ জন্য অনেক ক্ষেত্রে যুবক-যুবতিদের আক্ষরিক যােগ্যতা থাকা আবশ্যক। ঈশ্বরের কাজের জন্য এমন সব লােকের প্রয়ােজন, বিস্তৃত শষ্যক্ষেত্রে শষ্য চয়নের জন্য যাদের উপর নির্ভর করা যায়। সাধারণ দক্ষতা সম্পন্ন যুবকযুবতি, যারা তাদেরকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করে, যারা কলঙ্ক এবং অপবিত্রতার কারণে ভ্রষ্ট নয়, তারা কৃতকার্য হবে, এবং ঈশ্বরের জন্য মহৎ কাজ করতে সক্ষম হবে। যুবক-যুবতিরা ভৎর্সনার প্রতি কর্ণপাত করুক, এবং নমনা হােক।MYPBen 18.2

    বহু সংখ্যক যুবক-যুবতি, নির্বুদ্ধিতা, এবং উচ্ছঙ্খল জীবন যাপনের কারণে ঈশ্বর দত্ত ক্ষমতা নষ্ট করেছে! আমার চোখের সামনেই অনেক যুবকযুবতির জীবনে হৃদয় বিদারক অগণিত ঘটনা ঘটতে দেখেছি, যারা শুধু পাপাচারকে প্রশ্রয় দেয়ার কারণেই মানসিক-শারীরিক-নৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। অনৈতিক আমােদ-প্রমােদ ও বিলাসিতার কারণে তাদের জীবনের। নিয়মতান্ত্রিকতা ধ্বংস হয়েছে, তাদের জীবনের কার্যকারিতা বিকল হয়ে পড়েছে।MYPBen 18.3

    বর্তমান সময়ের অসতর্ক, অপরিণামদর্শী যুবক-যুবতি, আমি তােমাদের বিনয় করি তােমরা পরিবর্তিত হও, এবং ঈশ্বরের সঙ্গে সহকার্যকারী হও। তােমাদের জীবন অন্যদের দ্বারা পঠিত হােক যেন অন্যরা আশীর্বাদিত হয় ও পরিত্রাণ পায়। যদি তােমরা ঈশ্বরের আশীর্বাদ চাও, তােমার জীবনে কাজ করার জন্য তার শক্তি যাচঞা কর, তবে সমস্ত বিরুদ্ধ শক্তি নিষ্ফল হবে, এবং তােমরা সত্যের মাধ্যমে পবিত্ৰীকৃত হবে। পাপ বর্তমান যুগের যুবক-যুবতিদের অতি ব্যাপকভাবে সতর্ক করে দিচ্ছে, কিন্তু তােমার উদ্দেশ্য হবে শয়তানের শক্তি থেকে আত্মাগণকে বাঁচানাের জন্য যথাসাধ্য চেষ্টা করা।MYPBen 18.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents