Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    কি লাভ হবে?

    খ্রীষ্ট বিবেচনার নিমিত্ত প্রত্যেককে আহ্বান করেন। সততার সঙ্গে হিসাব-নিকাশ কর। যীশুকে দাড়ি পাল্লার এক পাশে রাখ, যার অর্থ অনন্ত জীবন, সত্য, স্বর্গ, এবং মুক্তি প্রাপ্ত আত্মাগণের মধ্যে খ্রীষ্টের আনন্দ; অন্য পাশে জগতের আকর্ষণ রাখ। এক পাশে তােমার নিজের জীবনের ক্ষতি, এবং তুমি যে আত্মাগণের রক্ষার জন্য হাতিয়ার স্বরূপ হতে পারতে, তা রাখ; অন্যটিতে তােমার জন্য এবং তাদের জন্য একটি জীবন যা ঈশ্বরের জীবনের সঙ্গে পরিমাপ করে। সময় এবং অনন্তকালের জন্য সময় নির্ণয় কর। যখন তুমি এরূপ কাজে নিয়োজিত, তখন খ্রীষ্ট কথা বলেন; মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করে আপন প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে?”MYPBen 123.3

    ঈশ্বর চান যেন আমরা পার্থিব বিষয় মনােনয়ন না করে বরং স্বর্গীয় বিষয় মনােনয়ন করি। তিনি আমাদের সামনে স্বর্গীয় বিনিয়ােগের সম্ভাবনা সমূহ খুলে দেন। তিনি আমাদের কাছে সর্বোৎকৃষ্ট লক্ষ সমূহ, আমাদের সর্বোচ্চ ধনাগারের নিরাপত্তা দেন। তিনি বলেন, “আমি ওফিরের কাঞ্চন অপেক্ষা মনুষ্যকে দুর্লভ করিব।” যখন ধন কীটে ও মরিচায় ক্ষয় করে ভাসিয়ে নিয়ে যায়, তখন, খ্রীষ্টের অনুসারীগণ স্বর্গীয় ধনে আনন্দ করতে পারে, যে ধন অক্ষয়। -“ Christ’s Object Lessons ”, p. 374. ।MYPBen 124.1