Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    খ্রীষ্টের স্থায়ী উপস্থিতি-৪৬

    খ্রীষ্ট ধর্ম পাপের ক্ষমা ব্যতিরেকে আরও কিছু; এর অর্থ আমাদের পাপ দূর করা এবং পবিত্র আত্মার অনুগ্রহ দিয়ে শূন্য স্থান পূরণ করা, এর অর্থ স্বর্গীয় আলােকে আলােকিতকরণ, ঈশ্বরে আনন্দ করা। এর অর্থ অহম শূন্য একটি হৃদয়, এবং খ্রীষ্টের স্থায়ী উপস্থিতি দ্বারা আশীর্বাদ যুক্ত হওয়া। যখন খ্রীষ্ট হৃদয়ে রাজত্ব করেন, তখন সেখানে পবিত্রতা বিরাজ করে, পাপ থেকে স্বাধীনতা বিরাজ করে। জীবনে গৌরব, পর্ণতা, জীবনে সসমাচার পরিকল্পনা পূর্ণতা লাভ করে। ত্রাণকর্তাকে গ্রহণ পূর্ণ শান্তির একটি উজ্জ্বল আলাে, পূর্ণ প্রেম, পূর্ণ নিশ্চয়তা আনয়ন করে। খ্রীষ্টের চরিত্রের সুগন্ধ এবং সৌন্দর্য, জীবনে প্রকাশিত হলে, তা সাক্ষ্য দেয় যে, ঈশ্বর কার্যত তাঁর পুত্রকে জগতে পাঠিয়েছেন ত্রাণকর্তা হবার জন্য। ...।MYPBen 160.1

    খ্রীষ্ট তাঁর বিশ্বস্ত অনুগামীদের একজন প্রাত্যহিক সঙ্গী এবং পরিচিত বন্ধু হয়েছেন। তারা ঘনিষ্ঠ জীবন যাপন করছেন, ঈশ্বরের সঙ্গে বিরামহীন সম্পর্ক রক্ষা করছেন। তাদের ওপর প্রভুর মহিমা উদিত হয়েছে। তাদের মধ্যে ঈশ্বরের মহিমার উত্তানের আলাে যীশু খ্রীষ্টের মুখমন্ডলে প্রতিবিম্বিত হয়েছে। এখন তারা উজ্জ্বলতার স্পষ্ট আলােকে মহা রাজার প্রতাপে আনন্দোল্লাস করছে। তারা স্বর্গের প্রভুর ভােজের জন্য প্রস্তুত; কেননা তাদের হৃদয়ে স্বর্গ লাভ করেছে। -“ Christ’s Object Lessons, pp. 419-421.MYPBen 160.2