Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সর্বান্তঃকরণের সেবা

    দৈনন্দিন কাজে একজন ব্যক্তি যে একই মানসিকতা এবং নীতিমালা ধারণ করে, সে তা সারা জীবন ধরে রাখে। যারা কেবল একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করার ইচ্ছা পােষণ করে এবং নির্দিষ্ট বেতন পাবার আশা করে এবং কিছু অর্জনের ক্ষেত্রে বা প্রশিক্ষণের ক্ষেত্রে কোনাে সমস্যা ছাড়াই সব কাজ করতে চায়, সে সব ব্যক্তিকে ঈশ্বর তাঁর কাজে আহ্বান করেন না। যারা তাদের সম্ভাব্য কম শারীরিক, মানসিক এবং নৈতিক শক্তি দিয়ে কাজ করতে চায়, তারা সেই কার্যকারী নয়, যাদের ওপর তিনি প্রচুর আশীর্বাদ বর্ষণ করতে পারেন। তাদের আদর্শ সংক্রামক ব্যাধির ন্যায়। স্বার্থপরতাই তাদের উদ্দেশ্য। যাদের প্রতি সর্বদা সতর্ক দৃষ্টি রাখা প্রয়ােজন, এবং যারা কেবল দৈনন্দিন নির্ধারিত কাজের মতই কাজ করে, তাদের উত্তম ও বিশ্বস্ত কার্যকারী বলা যাবে না। এমন কার্যকারী প্রয়ােজন যারা শক্তি, সাধুতা, মনােযােগ, যা করা প্রয়ােজন তার। সবটুকুই করতে ইচ্ছুক।MYPBen 185.2

    অনেকে ব্যর্থ হবার ভয়ে কৌশলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণে অদক্ষ হয়। এভাবে তারা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা অর্জনে ব্যর্থ হয় যা পাঠ্যপুস্তক, অধ্যায় অথবা অন্য কোনাে ভাবে অর্জিত জ্ঞান দিতে পারে না।MYPBen 185.3

    মানুষ পরিস্থিতি পাল্টে দিতে পারে কিন্তু পরিস্থিতি যেন মানুষকে গঠন করার সুযােগ না পায়। পরিস্থিতিকে হাতিয়ার স্বরূপ করতে হবে যার মাধ্যমে কাজ করা হয়। ওগুলাের ওপরে আমাদের প্রভুত্ব বিস্তার করতে হবে, কিন্তু যেন ওগুলাে আমাদের উপরে প্রভুত্ব করতে না পারে।MYPBen 185.4

    শক্তিমানব তারাই যারা বাধা প্রাপ্ত হয়েছে, বিপাকে পড়েছে, পথভ্রষ্ট হয়েছে। তাদের শক্তিকে কাজে প্রয়ােগের আহ্বানের দ্বারা, তারা যে বাধার সম্মুখীন হয় তা তাদের কাছে নিশ্চিত আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়। তারা আত্ম বিশ্বাস লাভ করে। ঈশ্বরে বিশ্বাসের অনুশীলনের ক্ষেত্রে বিবাদ এবং জটিলতা সৃষ্টি হয়, কিন্তু ঐ দৃঢ়তার জন্য শক্তির বিকাশ হয়। -“ Ministry of Healing ”, pp 498-500.rMYPBen 185.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents