Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের লোকদের দায়িত্ব ও কর্তব্য

    সত্য ও ধর্মীয় স্বাধীনতার যে বিজয়কেতন সুসমাচার মণ্ডলীর প্রতিষ্ঠাতাগণ এবং ঈশ্বরের সাক্ষীগণ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত ঊর্ধ্বে তুলে রেখেছেন, তা এই শেষ সংঘাত আমাদের হাতে অর্পণ করা হয়েছে। এই মহান উপহারের দায়িত্বের ভার তাদের উপর যাদের ঈশ্বর তাঁর বাক্যের জ্ঞান দিয়ে আশীর্বাদ করেছেন। এই বাক্যকে আমাদের সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে গ্রহন করতে হবে। আমাদের মানবিক সরকারেকে দিব্য নিয়োগের একটি অধ্যাদেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পবিত্র কর্তব্যরূপে এর বৈধ্য ক্ষেত্রে এর প্রতি আনুগত্যে শিক্ষা দিতে হবে। কিন্তু যখন এর দাবির সঙ্গে ঈশ্বরের দাবি সাংঘর্ষিক হয় তখন মানুষের সমূহ বিধানের উপরে স্থান দিতে হবে। ” প্রভু এই কথা বলেন” কখনই” চার্চ এই কথা বলে” কিম্বা” রাষ্ট্র্র এই কথা বলে” উল্লেখ করে সরিয়ে রাখা চলবে না। খ্রীষ্টের মুকুটটিকে পার্থিব ক্ষমতাবানদের উষ্ণীষের উপরে তুলে ধরতে হবে। -The Acts of the Apostles 68, 69.ChSBen 162.2

    ঈশ্বর আমাদের হাতে কাজ সমর্পণ করেছেন আমরা প্রজা হিসাবে তা সম্পন্ন করিনি । রবিবার প্রবর্তনার ফলাফলের বিষয়ে আমরা অপ্রস্তুত । বিপদের লক্ষণগুলি দেখেই আমাদের প্রতিক্রিয়ার জন্য জাগ্রত হওয়া কর্র্তব্য। মন্দের আগমনের প্রত্যাশায় কেউ চুপ করে বসে না থাকুক। ভাববাণীর পূর্বকথন অনুসারে এমনটা হতে থাকবে এবং প্রভু তাঁর লোকদের আশ্রয় দেবেন এই বিশ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দেবেন না। আমরা যদি চুপচাপ বসে থাকি, বিবেকের স্বাধীনতা রক্ষা করার জন্য কিছুই না করি তবে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছি না। সকাতর, কার্যকর প্রার্থনা স্বর্গগামী হোক, যেন আমার্দে এতদিনের অবহেলিত কাজ সুসম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিপর্যয় পিছিয়ে যেতে পারে। আরও আন্তরিক প্রার্থনা করা যাক; এবং তারপর আমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গতি রেখে কাজ করা যাক। - Testimonies for the Church 5:713,714.ChSBen 162.3

    হুমকির বিপদ ঠেকাতে সর্বশক্তি দিয়ে আমাদের কাজ করা কর্তব্য। আমাদের উচিত জনগণের সামনে নিজেদের সঠিক আলোকে প্রতিস্থাপন করে কুসংস্কার নিরস্ত্র করার প্রচেষ্টা করা । আমরা তাদের সামনে আসল প্রশ্নটি তুলে আনব, এভাবে বিবেকের স্বাধীনতাকে সীমিত করার জন্য তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ করা হবে। -Testimonies for the Church 5:452.ChSBen 163.1

    ঈশ্বর যখন আমাদের সামনে ঝুকিগুলি দেখিয়ে আলোক দিয়েছেন, তখন মানুষের কাছে আমাদের সার্বিক শক্তিতে প্রতিটি প্রচেষ্টায় অবহেলা দেখলে কিভাবে আমরা তাঁর সম্মুখে স্পষ্টভাবে দণ্ডায়মান হতে পারি? আমরা কি এই বিরাট সমস্যাটি অসতর্কভাবে পূরণ করতে তাদের ছেড়ে দিয়ে সন্তুষ্ট হতে পারি? - Testimonies for the Church 5:712. ChSBen 163.2

    জাতীয় সংস্কারকগণ যখন ধর্মীয় স্বাধীনতা খর্ব করার আহ্বান জানতে শুরু করলেন, আমাদের নেতৃস্থানীয় লোকেদের এই পরিস্থিতিতে সজাগ থাকা উচিত ছিল এবং এই প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তরিকভাবে শ্রম করা দরকার ছিল। ঈশ্বরের আদেশ নয় যে আমাদের লোকেদের থেকে আলো সরিয়ে রাখা হয়। - যে পরম বর্তমান সত্য আজ তাদের আশু প্রায়োজন। আমাদের প্রচারকদের মধ্যে যারা তৃতীয় দূতের বার্তা ঘোষনা করছেন, তারা সকলেই প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারছেন না এই বার্তার গূঢ় রহস্য জাতীয় সংস্কার আন্দোলনকে কেউ কেউ এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন যে তারা এটিতে খুব বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন বলে মনে করেননি, এবং এমনকি তারা মনে করেছেন যে এতে তারা তৃতীয় স্বর্গদূতের বার্তা থেকে স্বতন্ত্র প্রশ্নগুলিতে সময় দিতে পারবেন। প্রভু আমাদের ভাইদের এই সময়ের জন্য উপযুক্ত বার্তাটি এভাবে ব্যাখ্যা করার জন্য ক্ষমা করুন। -Testimonies for the church 5:715.ChSBen 163.3

    আমাদের দেশে রবিবার আইন প্রণয়ন কার্যকর হওয়ার অপেক্ষায় আমরা অনেক বছর আছি; আর এখন এই আন্দোলনটি আমাদের মাথায় চেপে গেছে, আমরা জিজ্ঞাস করি, আমাদের লোকেরা কি এই বিষয়ে তাদের দায়িত্ব পালন করবেন? আমরা কি সহায়তা করতে পারি না মান উত্তোলন করতে এবং যারা তাদের ধর্মীয় অধিকার এবং সুযোগসুবিধার জন্য মনোযোগ দিয়েছেন তাদের সামনে ডাকতে? সেই সময় দ্রুতগতিতে এগিয়ে আসছে যখন যারা মানুষের চেয়ে ঈশ্বরের আনুগত্য মানোনয়ন করেছেন, তাদের উপর নির্যাতনের হাত উঠবে। তখন কি আমরা তাঁর পবিত্র আজ্ঞাগুলি পদদলিত হতে দেখে চুপচাপ বসে থেকে ঈশ্বরের অমর্যাদা করব? যদিও প্রোটেস্ট্যান্ট জগৎ তার মনোভাবে রোমকে ছাড়পত্র দিচ্ছে; আসুন আমরা পরিস্থিতি উপলব্ধি করার জন্য জাগ্রত হই এবং প্রতিযোগিতাটা সত্যতার বার্তাবরণে প্রত্যক্ষ করি। প্রহরীদের এখন তাদের কন্ঠস্বর উচ্চতর করতে হবে এবং এই সময়ের বর্তমান সত্য বার্তাটি করতে হবে আসুন মানুষের দেখাই যে আমরা ভববাণীমূলক ইতিহাসে বাস করছি, এবং সত্য প্রোটেস্ট্যান্টবাদের চেতনা জাগ্রত করার চেষ্টা করি, জগৎকে এতদিন ধরে উপভোগ করা ধর্মীয় স্বাধীনতার সুবিধাগুলির মূল্যবোধ সম্পর্কে জাগরিত করি। -Testimonies for the Church 5:716.ChSBen 163.4

    আমাদের দেশের জনগণকে নাগরিক এবং ধর্মীয় স্বাধীনতার সবচেয়ে বিপজ্জনক শত্রুর অগ্রগতি রোধ করতে জাগ্রত হতে হবে। -The Spirit of Prophecy 4:382. ChSBen 164.1

    আমরা কি হাত গুটিয়ে বসে থাকব, এবং এই সংকটে কিছুই করব না? ঈশ্বর আমাদের উপর এত বছরের ঝুলে থাকা নিস্তব্ধথা থেকে আমাদের জাগ্রত হতে সাহায্য করুন। - The Review and Herald, December, 18, 1888.ChSBen 164.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents