Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সার্থক পরিকল্পনা

    অবিশ্বাসীদের কাছে পৌঁছানোর অন্যতম অভিনব পরিকল্পনা হল মিশনের জন্য ফসল সংগ্রহ অভিযান। বিগত কয়েক বছর ধরে অনেক জায়গায় এর সাফল্য প্রমাণিত হয়েছে, অনেক স্থানে আশীর্বাদ নিয়ে এসেছে এবং মিশন কোষাগারে অর্থ প্রবাহ বৃদ্ধি করেছে। যারা আমাদের বিশ্বাসে বিশ্বস্ত নন তারা যখন পরজাতীয় দেশে তৃতীয় দূতের বার্তার অগ্রগতির সঙ্গে পরিচিত হয়েছেন, তাদের সহানুভূতি জাগ্রত হয়েছে, এবং কেউ কেউ সত্যকে আরও জানবার চেষ্টা করেছেন যা হৃদয় ও জীবনকে পরিবর্তিত করার ক্ষমতা রাখে। সমস্ত শ্রেণির পুরুষ ও স্ত্রীলোকের সুসমাচার পেয়েছেন এবং ঈশ্বরের নাম মহিমান্বিত হয়েছে। -Manuscript 2, “Consecrated Efforts to Reach Unbelievers, “June 5, 1914.ChSBen 168.2

    কেউ কেউ অবিশ্বাসীদের কাছ থেকে উপহার গ্রহণে যথার্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এনারা নিজেদের প্রশ্ন করুন; “আমাদের বিশ্বের আসল মালিক কে? এর বাড়িঘর, এবং জমিজমা, এবং স্বর্ণ ও রৌপ্যের ঐশ্বর্যভন্ডার কার? ” আমাদের জগতে ঈশ্বরের প্রাচুর্য রয়েছে, এবং তিনি তাঁর জিনিসপত্র বাধ্য এবং অবাধ্য উভয়েরই হাতে দিয়েছেন । তিনি জাগতিক লোকেদের এমনকি মূর্তিপূজকদের হৃদয়কে নাড়া দিতে পারেন তাদের প্রাচুর্য দিয়ে তাঁর কাজে সহায়তা করতে ; এবং তিনি এই কাজ করবেন যখনই তাঁর লোকেরা এই সব লোকেদের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গ যোগাযোগে শিখবেন এবং তাদের প্রতি তাদের মনোযোগ আকর্ষণের জন্য এটা করা তাদের সুযোগ। যদি প্রভুর কাজের প্রয়োজনগুলি যথাযথ তাদের সামনে রাখা হত যাদের অর্থ এবং প্রভাব প্রতিপত্তি রয়েছে, তাহলে এই সব লোকেরা বর্তমান সত্যের প্রচারের অগ্রগতির জন্য অনেক কিছু করতে পারতেন। ঈশ্বরের লোকেরা অনেক সুযোগ - সুবিধা হারিয়েছেন যার থেকে তারা সুবিধা নিতে পারতেন, যদি তারা জগৎ থেকে স্বতন্ত্র থাকা মনোনয়ন না করতেন। -The Southern Watchman, March 15,1904.ChSBen 168.3

    ঈশ্বর তাঁর লোকদের পক্ষেতবুও রাজা মহারাজা এবং শাসকবর্গের হৃদয়ে অনুকম্পা দেন। যারা তাঁর জন্য পরিশ্রম করছেন তারা সেই সাহায্যের সদ্ব্যবহার করবেন যা তিনি মানুষকে তারঁ কাজের অগ্রগতির জন্য ব্যবহার করতে দিয়েছেন। যে প্রতিনিধিগণের মাধ্যমে ্এই উপহারগুলি আসের তারা এখন পথ উন্মুক্ত করতে পারেন যার মধ্যে দিয়ে অসংখ্য অন্ধকারময় ক্ষেত্রে সত্যের আলো প্রদান করা যেতে পারে। এই লোকেদের ঈশ্বরের কাজে কোন সহানুভূতি না থাকতে পারে, খ্রীষ্ট আস্থা না থাকতে পারে, তাঁর বাক্যের সঙ্গে পরিচয় না থাকতে পারে; কিন্তু তাদের উপহারগুলি এই হিসাবে অস্বীকার করবার জো নাই। -The Southern Watchman, March 15,1004.ChSBen 169.1

    বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলের হাতেই ঈশ্বর তাঁর বস্তুবৈভব অর্পণ করেছেন; সকলেই অবশ্য পতিত জগতের জন্য কাজ করার উদ্দেশ্যে তাঁর নিজের জিনিস তাঁকে প্রত্যাপর্ণ করতে পারেন আমরা এই জগতে যতদিন আছি, যতদিন ঈশ্বরের আত্মা মানব সন্তানদের মধ্যে সংগ্রাম করেন, ততদিন আমাদের তাদের জন্য উত্তমরূপে আনুকূল্য পেতে হবে। শাস্ত্রে প্রকাশিত সত্রের আলো আমরা জগৎকে দেব; এবং ঈশ্বর তাঁর কাজের জন্য তাদের অন্তরে যা দেওয়ার প্রবৃত্তি দেয় আমরা জগৎ থেকে তাই নেব। -The Southern Watchman, March 15,1904.ChSBen 169.2

    যদিও এখন প্রায় সমস্ত কিছুই দুষ্ট লোকদের অধিকারে তথাপি সমস্ত বৈভব এবং ঐশ্বর্য সহ সমুদয় জগৎ তাঁরই সম্পদ। ” পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই।” রৌপ্য আমারই, স্বর্ণও আমারই, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।” ” কেননা বনের সমস্ত জন্তু আমার সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। আমি ক্ষধিত হইলে তোমাকে বলিব না; কেননা জগৎ ও করতে পারেন যে তাদের বিশেষ অধিকার এবং কর্তব্য হল সমুদয় স্বর্গপ্রেরিত সুযোগকে এই জগতে ঈশ্বরের রাজ্যের অগ্রগতির জন্য সঠিকতার নীতিকে প্রয়োগ করতে হবে। -The Southern Watchman, March 15,1904.ChSBen 169.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents