Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ফলাফলের নিশ্চয়তা

    মণ্ডলীর সদস্যরা যে কাজটি করতে পারবেন তা করতে যদি জাগ্রত হন, তাদের নিজস্ব দায়িত্বে সংগ্রাম অব্যাহত রাখেন, প্রত্যেকে দেখেন যীশুতে আত্ম জয় করতে কতটা কাজ তিনি করতে পাবেন, আমরা তাহলে অনেককে শয়তানের পদ ছেড়ে খ্রীষ্টের পতাকাতলে দাঁড়াতে দেখতে পাব। যদি আমাদের লোকেরা এই কটা নির্দেশের আলোতে কাজ করেন, আমরা নিশ্চিত ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাব। বিস্ময়কর পুনরুদ্ধার সাধিত হবে। পাপীরা মনপরিবর্তন করবে, এবং অসংখ্য আত্মা মণ্ডলীতে যুক্ত হবে। -Testimonies for the Church 8:246.ChSBen 185.1

    আমাদের মণ্ডলীর সদস্যগণের স্বদেশ এবং বিদেশের কর্মক্ষেত্রে গভীর আগ্রহ অনুভব করা উচিত। নতুন এলাকায় সত্যের মান বজায় করা জন্য তাদের আত্মত্যাগমূলক প্রচেষ্টা তাদের কাছে অমিত আশীর্বাদ নিয়ে আসবে। এই কার্যে নিয়োজিত অর্থ সমৃদ্ধ বিনিময় আনয়ন করবে। নতুন মনপরিবর্তনকারীরা বাক্যের আলো পাওয়ার আনন্দে, তার বিনিময়ে অন্যদের কাছে সত্যের আলো নিয়ে যেতে নিজেদের সম্বল প্রদান করবে।-Testimonies for the Church 9:49.ChSBen 185.2

    যে সকল ক্ষেত্রের পরিস্থিতি এতই আপত্তিজনক এবং হতাশাব্যঞ্জক, যে, অনেক কর্মী তাদের কছে যেতে অস্বীকার করেন, সেই সকল স্থানে লে মেম্বারদের আত্মত্যাগী প্রচেষ্টায় উন্নততর লক্ষণীয় পরিবর্তন সাধিত হতে পারে। এই বিনয়নম্র কর্মীগণ অনেক কাজ সম্পন্ন কমবেন, কারণ তারা ধৈর্য নিয়ে অধ্যবসায় সহকারে প্রচেষ্টা করবেন, মানুষের শক্তির উপর নির্ভর করে নয়, বরং যে ঈশ্বর তাদের অনুকম্পা প্রদান করেন তাঁর উপর। এই কর্মীদের সাধিত উত্তম কার্যের পরিমাণ এই জগৎ কখনও জানবে না। - Testimonies for the Church 7:22,23ChSBen 185.3