Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অধ্যায় ২১ — গৃহ একটি মিশনারি প্রশিক্ষণ কেন্দ্র

    প্রথম গুরুত্বের বিষয়

    ঘরই শিশুর প্রথম বিদ্যালয়, এবং এখানেই পরিচর্যা জীবনের ভিত্তি স্থাপিত হওয়া আবশ্যক।-- The Ministry of Healing, 400.ChSBen 206.1

    আপনার জীবনের প্রথম মহৎ কার্যক্রম হল নিজের গৃহে মিশনারি হওয়া।-- Testimonies for the Church 4:138.ChSBen 206.2

    মনুষ্যত্বের পুনরুদ্ধার এবং উন্নতি বাড়িতে শুরু হয়। পিতামাতার কাজ একে অপরকে সম্পৃক্ত করে। ... সমাজের কল্যাণ , গির্জার সাফল্য , জাতির সমৃদ্ধি, বাড়ির প্রভাবের উপর নির্ভরশীল।-- The Ministry of Healing, 349.ChSBen 206.3

    সত্যিকারের পরিচর্যার চেতনা যত পরিপূর্ণভাবে বাড়িতে পরিব্যাপ্ত হয়, তত সম্পূর্ণরূপে তা শিশুদের জীবন উন্নত করবে। তারা অন্যের মঙ্গলের জন্য পরিচর্যা এবং আত্মহুতির মধ্যে আনন্দ পেতে শিখবে। -- The Ministry of Healing, 401.ChSBen 206.4

    পিতামাতাদের নিকটস্থ বাড়ির মিশন ক্ষেত্রটি তাদের বিস্মৃত হলে চলবে না। তার হাতে প্রদত্ত শিশুদের জন্য প্রত্যেক মায়ের ঈশ্বরের কাছ থেকে একটি পবিত্র দায়িত্ব রয়েছে। ঈশ্বর বলেন,“এই পুত্র, এই কন্যাকে গ্রহণ কর, যেন এটি প্রভুর দরবারে চিরদিন প্রজ্বলিত থাকে।” বিশ্বস্ত মা যখন তার সন্তানদের মন্দের কুপ্রভাব প্রতিহত করতে শিক্ষা দেন, ঈশ্বরের সিংহাসন থেকে প্রতিভাত দীপ্তি ও গৌরব তার উপরে বিরাজিত হয়।-- Testimonies for the Church 9:37.ChSBen 206.5

    খ্রীষ্টের জন্য আমাদের পরিচর্যা পরিবারের সঙ্গে বাড়িতে শুরু হয়। ... এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন মিশনারি ক্ষেত্র নেই। আদেশ এবং উদাহরণের মাধ্যমে পিতামাতাদের তাদের বাচ্চাদের অবিশ্বাসীদের জন্য পরিশ্রম করতে শেখানো উচিত। সন্তানদের এত শিক্ষিত হওয়া আবশ্যক যে তারা বৃদ্ধ এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করবে এবং দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করার চেষ্টা করবে। তাদের মিশনারে কাজে পরিশ্রমী হতে শিক্ষা দেওয়া উচিত; এবং তাদের প্রারম্ভিক বর্ষ থেকে, অপরের কল্যাণের জন্য আত্মত্যাগ ও আত্মহুতি দিতে এবং খ্রীষ্টের কাজের অগ্রগতির জন্য তা করতে শেখানো উচিত যাতে তারা ঈশ্বরের পার্শ্বকর্মী হতে পারে। কিন্তু তারা যদি কখনও অপরের জন্য প্রকৃত মিশনারি পরিষেবা শেখে তারা সর্বপ্রথম পরিবারের লোকদের জন্য শ্রম করতে শিখবে, যারা তাদের প্রেমের কর্মক্ষেত্রের স্বাভাবিক অধিকারী।-- Testimonies for the Church 6:429.ChSBen 206.6

    আমাদের পরিবারে অবশ্যই শৃঙ্খলা থাকবে, এবং আন্তরিক প্রচেষ্টায় পরিবারের প্রতিটি সদস্যকে মিশনারি উদ্যোগে আগ্রহশীল করতে হবে। আমাদের অবশ্যই আমাদের সন্তানদের সহানুভূতি মুক্তিহীনদের জন্য আন্তরিক কাজে নিয়োজিত করতে হবে, যেন তারা খ্রীষ্টকে উপস্থাপনের জন্য সর্বদা এবং সর্বাত্মক চেষ্টা করতে পারে।-- The Review and Herald, July 4, 1893.ChSBen 207.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents