Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অনাথের যত্ন

    মৃত্যু জয়ে কবলিত হওয়া পর্যন্ত, তাদের যত্ন নেওয়ার জন্য অনাথরা থাকবে, তাদের পক্ষে আমাদের মণ্ডলীর সদস্যদের কোমল সহানুভূভি এবং প্রেমময় দয়া প্রযোজ্য না হলে, নানা দিক থেকে তাদের দুর্ভোগ পোহাতে হবে। প্রভু আমাদেরকে আদেশ দিয়েছেন, “তোমরা বাড়ির বাইরে নিক্ষিপ্ত হতদরিদ্রদের নিয়ে এস।” খ্রীষ্টানধর্ম এই সকল গৃহহীনদের জন্য অবশ্যই বাবা এবং মা সরবরাহ করবে। বিধবাদের জন্য এবং অনাথদের জন্য সমবেদনা, প্রার্থনা এবং পরিচর্যার মাধ্যমে প্রকাশিত হলে তা ঈশ্বরের স্মরণে উঠে আসবে, এবং অচিরে পুরস্কৃত হবে। -- The Review and Herald, June 27,1893.ChSBen 215.5

    আপনি যখন দরিদ্রদের সহায়তা করেন, দুঃখী ও নির্যাতিতদের প্রতি সমবেদনা জানান, এবং অনাথের বন্ধু হন, আপনি নিজেকে যীশুর ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে নিয়ে আসেন। -- Testimonies for the Church 2:25.ChSBen 216.1

    পরিচর্যার জন্য অনেক অনাথ রয়েছে; কিন্তু অনেকেই এই কাজে উদ্যোগ নেবেন না; কেননা তাতে তাদের অনেক বেশি শ্রম করতে হবে এবং তাদের আনন্দ বিনোদনের সময় কমে যাবে। কিন্তু রাজাধিরাজ যখন তদন্ত করবেন, তখন এই সকল অলস অনুদার এবং স্বার্থপর আত্মারা জানতে পাবেন যে স্বর্গ সেই কর্মীগণের জন্য, যারা খ্রীষ্টের কারণে নিজেদের অস্বীকার করেছেন। যারা কদাচ ভালবাসার প্রতি এমন বিশেষ যত্ন নিয়েছেন এবং নিজেদের জন্য বাইরে তাকিয়ে আছেন, তাদের জন্য কোন বিধান করা হয়নি। রাজা তার বাম পাশের লোকদের উপর ভয়ঙ্কর শাস্তি ঘোষণা করবেন, তবে এক্ষেত্রে তাদের বড় কোন অপরাধের জন্য নয়। তারা যা করেছেন তার জন্য নয়, বরং তারা যা করেন নি তার জন্য তারা দোষী সাব্যস্ত হবেন। তারা সেই কাজগুলি করেন নি যা স্বর্গ তাদেরকে সম্পাদন করার জন্য নিযুক্ত করেছিল। তারা নিজেদের সন্তুষ্ট করেছেন এবং তাই আত্মসন্তুষ্টদের সঙ্গেই তাদের অংশ নিতে পারেন। -- The Review and Herald, August 16, 1881.ChSBen 216.2

    এমন অনেক অনাথ রয়েছে যাদের ঐশী দায়িত্ব হিসাবে গ্রহণ করার জন্য খ্রীষ্ট তাঁর অনুসরণকারীদের আদেশ দিয়েছিলেন। তারা আপাতদৃষ্টিতে জরাজীর্ণ, অমার্জিত, এবং সব দিক থেকে অপ্রত্যাশিত হতে পারে, তবুও তারা ঈশ্বরের সম্পত্তি। তাদের মূল্য দিয়ে কেনা হয়েছে, এবং তারা প্রভুর দৃষ্টিতে আমাদের তুল্য মূল্যবান। তারা পরমেশ্বরের মহান পরিবারের সদস্য, এবং খ্রীষ্টানরা তাঁর তত্ত্বাবধায়ক হিসাবে তাদের জন্য দায়বদ্ধ। তিনি বলেন, “তাদের প্রাণ আমি তোমার হাতে চাইব।” -Christ’s Object Lessons, 386, 387.ChSBen 216.3

    প্রভু গির্জার প্রত্যেক সদস্যকে আপনার দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। তবে তাদের পক্ষে নিছক কর্তব্য পালনের দৃষ্টিকোণ থেকে কাজ করবেন না, কিন্তু কারণ আপনি তাদের ভালবাসেন এবং খ্রীষ্ট তাদের উদ্ধারের জন্য মৃত্যুবরণ করেছেন। খ্রীষ্ট এই আত্মগুলিকে ক্রয় করেছেন যাদের প্রয়োজন আপনার যত্নের, আর তিনি আশা করেন আপনি তাদের ভালবাসবেন যেমন তিনি আপনাকে আপনার পাপ এবং বিপথগামিতায় ভালবেসেছেন। -- The Review and Herald , June 27, 1893.ChSBen 216.4

    যদি তাদের মধ্যে অনাথ, পিতৃহীন খঞ্জ, অন্ধ, এবং রুগ্নেরা অবহেলিত হয়, তাহলে তিনি তাঁর প্রজাদের প্রার্থনায় কর্ণপাত করবেন না। -- Testimonies for the Church 3:518.ChSBen 216.5

    যারা প্রতিপালকের জন্য কাজ করবেন তাদের সকলের সামনে বিস্তৃত ক্ষেত্র রয়েছে এই সব বন্ধুহীন বালক ও তরুণদের পরিচর্যা করতে, মহৎ চরিত্র গঠনের অনুকূলে অবস্থানে তাদের পৌঁছে দিতে, যাতে তারা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারেন। সম্ভাবনাহীন শিশুদের আন্তরিকভাবে অন্বেষণ করা দরকার; অন্যথায় অনেকে অজ্ঞতায় বেড়ে উঠবে এবং এমন সঙ্গীদের সঙ্গে মেলামেশা করবে যারা তাদের অন্যায় এবং কুপথে পরিচালিত করবে, তাদের অনুকূল পরিবেশে আনা যেতে পারে,এবং খ্রীষ্টের সাদৃশ্যে পরম যত্নে খ্রীষ্টে রক্ষা করা যেতে পারে। ... অন্যদের উদ্দেশ্যে এই কাজের জন্য প্রচেষ্টা, আত্মত্যাগ এবং আত্মাহুতির দরকার; কিন্তু ঈশ্বরের তাঁর একজাত পুত্রের মহান উপহারের তুলনায় আমরা কতটুকু আত্মত্যাগ করতে পারি? ঈশ্বর আমাদের তাঁর সাথে একযোগে শ্রমজীবী হওয়ার সুযোগ দিয়েছেন। -- The Review and Herald, June 27, 1893.ChSBen 217.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents