Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    খ্রীষ্টীয় মর্যাদা ও নম্রতা

    বিশ্রামবারের রক্ষকগনের মধ্যে প্রকৃত মর্যাদাবোধ এবং খ্রীষ্টীয় পরিশুদ্ধির অভাব জনগণ হিসাবে আমাদের বিপক্ষে এবং সত্যকে আমাদের কাছে অস্বচ্ছন্দ করে তোলে। মন এবং আদবকায়দা শিক্ষার কাজ পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সত্য যাঁরা বিশ্বাস করেন তারা যদি এখন খ্রীষ্ট যীশুতে পুরুষ ও মহিলাদের সুযোগ এবং সুবিধাগুলির উন্নতি না করেন, তাহলে তারা সত্যের পক্ষে সম্মান পাবেন না, খ্রীষ্টীয় পক্ষে সম্মান পাবেন না। -Testimonies for The Church 4:358,359.ChSBen 226.1

    একটি সুশৃঙ্খল জীবন এবং ঈশ্বরীয় কথপোকথনের মাধ্যমে কর্মের মর্যাদা বজায় রাখতে ভুলবেন না। স্ট্যার্ন্ডাডকে অত্যাধিক উচ্চতর করে তুলতে কখনোই ভয় পাবেন না।... সমস্ত কর্কশতা এবং রুক্ষতা অবশ্যই আমাদের থেকে দুরে রাখতে হবে। সৌজন্যতা, পরিমার্জন, খ্রীষ্টান বিনম্রতা পোষন করা আবশ্যক। আকস্মিক এবং ভোঁতা হতে সুরক্ষিত থাকুন। এই জাতীয় বিশেষত্বকে গুণাবলি হিসাবে বিবেচনা করবেন না। কারন ঈশ্বর সেগুলিকে এমন বিবেচনা করেন না। অকারণে কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। -The Review and Herald, November 25, 1890.ChSBen 226.2

    যাদের ঈশ্বরের ইচ্ছার বিষয়ে জ্ঞান রয়েছে এমন পুরুষ ও মহিলাদের তার পক্ষে সফল কর্মী হতে শেখার সবচেয়ে বড় প্রয়োজন। তারা মার্জিত স্বভাব, অনুভূতিশীল, ছলচাতুরী বিবর্জীত, পার্থিব মোহহীন হবেন। কিন্তু এই পরিশুদ্ধতা ও যথার্থতার অধিকারী হবেন যদি তিনি ঐশী প্রকৃতির অংশীদার হন। -Testimonies for The Church 4:358.ChSBen 226.3

    এই জগতে দেওয়া সর্বশ্রেষ্ঠ সত্য এবং প্রত্যাশা আমাদের রয়ছেে এবং সর্বোত্তম বিশ্বাস এবং আমরা এটা বিশ্বের কাছে এর মহতী স্বরূপে উপস্থাপন করতে চাই। আমরা এই মনোভাব টি ধরে নিতে চাই না যেমন আমরা এই বহুমূল্য পবিত্র সত্যকে বিশ্বাস করার উদ্যোগ নিয়েছি। তবে আমরা ঈশ্বররে সঙ্গে নম্রভাবে চলতে চাই এবং নিজেকে এমনভাবে পরিচালনা করতে চাই যেন আমরা পরাৎপর ঈশ্বরের সন্তান এবং যদিও র্জ দুর্বল দেহযন্ত্র, তথাপি আমরা সর্বাপেক্ষা গুরুত্বর্পূণ এবং আকর্ষণীও বিষয়গুলি পরিচালনা করছি, যে কোন অস্থায়ী, জাগতিক তত্ত্বের চেয়ে যা উচ্চতর এবং মহৎ। - The Review and Herald, July 26, 1887. ChSBen 226.4

    আত্মার উদ্দেশ্যে পরিশ্রমকারীর পবিত্রতা, অখণ্ডতা, বুদ্ধিজ্ঞান, শিল্প, শক্তি এবং কৌশল প্রয়োজন। এই গুণাবলির কোন অধিকারি মানুষ নিকৃষ্ট হতে পারে না। পক্ষান্তরে তার অন্যতম প্রশংসনীয় শুভ প্রভাব থাকবে। -Gospel Workers, 111. ChSBen 227.1

    যাঁরা শিখতে ইচ্ছুক তাদের মধ্যে কাজ করা ব্যক্তি এবং পরিবারের কাছে পৌঁছানোর সর্বোত্তম পন্থা। তাঁদের পোশাক পরিচ্ছন্ন হবে কিন্তু নবাব সুলভ নয় এবং তাদের হাবভাব দেখে মানুষ বিতৃষ্ণ হবে না। মানুষ হিসেবে আমাদের মধ্যে প্রকৃত শালীনতার বিশাল অভাব রয়েছে। যাঁরা মিশনারি কাজের দায়িত্বে তারা সকলইে এটি রপ্ত করবেন। -Testimonies for The Church 4:391,392.ChSBen 227.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents