Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিশ্বস্ততা

    প্রভু তাঁর কাজের মধ্যে সংকটের সময় উদাসীনতা এবং অশ্রদ্ধা ঘৃণা করেন। গোটা মহাবিশ্ব অব্যক্ত আগ্রহ নিয়ে সৎ ও অসতের মধ্যেকার মহাসংগ্রামের অন্তিম দৃশ্যাবলি প্রত্যক্ষ করছে। ঈশ্বরের লোকেরা অন্তত জগতের সীমানার কাছাকাছি; স্বর্গের ঈশ্বরের অনুগত হওয়ার চেয়ে তাদের কাছে কী বেশি গুরুত্ব পেতে পারে? সর্বযুগেই ঈশ্বরের নৈতিক বীর রয়েছেন; এবং তাঁর এখনও তারা রয়েছেন, -- যারা যোষেফ এবং এলিয় এবং দানিয়েলের মতো, তাঁর বিশিষ্ট প্রজারূপে নিজেদের স্বীকার করতে লজ্জিত নন। তাঁর বিশেষ আশীর্বাদ কাজের লোকেদের সহবর্তী; যে লোক কর্তব্যের সরল পথ থেকে ফেরেন না, কিন্তু দিব্য শক্তিতে অনুসন্ধান করেন, “প্রভুর প্রভুর পক্ষে কে?” যে লোক কেবল অনুসন্ধান করেই ক্ষান্ত হবেন না, কিন্তু ঈশ্বরের লোক হিসাবে নিজেদের পরিচিতির দাবি মনোনয়ন করে এগিয়ে যাবেন এবং অভ্রান্তভাবে রাজাদের রাজা এবং প্রভুদের প্রভুর প্রতি তাদের অনুগত্য প্রকাশ করবেন। এই ধরনের লোকেরা তাদের ইচ্ছা ও পরিকল্পনাগুলি ঈশ্বরের ব্যবস্থার বশবর্তী রাখেন। তাঁর প্রেমের কারণে, তারা নিজের জীবনকে প্রিয় বলে গণ্য করেন না। তাদের কাজ হল বাক্য থেকে আলো ধরে নেওয়া, এবং এর পরিষ্কার এবং অবিচল রশ্মিতে জগৎকে আলোকিত করা। ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা তাদের মূলমন্ত্র। -- Prophets and Kings, 148.ChSBen 236.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents