Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ব্যর্থতার কোন চিন্তা থাকবে না

    খ্রীষ্টের পক্ষে কর্মীরা কখনই তাদের কাজের ক্ষেত্রে ব্যর্থতার কথা চিন্তা করবেন না, সে নিয়ে বিশেষ কিছু বলবেন না।সর্ব বিষয়ে প্রভু যীশু আমাদের দক্ষতা; আত্মা হবেন আমাদের অনুপ্রেরনা; এবং যেই আমরা আলোর চ্যানেল হওয়ার জন্য নিজেদের তাঁর হাতে সমর্পণ করি, আমাদের সৎকাজ করবার উপকরণের কখনই অভাব হয় না। আমরা পূর্ণতা প্রাপ্তির দিকে আগাতে পারি এবং অসীম অনুগ্রহের অধিকারী হতে পারি। -Gospel Workers, 19.ChSBen 261.3

    আমরা যখন নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ রূপে সমর্পণ করি এবং আমাদের কাজে তাঁর নির্দেশনা অনুসরণ করি,তখন তিনি নিজে কর্ম সম্পাদনের দায়িত্ব নেন । আমাদের সৎ প্রচেষ্টার সাফল্যের জন্য তিনি আমাদের চিন্তা করতে দেবেন না। ব্যর্থতার কথা আমাদের একবারের জন্যেও ভাবা উচিত নয়। আমাদের সেই একের সঙ্গে সহযোগিতা করতে হবে। যিনি ব্যর্থতা জানেন না। Christ’s Object Lessons,363.ChSBen 261.4

    প্রভু হতাশ হন যখন তাঁর লোকেরা নিজেদের মূল্য কম অনুমান করেন। তিনি বাসনা করেন তাঁর মনোনীত উত্তরাধীকারীরা নিজেদের মূল্য তাঁর নির্ধরিত মূল্যায়ন অনুসারে আন্দাজ করুক। ঈশ্বর তাদের চেয়েছিলেন, অন্যথায়তাদের মুক্তির জন্য এত ব্যয়বহুল কাজ, নিজের পুত্রকে মৃত্যুবরণ করতে পাঠাতেন না। তাঁকে তাদের দরকার আছে, এবং তাঁর নামের গৌরবার্থে তাঁর উপর তাদের এত উচ্চ দাবির জন্য তিনি অত্যন্ত সস্তুষ্ট তাঁর প্রতিশ্রুতিতে তাদের বিশ্বাস থাকলে তারা বড় বড় জিনিস আশা করতে পারেন। -The Desire of Ages, 668.ChSBen 262.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents