Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মূল্য নির্ণয়ের ভিত্তি

    ঈশ্বরের পরিচর্যায় পরিমাপ, কাজ করতে কতটা সময় ব্যয় করা হয়েছে তার দ্বারা নয়, বরং কি মন নিয়ে তা করা হয়েছে, তার দ্বারা করা হয়। -Testimonies for the Church 9:74.ChSBen 265.4

    ঐশী জীবনের অগ্রগতিতে তাদের সাফল্য তাদেরকে দেওয়া প্রতিভাগুলির উন্নতির উপর নির্ভরশীল। যে ঐক্য এবং আন্তরিকতা নিয়ে তারা গুরুর পরিচর্যা করেছেন তার সমানুপাতে তাদের ভবিষ্যৎ পুরস্কার নির্ধারিত হবে। -The Review and Herald, March 1,1887.ChSBen 265.5

    প্রভুর একটি মহৎ কার্য করার আছে, আর তিনি বর্তমান জীবনে যারা সর্বাধিক বিশ্বস্ত ও ইচ্ছুক পরিচর্যা করেন তাদের উপর ভবিষ্যৎ জীবনের সর্বাধিক আর্শীবাদ অর্পণ করবেন। -Christ’s Object Lessons, 330.ChSBen 265.6

    যারা শেষ বেলায় দ্রাক্ষাক্ষেত্রে এসেছিল তারা কাজ করার সুযোগ লাভের জন্য কৃতজ্ঞ ছিল । যে ব্যক্তি তাদের গ্রহণ করেছিলেন তার প্রতি তাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছিল। এবং দিনের শেষে যখন গৃহকর্তা পূর্ণ দিনের মজুরি দিলেন তখন তারা অত্যন্ত বিস্মিত হল। তারা জানতো যে , এই মজুরি তারা আয় করেনি। তাদের নিয়োগকর্তার মুখমণ্ডলে প্রকাশিত দয়ার অভিব্যক্তি তাদের আনন্দে ভরিয়ে তুলেছিল। তারা গৃহস্বামীর এই দয়াশীলতা কিম্বা ঔদার্য কোনদিন ভুলতে পারবে না। ChSBen 265.7

    একই ভাবে এটি পাপীর ক্ষেত্রেও প্রয়োজ্য, যে, নিজের অযোগ্যতা জেনে দ্রাক্ষাক্ষেত্রে প্রবেশ করেছে। তার সময় মনে হয় খুবই সংক্ষিপ্ত , সে অনুভব করেছে যে সে পুরস্কার পাওয়ার অনুপযুক্ত; কিন্তু ঈশ্বর অন্তত তাকে গ্রহণ করছেন বলে সে আনন্দে পরিপূর্ণ হয়। খ্রীষ্টের সঙ্গে সহকর্মী হওয়ার সুবাদে সে বিনম্রতা ও উদ্দীপনায় কৃতজ্ঞ চিত্তে কাজ করে। এই কর্ম তৎপরতাকে সম্মানিত করে ঈশ্বর প্রসন্ন হন। - Christ’s object Lessons,397,398.ChSBen 265.8

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents