Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বর্তমান পুরস্কার

    সুখ - যারা খ্রীষ্টপ্রতিম পরিচর্যায় তাদের জীবন উৎসর্গ করবেন তারাই প্রকৃত সুখের তাৎপর্য বুঝতে পারবেন। তাদের আগ্রহ এবং তাদের প্রার্থনা আত্মপরতাকে ছড়িয়ে যায়। অন্যের সাহায্যের প্রচেষ্টার সঙ্গে তারা নিজেরা উন্নত হচ্ছেন। তারা সবচেয়ে বড় পরিকল্পনা , সর্বাধিক আলোড়নমূলক উদ্যোগের সাথে পরিচিত হয়, এবং আলো ও আশীর্বাদের দিব্য ধারায় নিজেকে উৎসর্গ করে তারা কিভাবে বৃদ্ধি না পায়? এমন লোকেরা স্বর্গ থেকে প্রজ্ঞা প্রাপ্ত হয়। তারা তাঁর সমুদয় পরিকল্পনায় খ্রীষ্টের সঙ্গে আরও আরও বেশি করে চিহ্নিত হবে। আত্মিক স্থবিরতার কোন সুযোগ নাই । -Testimonies for the Church 9:42.ChSBen 268.1

    যে মণ্ডলী এই কাজে সার্থকভাবে নিযুক্ত হয়, সেটা একটি সুখী মণ্ডলী । সেই ব্যক্তি বা সেই মহিলা যার আত্মা পথভ্রষ্টদের প্রতি সমবেদনা ও ভালবাসায় আকৃষ্ট হয় এবং যে তাদের মহান মেষপালকের খোঁয়াড়ে আনার জন্য শ্রম দেয়, সে আশীবার্দি কাজে নিয়োজিত। এবং আহা,কী আত্মা - মুগ্ধকারী চিন্তাভাবনা, যখন একটি পাপীকে এইভাবে ফিরে পাওয়া যায়, তখন স্বর্গে নিরানব্বই জন ধার্মিক ব্যক্তির চেয়ে অধিক আনন্দ হয়!।- Testimonies for the Church 2:22.ChSBen 268.2

    যিনি ঈশ্বরের ইচ্ছায় তার কাছে কোন কিছুই গোলামি নয়। “প্রভুর উদ্দেশ্য কৃত” এটা এমন একটা চিন্তা যা ঈশ্বরের দেওয়া যে কোন কাজকে আকর্ষনীয় করে তোলে। -Testimonies for the Church 9:150.ChSBen 268.3

    খ্রীষ্টান মজুর তার স্বর্গ - নির্ধারিত কাজের মধ্যে কোন দাসত্ব জানেন না। পাপের দাসত্ব থেকে আত্মাদের মুক্তি পেতে দেখে তিনি তার প্রভুর আনন্দে প্রবেশ করেন:এবং এই আনন্দ তাকে প্রত্যেক আত্মত্যাগের প্রতিদান দেয়। -The Southern Watchman, April 2,1903. ChSBen 268.4

    শ্রমিক হওয়া, আত্মত্যাগী শ্রমের আহ্বান অনুসারে কল্যাণ - কার্য ধৈর্য সহকারে অব্যাহত রাখা, একটি গৌরবময় কাজ, যাতে স্বর্গ প্রফুল্লিত হয়। -Testimonies for the Church 2:24.ChSBen 268.5

    খ্রীষ্ট আপাতদৃষ্টিতে হতাশাজনক উপাদান গ্রহণ করে আনন্দিত, যাদের শয়তান অবাঞ্ছিত ভেবেছে এবং যার মাধ্যমে সে কাজ করেছে সেগুলি, তাঁর গৌরবের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। তিনি তাঁর সন্তানদের তার কার্য সম্পাদনে , তাঁর প্রতিনিধি করেছেন, এবং সাফল্যে, এমনকি ইহজীবনে, তারা মূল্যবান পুরষ্কার পায়। -Testimonies for the Church 6:308,309. ChSBen 268.6

    আশীর্বাদ- খ্রীষ্টের জন্য সাধিত প্রতিটি প্রচেষ্টা আমাদের উপর আশীর্বাদের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। -Christ’s Object Lessons, 354.ChSBen 268.7

    প্রতিটি সাধিত কর্তব্য, যীশুর নামে কৃত প্রত্যেকটি ত্যাগ, বিশাল পুরষ্কার নিয়ে আসে। পরিপাটি কর্তব্য পালনের ক্ষেত্রে, ঈশ্বর কথা বলেন এবং আপন আশীর্বাদ দান করেন। -Testimonies for the Church 4:145.ChSBen 269.1

    মুক্তিকর্তার কাছে আত্মা উদ্ধারের উদ্দেশ্যে আমাদের এই জগতে বসবাস করা উচিত। আমরা অন্যকে আঘাত করলে, নিজেরাই আঘাত করে থাকি। যদি আমরা অন্যকে আশীর্বাদ করি, আমরা আমাদেরও আশিসযুক্ত করি; কেননা আমাদের হৃদয়ে প্রতিটি শুভাশুভ কর্মের প্রতিফলন ঘটে। -Testimonies for the Church 4:72.ChSBen 269.2

    অন্যের উপরে পতিত প্রতিটি আলোকরশ্মি আমাদের নিজেদের হৃদয়ে প্রতফলিত হবে। শোর্কাতদের উদ্দেশ্যে কথিত প্রতিটি সদয় এবং সহানুভূতিশীল বাক্য, নির্যাতিতদের মুক্তির জন্য প্রতিটি কাজ, এবং আমাদের প্রতিবেশীদের প্রয়োজনীয় প্রতিটি উপহার ঈশ্বরের গৌরবের দিকে দৃষ্টি রেখে সরবরাহ হলে, দাতাকে আশীর্বাদ ফল প্রদান করবে। যারা এইভাবে কাজ করেছেন, তারা দিব্য বিধান মেনে চলেছেন, এবং ঈশ্বরের অনুমোদন লাভ করবেন। -Testimonies for the Church 4:56.ChSBen 269.3

    খ্রীষ্টের আগমনে যেমন মহান চূড়ান্ত পুরষ্কার দেওয়া হবে, তেমনি যথাযথ হার্দিক ঐশী পরচর্যা একটি পুরষ্কার আনবে, এমনকি এই জীবনেই। প্রতিবন্ধকতা, বিরোধিতা, এবং তিক্ততার, হৃদয়বিদারক হতাশার সঙ্গে কর্মীদের মোকাবিলা করতে হবে। তিনি হয়তো নিজের শ্রমফল দেখতে পাবেন না। কিন্তু এই সবের মুখোমুখি হয়ে তিনি তার শ্রমের মধ্যে প্রতিদান দেখতে পান। মানবজাতির জন্য নিঃস্বার্থ পরিষেবায় যারা নিজেদের ঈশ্বরে উৎসর্গ করেন তারা মহিমার প্রভুর সঙ্গে সহযোগিতায় আছেন। এই চিন্তা সমস্ত শ্রমকে মধুময় করে, এটি ইচ্ছাশক্তিকে বাড়িয়ে তোলে, যা কিছুই ঘটুক না কেন আত্মাকে প্রাণবন্ত করে তোলে। -Testimonies for the Church 6:305,306.ChSBen 269.4

    স্বাস্থ্য - ভাল কাজ করা রোগের একটি দুর্দান্ত প্রতিকার। যারা এই কাজে নিযুক্ত ঈশ্বরের প্রতি তাদের আহ্বান থাকে, আর তিনি তাদের উত্তম দিয়ে সন্তুষ্ট হন। তাদের প্রাণ হতাশায় তৃপ্ত হবে, এবং তারা সেচিত উদ্যানের মতো হবে, আর তাদের জলস্রোতে কখনও বন্ধ হবে না। -Testimonies for the Church 2:29.ChSBen 269.5

    ঈশ্বর, খ্রীষ্ট এবং পবিত্র দূতগণের সঙ্গে সহযোগিতায়, তারা একটি স্বর্গীয় বায়ুমন্ডলে পরিবেষ্টিত থাকেন, এমন বাতাবরণ যা দেহে স্বাস্থ্য নিয়ে আসে, বুদ্ধিতে শান দেয়, এবং প্রাণে আনন্দ আনে। -- Testimonies for the Church 6:306.ChSBen 269.6

    অপরের কল্যাণ করার আনন্দ অনুভূতি স্নায়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে, রক্ত সংবহনকে ত্বরান্বিত করে, এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে উজ্জীবিত করে। -Testimonies for the Church 4:56.ChSBen 269.7

    শক্তি - কোন শক্তিমান লোককে শ্রম থেকে দূরে রাখলে তিনি দূর্বল হয়ে পড়বেন। যে মণ্ডলী কিম্বা যে সকল ব্যক্তি অন্যের দায়িত্ব বহনের থেকে নিজেদের দূরে রাখে, যারা নিজের কাছে নিজেকে লুকিয়ে রাখে, তারা অচিরেই আত্মিক দুর্বলতা অনুভব করবে। পরিশ্রমই বলবানকে বলবান রাখে। এবং আত্মিক কাজ, পরিশ্রম , এবং ভার-বহন, খ্রীষ্টের মণ্ডলীকে শক্তি প্রদান করবে। -Testimonies for the Church 2:22.ChSBen 270.1

    শান্তি - অন্যদের জন্য কাজ করার সময়, একটি মধুর তৃপ্তি অনুভব হবে, একটি অন্তর্নিহিত শান্তি যা হবে যথেষ্ট পুরষ্কার । অন্যের ভালো করার উচ্চ ও মহৎ আকাঙ্খার দ্বারা পরিচালিত হলে, তা জীবনের বহুবিধ কর্তব্যের বিশ্বসনীর ফলের মধ্যে পরম সুখ শান্তি খুঁজে পাবে; কারণ প্রত্যেক বিশ্বস্ত, নিঃস্বার্থ কর্তব্য সাধন স্বর্গদূতগণ লক্ষ্য করেন এবং তা জীবন পঞ্জিকায় জ্বলজ্বল করে। -Testimonies for the Church 2:132.ChSBen 270.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents