Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ভবিষ্যৎ পুরস্কার

    অনন্ত জীবন - যেখানে সাহায্যের প্রয়োজন, সেখানে আন্তরিক, চিন্তাশীল সাহায্যের প্রচেষ্টার দ্বারা সত্যিকারের খ্রীষ্টান ঈশ্বর এবং তার সহমানবদের প্রতি তার প্রেম প্রদর্শন করেন। তিনি পরিচর্যা কার্যে প্রাণ হারাতে পারেন; কিন্তু খ্রীষ্ট যখন নিজের রত্নগুলি আপনার কাছে সংগ্রহ করার জন্য আসবেন, তিনি তখন তা পুনরায় ফিরে পাবেন। -Testimonies for the Church 9:56.ChSBen 270.3

    ঘরে ফেরার সাদর অভ্যর্থনা - অনন্তকালে দোরগোড়ায় দাঁড়ান, এবং যারা এই জীবনে খ্রীষ্টর সঙ্গে সহযোগীতা করেছেন, তাঁর জন্য দুঃখভোগকে সুযোগ ও সম্মান বিবেচনা করেছেন, তাদের জন্য করুনাময় অভ্যর্থনা শ্রবণ করুন। -সেখানে উদ্ধারপ্রাপ্তগণ তাদের অভিবাদন জানাবেন যারা তাদের পুনরুত্থিত ত্রাণকর্তার দিকে পরিচালিত করেছিলেন। তারা তাঁর স্তুতির জন্য ঐক্যবদ্ধ হন,যিনি মৃত্যুবরন করেছিলেন যাতে মানব মণ্ডলী ঈশ্বরের জীবনের পরিমাপে অমিত জীবন লাভ করতে পারে। দ্বন্দ্বের অবসান হয়। সমূহ দুর্দশা ও কলহ শেষ। সমুদয় স্বর্গলোকে বিজয় সংগীতে মুখরিত, উদ্ধার প্রাপ্তেরা ঈশ্্বরের সিংহাসনের চারপাশে দণ্ডায়মান। সকলে জয়ধ্বনি তোলে, ” যোগ্য মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, তিনি যোগ্য,” এবং তিনি আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে উদ্ধার করেছেন। -The Ministry of Healing,506,507.ChSBen 270.4

    যখন রেকর্ডের খাতায় দেখা যাবে তাদের জীবনে,াতাদের চরিত্র চিহ্নিত হয়েছে কোমলতা, আত্মত্যাগ,এবং দানশীলতার আদর্শে, তারা খ্রীষ্টের কাছ থেকে ধন্য আশ্বাস এবং পুরস্কার প্রাপ্ত হবেন,” উত্তম হয়েছে।” আইস, আমার পিতার আশীর্বাদ -পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্যে তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে, তাহার অধিকারী হও।” -Testimonies for the Church 3:525.ChSBen 270.5

    স্বর্গীয় বার্তাবরণ - মণ্ডলী যখন সংগ্রামশীল । আমরা এখন এমন জগতের মুখোমুখি হয়েছি যা অন্ধকারে আচ্ছন্ন এবং প্রতিমাপূজায় সম্পূর্ণ নিমজ্জিত। কিন্তু দিন আসছে যখন লড়াই লড়তে হবে তথা জয় করতে হবে। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে স্বর্গে যেমন করা হয়েছে তেমন পৃথিবীতে ও করা হবে। মুক্তিপ্রাপ্ত জাতিগুলি স্বর্গের আইন ব্যতীত অন্য কোন আইন জানবে না। সকলেই সুখী হবেএবং যৌথ পরিবারে সংযুক্ত হবে, ধন্যবাদ ও প্রশংসার পোশাক পরিহিত হবে, খ্রীষ্টের ধার্মিকতার পোশাক। সমগ্র প্রকৃতি, তার সর্বপোরি প্রেমময়তায় ঈশ্বরকে শ্রদ্ধা ও প্রশংসা নিবেদন করবে। পৃথিবী দিব্য আলোয় ¯্নান করবে। চাঁদের আলো সূর্যের আলোর মত হবে এবং সূর্যের আলো তার চেয়ে সাতগুন বেশি হবে। বছরগুলি সানন্দে এগিয়ে যাবে। দৃশ্যটি জুড়ে প্রভাতী তারারা সমবেত গান গাইবে, এবং ঈশ্বরের পুত্রগণ আনন্দধ্বনি করবেন, আর ঈশ্বর এবং খ্রীষ্ট তখন একযোগে ঘোষনা করবেন, “আর কোন পাপ হবে না, আর কখনও মৃত্যু হবেনা।” -The Ministry of Healing, 504.ChSBen 271.1

    আনন্দ - খ্রীষ্টের আনন্দে প্রবেশ করাটা তাঁর কর্মীদের পুরষ্কার । সইে আনন্দ, যার জন্য খ্রীষ্ট নিজেই ব্যাকুল আগ্রহে আকাঙ্ক্ষিত, পিতার কাছে তাঁর অনুরোধে উপস্থাপন করা হয়েছে, ” আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি, তুমি আমায় যাহাদিগকে দিয়াছ,তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে।” -Testimonies for the Church 6:309.ChSBen 271.2

    এখানে আমাদের পার্থিব জীবনে , যদিও তা পাপ-নিয়ন্ত্রিত, পরম আনন্দ এবং মহোত্তম শিক্ষা পরিচর্যার মধ্যেই নিহিত আছে। এবং ভবিষ্যৎ পরিস্থিতিতে, পাপসংকুল মানবতার সীমাবদ্ধতা অক্ষন্ন হয়ে, পরিচর্যায় আমাদের সর্বাধিক আনন্দ এবং সর্বোত্তম শিক্ষার সন্ধান মিলবে, - সাক্ষ্যদান, এবং তখনই আমরা নবরূপে ” এই রহস্যের গৌরব ধন” শিক্ষার সাক্ষী হব,“যা আপনাতে খ্রীষ্ট, গৌরবের প্রত্যাশা।” -Education , 309.ChSBen 271.3

    তারা খ্রীষ্টের দুঃখভোগে অংশ নেয় এবং প্রকাশিত গৌরবেতেও তারা অংশ নেবে। তাঁর কাজের মধ্যে তাঁর সঙ্গে একজন হয়ে, দুঃখের পেয়ালায় তার সঙ্গে পান করে, তারা তাঁর আনন্দের ও অংশীদার । -Thoughts from the Mount of Blessing,12.ChSBen 271.4

    বীজ-বপনের ফল - পবিত্র আত্মার প্রতিটি প্রবণতা মানুষকে মঙ্গল এবং ঈশ্বরের দিকে পরিচালিত করে, এবং তা স্বর্গের পুস্তকে লিপিবদ্ধ হয়, এবং ঈশ্বরের দিনে, যিনি নিজেকে পবিত্র আত্মার কার্যকরী উপকরণ হিসাবে প্রদান করেছেন, তিনি জীবনের কার্যবিবরনী প্রত্যক্ষ করার অনুমতি পাবেন। - Testimonies for the Church 6:310.ChSBen 271.5

    মুক্তিপ্রাপ্তগণ যখন ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান হন, মূল্যবান আত্মার তাদের নামে সমর্থন দেবেন যারা সেখানে উপস্থিত হতে পেরেছেন তাদের পক্ষে বিশ্বস্ত , ধৈর্যশীল প্রচেষ্টার কারনে, যারা তাদের সুদৃঢ় দুর্গে পলায়নের অনুরোধ ও অনুপ্রেরণা দিয়েছিলেন । সুতরাং এই জগতে যারা ঈশ্বরের সহযোগী সহকর্মী হয়েছেন তারা তাদের পুরষ্কার পাবেন। -Testimonies for the Church 8:196,197.ChSBen 272.1

    এই মুক্তিপ্রাপ্তেরা যখন যারা তাদের পক্ষে ভার বহন করছেন তাদের সঙ্গে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করবেন সেখানে কতই না আনন্দ হবে! এবং তারা বেচেঁছেন নিজেদের উপভোগের জন্য নয়, দুর্ভাগা , অযোগ্যদের আশীর্বাদ হওয়ার জন্য, - তাদের হৃদয় তৃপ্তিতে কতই না শিহরিত হবে। তারা এই প্রতিশ্রুতি উপলব্ধি করবেন, “তোমাকে আশীর্বাদ করার পরে; কেননা তারা তোমাকে প্রতিদান দিতে পারে না কারণ ধার্মিকদের পুনরুত্থানে তোমাকে প্রতিদান দেওয়া হবে। -Gospel Workers,519.ChSBen 272.2

    স্বর্গে আমরা সেই যুবকদের দেখতে পাব যাদের আমরা সাহায্য করেছি, যাদেরকে আমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি, যাদের আমরা প্রলোভন থেকে বাচিঁয়েছি। আমরা তাদের মুখগুলি ঈশ্বরের গৌরবের দ্যুতিতে জ্বলজ্বল করতে দেখব। -Testimonies for the Church 6:348.ChSBen 272.3

    পরিত্রানের মহান পরিকল্পায় খ্রীষ্ট এবং স্বর্গদূতগণের সহকর্মী হওয়া! এর সঙ্গে কোন কাজের তুলনা চলে! উদ্ধার প্রাপ্ত প্রতিটি আত্মার থেকে ঈশ্বরের সান্নিধ্যে গৌরবের অবদান আসে, যে উদ্ধার পেয়েছে এবং যার মাধ্যমে উদ্ধারকার্য সাধিত হয়েছে উভয়ের উপরে প্রতিফলিত হতে। - Testimonies for the Church 2:232. ChSBen 272.4

    পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিগণ যাদের ব্যবস্থাপনায় উচ্চীকৃত ত্রাণকর্তাকে পেয়েছেন তাদের দেখা পাবেন এবং চিনতে পারবেন। এই আত্মাদের সঙ্গে তাদের কী অভূতপূর্ব কথোপকথন হবে! উক্ত হবে, ” আমি পাপী ছিলাম, জগতে ঈশ্বরবিহীন এবং প্রত্যাশাহীন ছিলাম; আর আপনি আমার কাছে এলেন এবং আমরা একমাত্র প্রত্যাশা হিসাবে ঐশ্বর্যময় ত্রাণকর্তার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন এবং আমি তাঁেত বিশ্বাস করলাম। আমার পাপের জন্য আমি অনুতপ্ত হলাম এবং স্বর্গীয় স্থানে খ্রীষ্ট যীশুতে তাঁর পবিত্রগণের সঙ্গে বসবার যোগ্যতা লাভ করলাম।” অন্যেরা বলবেনঃ ” আমি পৌত্তলিক দেশে পৌত্তলিক ছিলাম। আপনি আপনার বন্ধুবান্ধব এবং স্বাচ্ছন্দ্যময় বাসস্থান ছেড়ে এসে আমাকে শিক্ষা দিলেন কিভাবে যীশুকে পাওয়া যায় এবং তাঁতে একমাত্র সত্য ঈশ্বরে বিশ্বাস করা যায়। আমার প্রতিমাগুলি আমি ভেঙে ফেললাম, এবং ঈশ্বরের উপাসনা করলাম, এবং এখন আমি তাঁকে সামনাসামনি দেখতে পাই। আমি মুক্ত, অনন্তকালীন মুক্তিপ্রাপ্ত, যাঁেক ভালবাসি তাঁেক চিরকাল ধরে দেখতে পাব। তখন আমি তাঁকে কেবল বিশ্বাসের চোখে দেখেছিলাম, কিন্তু এখন তিনি যেমন তাঁকে তেমনই দেখছি। আমি এখন তাঁর মুক্তির করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যিনি আমাকে ভালবাসেন এবং তাঁর নিজের রক্তে আমার পাপ সকল ধৌত করেছেন। -Gospel Workers, 518.ChSBen 272.5

    অন্যেরা তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ব্যক্ত করবেন যারা ক্ষুধার্তদের খাওয়াতেন এবং উলঙ্গদের পোশাক পরাতেন । তারা বলবেন, ” যখন হতাশা আমার আত্মাকে অবিশ্বাসে ভরিয়ে তুলেছিল, প্রভু আপনাকে আমার কাছে পাঠিয়েছিলেন আশা ও সান্ত্বনার কথা বলতে । আমার দৈহিক প্রয়োজনে আপনি খাদ্য যুগিয়েছিলেন এবং আপনি আমাকে ঈশ্বরের বাক্য শুনিয়েছিলেন, আমার আত্মিক চাহিদা জাগ্রত করেছিলেন । আপনি ভ্রাতৃপ্রতিম ব্যবহার করেছিলেন। আমার দুঃখে আপনি মমতা দেখিয়েছেন এবং আমার ভগ্ন ও চূর্ণ প্রাণকে উদ্ধার করেছেন, যাতে আমি খ্রীষ্টের মুক্তিদায়ী প্রসারিত হাতখানি ধরতে পারি। আমার অজ্ঞতায় আপনি ধৈর্য সহকারে জানিয়েছিলেন যে আমার ভাবনা ভাবার জন্য স্বর্গে আমার এক পিতা আছেন। আপনি আমাকে ঈশ্বরের বাক্যকলাপের অমূল্য প্রতিশ্রুতিগুলি পড়ে শুনিয়েছিলেন। আপনি আমার মধ্যে বিশ্বাসকে প্রেরণা যুগিয়েছিলেন যাতে তিনি আমাকে উদ্ধার করতে পারেন। খ্রীষ্ট আমার জন্য বলিদান দিয়েছেন। তা অনুভব করে আমার হৃদয় বিগলিত, বশবর্তী, এবং চৌচির হয়। আমি জীবন খাদ্যের জন্য বুভুক্ষিত হই এবং আমার মর্মে মর্মে তাঁর বিদ্যামানতায় বেচেঁ থাকব, এবং স্তবস্তÍতি করব যিনি আমার জন্য তাঁর জীবন দিয়েছিলেন।” -Gospel workers, 518,519.ChSBen 273.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents