Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পুনরুজ্জীবন ও সংস্কারের আবশ্যকত

    পরম বিস্ময়কর আশ্চর্য হিসাবে শীঘ্রই জগতে যা ঘটতে চলেছে তারজন্য খ্রীষ্টানদের প্রস্তুতি নেওয়া উচিত, এবং এই প্রস্তুতি তাদের নিতে হবে ঈশ্বরের বাক্যের একনিষ্ঠ অধ্যয়ন এবং তার বিধানের সঙ্গে জীবনকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টার মাধ্যমে। ... ঈশ্বর পুনর্জাগরণ এবং সংস্কারের জন্য আহ্বান জানিয়েছেন। -Prophets and Kings, 626.ChSBen 45.2

    আমাদের মধ্যে সত্যিকারের ধার্মিকতার পুনরুজীবন আমাদের পক্ষে সবচেয়ে বেশি প্রয়োজন ও জরুরি। এর অন্বেষণই হবে আমাদের প্রথম কাজ। -The Review and Herald, March 22, 1887.ChSBen 45.3

    পুঙ্খানুপুঙ্খ সংস্কার সাধনের সময় এসেছে। এই সংস্কার যখন শুরু হবে তখন প্রত্যেক বিশ্বাসীর মধ্যে প্রার্থনার চেতনার উন্মেষ হবে এবং মণ্ডলী থেকে বিভেদ ও কলহের মনোভাব বিদায় নেবে। -Testimonies for the Church 8:251.ChSBen 45.4

    পবিত্র আত্মার তত্ত্বাবধানে একটি পুনরুজ্জীবন ও সংস্কাব্যবস্থা গ্রহণ করতে হবে। পুনরুজ্জীবন এবং সংস্কার দুটি ভিন্ন বিষয়। পুনরুজ্জীবন মানে আত্মিক জীবনের পুনর্নবীকরণ, মন ও হৃদয়ের শক্তির জাগরণ, এবং আত্মিক মৃত্যু থেকে পুনরুত্থান। সংস্কার একটি পুনর্গঠন, ধারণা ও মতাদর্শের, অভ্যাস ও অনুশীলনের পরিবর্তন। আত্মার পুনর্জাগরনের সাথে সংযুক্ত না হলে সংস্কার ধার্মিকতার ভাল ফল উৎপাদন করবে না। পুনরুজ্জীবন এবং সংস্কার তাদের নির্ধারিত কাজ করবে, এবং এই কাজ করার সময় তাদের অবশ্যই মিশ্রিত থাকতে হবে। -The Review and Herald, February 25, 1902.ChSBen 45.5

    আমরা এখন পর্যন্ত যা দেখছি, শাস্ত্র কি তার চেয়ে আরও বিশুদ্ধ এবং পবিত্র কাজ করার আহ্বান জানায় না? ... ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হতে ইচ্ছুকদের সর্বাঙ্গীণ সংস্কারের কাজে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের সামনে একটি সংকট আমি দর্শন করেছি, এবং ঈশ্বর আপন কর্মীদের লাইনে আসার আহ্বান করেছেন। প্রত্যেক আত্মাকে এখন অতীতের তুলনায় গভীরতর এবং ঈশ্বরের প্রতি যথার্থ নিষ্ঠা নিয়ে দণ্ডায়মান হতে হবে। ... রাতের পর্যায়ে আমি সম্প্রতি যে দৃশ্যগুলির দর্শন পেয়েছি তাতে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। সেখানে মনে হল এক বিরাট আন্দোলন - পুনর্জাগরণের কাজ - নানা স্থানে ছুটে যাওয়ার আকুলতা। The General Conference Bulletin, 29, 1913, P. 34.ChSBen 46.1

    রাত্রিকালীন দর্শনের উপস্থাপনা ঈশ্বরের লোকদের মধ্যে ব্যাপক সংস্কারমূলক আন্দোলনের নিদর্শন। অনেকে ঈশ্বরের প্রশংসা করছিলেন। অসুস্থদের সুস্থ করা হল, এবং বিবিধ অলৌকিক কাজ সম্পাদিত হল। ... শয়ে শয়ে এবং হাজারে হাজারে নানা পরিবারে গিয়ে তাদের সামনে ঈশ্বরের বাক্য তুলে ধরলেন। হৃদয়গুলি পবিত্র আত্মার দ্বারা দোষী সাব্যস্ত হল, এবং প্রকৃত পরিবর্তনের মনোভাব প্রকাশ পেল। সত্য প্রচারের দরজা সর্ব দিক থেকে খোলা ছিল। জগৎকে স্বর্গীয় প্রভাবে আলোকিত হতে দেখা যাচ্ছিল। ঈশ্বরের খাঁটি ও বিনয়ী প্রজাগণ প্রচুর আশীর্বাদ লাভ করলেন। Testimonies for the Church 9:126.ChSBen 46.2

    ঈশ্বরের লোকদের জন্য সংস্কারের আজ বড়ই প্রয়োজন। মণ্ডলীর বর্তমান অবস্থা মনে প্রশ্ন জাগায়, এটা কি তাঁর সঠিক উপস্থাপনা যিনি আমাদের জন্য নিজের জীবন দিলেন? -Testimonies for the Church 3:474.ChSBen 46.3

    যখন আলস্য ও ঢিলেমির কলঙ্ক গির্জা থেকে নিশ্চিহ্ন হবে, প্রভুর আত্মা অনুগ্রহপূর্বক প্রকাশিত হবেন। ঐশী শক্তির প্রকাশ ঘটবে। মণ্ডলী বাহিনীগণের সদাপ্রভুর আয়োজন প্রত্যক্ষ করবে। সত্যের আলো শক্তিশালী রশ্মিতে স্পষ্ট কিরণ দেবে, এবং প্রেরিতদের সময়ের মতো, অসংখ্য আত্মা মিথ্যা থেকে সত্যে ফিরে আসবে। প্রভুর মহিমায় বিশ্বভুবন আলোয় ভরে উঠবে। -Testimonies for the Church 9:46.ChSBen 46.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents