Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ব্যাখ্যা প্রদান

    আমি স্বপ্নদর্শনে দেখলাম জনৈক ব্যক্তি আমাকে এক গাঁট সাদা কাপড় দিয়ে সমস্ত আকারের মানুষের জন্য, তাদের চারিত্রিক বিবরণ এবং জীবনের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পোশাক তৈরি করার আদেশ দিলেন। আমাকে কাপড়ের খণ্ড কেটে পোশাক তৈরি করে ঝুলিয়ে রাখতে বলা হল যেন চাইলেই সেগুলি পাওয়া যায়। আমার ধারণা হয়েছিল যাদের জন্য আমাকে পোশাক বানাতে বলা হয়েছিল তাদের অনেকেই এই পোশাকের অযোগ্য। আমি জানতে চাইলাম এটাই শেষ বস্ত্রখণ্ড না আরও আছে, আমাকে হাতে নিতে হবে। ChSBen 67.1

    আগে আমার যে পরিমাণ কাজ হয়েছে তাতে আমি নিরুৎসাহিত ছিলাম এবং উল্লেখ করলাম যে আমি অন্যদের জন্য পোশাক কাটার কাজে কুড়ি বছর যাবৎ নিযুক্ত আছি, এবং আমার পরিশ্রমের কোন প্রশংসা করা হয়নি, আর আমিও আমার কাজের ভালো ফল দেখতে পাইনি। যিনি আমার কাছে কাপড়টি এনেছিলেন সেই ব্যক্তির সঙ্গে আমি কথা বললাম, বিশেষত একজন মহিলার ব্যাপারে যার জন্য তিনি আমাকে পোশাক তৈরি করতে বলেছিলেন। আমি বললাম যে তিনি এই পোশাকের মর্যাদা দেবেন না, তাই এটা তৈরি করে তাকে দেওয়া মানে সময় এবং জিনিসের অপচয় মাত্র। তিনি খুব দরিদ্র, হীনমন্য, এবং কদাচারী এবং শীঘ্রই এটাকে নষ্ট করে ফেলবেন। ঐ ব্যক্তি উত্তর দিলেন, “পোশাকের কাপড় কেটে দাও। এটা তোমার কর্তব্য। ক্ষতি তোমার হবে না, হলে হবে আমার।” মানুষ যেমন দেখে ঈশ্বর তেমন দেখেন না। তিনি যে কাজ সাধন করতে পারেন তারই দায়িত্ব দেন, এবং আপনি জানেন না এটা বা ওটা কোনটা সার্থক হবে। দেখা যাবে যে এই জাতীয় অনেক দরিদ্র আত্মা রাজ্যে প্রবেশ করছে, এবং অন্যরা, যারা জীবনের সমস্ত আশীর্বাদে অনুগ্রহ প্রাপ্ত, উন্নতির সর্বপ্রকার সুযোগ-সুবিধা পেয়েছেন তাদের বর্জন করা হচ্ছে। -Testimonies for the Church 2:10, 11.ChSBen 67.2

    ঘন্টার পর ঘন্টা তাদের ন্যাপস্যাকগুলি ছিন্ন করতে সৈন্যদের ড্রিল করানো হয় এবং সেগুলি আবার ক্ষিপ্র গতিতে ব্যক্তির উপর স্থাপন করতে হয়। কীভাবে তাদের অস্ত্র সজ্জিত করতে হয় এবং তাদের দ্রুত আটকানো যায় সেগুলি তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। শত্রুর বিরুদ্ধে আঘাত হানতে তাদের কসরত করানো হয়, এবং সব ধরনের কলাকৌশল শিক্ষা দেওয়া হয়। এইভাবে মানুষকে আপৎকালের জন্য তৈরি করতে কসরত চলতেই থাকে। এবং যারা রাজকুমার ইম্মানূয়েলের জন্য সংগ্রাম করছেন তাদের আত্মিক যুদ্ধের প্রস্তুতিতে কি এর চেয়ে কম আন্তরিক ও কষ্টসহিষ্ণু হতে হবে? -Gospel workers, 75.ChSBen 67.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents