Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    জোরালো ব্যাখ্যা

    মানুষের জন্য দিব্য প্রেম অপরিমেয় গভীরতায় স্পন্দিত হয়েছে, এবং স্বর্গদূতগণ এই মহৎ প্রেমের প্রাপকদের নামমাত্র কৃতজ্ঞতা দেখে আশ্চর্য হয়ে গেছেন। ঈশ্বরের ভালোবাসার প্রতি মানুূেষর অগভীর আবেদনে দূতগণ বিস্মিত হয়েছেন। মানুষের আত্মার প্রতি অবহেলা প্রদর্শনে স্বর্গলোক ক্রোধান্বিত হয়ে আছে। খ্রীষ্ট এটা কিভাবে বিবেচনা করেন আমরা কি জানতে পারি? একজন বাবা এবং মায়ের মনে কি হবে যখন তারা জানতে পারবেন তাদের সন্তান ঠাণ্ডায় এবং তুষারপাতে হারিয়ে গেছে, মারা গেছে, বা বিনষ্ট হয়েছে শুধু তাদের অবহেলায় যারা তাকে বাঁচাতে পারতেন? তারা কি প্রচণ্ড দুঃখিত হবেন না, রাগে ক্ষিপ্ত হয়ে উঠবেন না? তারা কি এই হত্যাকারীদের অশ্রপাতের সঙ্গে তীব্র ক্রোধে ভৎর্সনা করবেন না? প্রত্যেক মানুষের দুঃখকষ্ট হল ঈশ্বরের সন্তানের এবং যারা ধ্বংসোন্মুখ সহমানবের প্রতি সাহায্যের হাত বাড়ায় না, তারা তাঁর ধার্মিক ক্রোধকে উত্তেজিত করে। -The Desire of Ages, 825.ChSBen 95.3

    আমি এমন একজন ব্যক্তির সম্পর্কে পড়েছি যিনি এক শীতের দিনে গভীর, প্রবল তুষারের মধ্যে দিয়ে পথ চলছিলেন, ঠাণ্ডায় দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি, যেন তা প্রায় অজ্ঞাতসারে তার মুখ্য শক্তিগুলি সবই চুরি করে নিয়েছিল। এবং হিমশৈলের রাজার আলিঙ্গনে তার প্রায় জমে যাওয়ার উপক্রম হয়েছিল এবং তিনি জীবন সংগ্রাম ছেড়ে দিতে চলেছিলেন, ঠিক এমন সময় তিনি এক ভ্রমণকারী ভাইয়ের মৃদু আর্তনাদ শুনতে পেলেন, যে তার মতই ঠাণ্ডায় জমে মরতে বসেছিল। তার কোমল হৃদয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধারের বাসনা জাগ্রত হয়। তিনি দুর্ভাগ্য লোকটির বরফে আচ্ছাদিত অঙ্গপ্রত্যঙ্গকে ঘসে পরিষ্কার করেন, এবং যথাসাধ্য চেষ্টার পর তাকে পায়ে দাঁড় করাতে উদ্যত হন, এবং যেহেতু সে দাঁড়াতে পারছিল না, তাই তিনি সহানুভূতির হাত প্রসারিত করেন এবং যে পথ একা পারি দিতে তার পক্ষে অসম্ভব মনে হয়েছিল সেই পথে সহযাত্রীকে বহন করে সুরক্ষিত স্থানে নিয়ে আসেন, আর তখনই তার মনে সত্য ঝলসে ওঠে যে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেকেও বাঁচিয়েছেন। অপরকে বাঁচানো জন্য তার আন্তরিক প্রচেষ্টার ফলে তার শরীায় জমাট রক্ত প্রবাহিত হতে শুরু এবং দেহের অঙ্গপ্রতঙ্গে এক স্বাস্থ্যকর উষ্ণতা তৈরি করেছিল। এই শিক্ষা অবশ্যই তরুণ বিশ্বাসীদের উপর নিয়মিত প্রয়োগ করতে হবে, কেবল অনুশীলন নয়, বরং দৃষ্টান্তরূপে তাদের খ্রীষ্টান অভিজ্ঞতায় যেন তারা একই ফলাফল উপলব্ধি করতে পারে। -Testimonies for the Church 4:319, 320.ChSBen 96.1

    আপনাদের নিজেদের আবদ্ধ করে রাখলে চলবে না, সন্তুষ্ট থাকুন, কারণ সত্যের জ্ঞানে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আপনাদের কাছে সত্য কে এনেছেন? কে আপনাদের ঈশ্বরের বাক্যে আলো দেখিয়েছিলেন? ঈশ্বর তাঁর আলোকে ধামার নিচে রাখার জন্য দেননি। আমি স্যার জন ফ্রঙ্কলিনের সন্ধানে প্রেরিত একটি অভিযানের কথা পড়েছি। সাহসী পুরুষেরা তাদের বাড়িঘর ছেড়ে উত্তর সমুদ্রের দিকে অভিযান চালিয়েছিল, আর একাকিত্ব, ক্ষুধা, শীত, এবং সংকটে পড়েছিল। এবং এগুলো কিসের জন্য? - অভিযাত্রীদের ছিক মৃতদেহ আবিষ্কারের সম্মানের জন্য কিম্বা যদি সম্ভব হয় তবে দলে কিছুকে অবশ্যই ভয়াবহ মৃত্যু থেকে উদ্ধার করতে হবে। যদি তারা এক জনকে বিনাশের হাত থেকে বাঁচাতে পারে তাদের কষ্ট সার্থক হবে। তাদের সমস্ত আরাম ও সুখ বিসর্জন দেওয়াতেই এটা সম্ভব হয়। ChSBen 96.2

    এটা ভাবুন এবং তারপরে বিবেচনা করুন আমরা আমাদের চারপাশের মূল্যবান আত্মাগুলির মুক্তির জন্য কতটা ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক। মুমূর্ষ মানুষের জীবন বাঁচাতে আমাদের দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রায় ঘর ছাড়তে বাধ্য করা হয়না। আমাদের দ্বারে, চারপাশে, প্রত্যেক দিকে, মুক্তিকামী প্রাণ বিদ্যামান, প্রাণ ধ্বংস হচ্ছে - পুরুষ, এবং স্ত্রীলোক প্রত্যাশা ছাড়া, ঈশ্বর ছাড়াই মারা যাচ্ছে। - এবং তবুও আমরা উদ্বেগহীন, এবং কথায় না হলেও কার্যকলাপের মাধ্যমে বলা হচ্ছে, “আমি কি আমার ভাইয়ের রক্ষক?” যারা অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় জগৎ তাদের বীর এবং শহীদ বলে প্রশংসা করে। আমাদের যাদের সামনে অনন্তজীবনের সম্ভাবনা আছে তারা যদি মানুষের আত্মার মুক্তির জন্য ঈশ্বরের আকাঙ্ক্ষিত সামান্যতম আত্মত্যাগটুকু না করি, আমাদের তবে কেমন অনুভূতি হওয়া দরকার? -The Review and Herald, August 14, 1888.ChSBen 96.3

    নিউ ইংল্যাণ্ডের এক শহরে একটি কূপ খনন করা হচ্ছিল। যখন কাজ প্রায় শেষ হয়ে এসেছিল, তখনও একটা লোক নিচে ছিল, এবং মাটির ধসে সে চাপা পড়ে গিয়েছিল। তাৎক্ষণিক বিপদ সংকেত বার্তা সর্বত্র পাঠানো হয়, এবং মেকানিক্স, কৃষক, ব্যবসায়ী, আইনজীবীরা তড়িঘড়ি উদ্ধারে নেমে পড়েন। উদাগ্রীব, ইচ্ছুক উদ্ধারকারীরা দড়ি মই, কোদাল, শাবল ইত্যাদি নিয়ে হাজির হয়েছিলেন। “ওকে বাঁচাও, ওকে বাঁচাও!” রব উঠেছিল।ChSBen 97.1

    মানুষ মরিয়া হয়ে সর্বশক্তিতে কাজ করে, তাদের কপালে ঘামের বিন্দু দেখা যায়, পরিশ্রমে হাত কম্পিত হয়। একটা লম্বা পাইপ নিচে নামানো হয় এবং লোকটি বেঁচে আছে কিনা সাড়া দিতে বলা হয়। উত্তর আসে, “এখনও বেঁচে আছি, তাড়াতড়ি করুন, এখানের পরিস্থিতি ভয়াবহ।” তারা আনন্দ নিনাদের সঙ্গে নতুন ভাবে প্রচেষ্টা শুরু করে এবং অবশেষে তাকে বাঁচা অবস্থায় তুলে আনা সম্ভব হয়, এবং তখন যে আনন্দধ্বনি উঠেছিল তা মনে হয় যেন আকাশ বিদীর্ণ করেছে। “লোকটা বেঁচে গেছে!” সারা শহরের রাস্তায় গুঞ্জন শোনা যায়। ChSBen 97.2

    একটি লোককে বাঁচানোর এই উৎসাহ এবং প্রবল আগ্রহ কি খুবই উদ্দীপক? তা নিশ্চয়ই নয় কিন্তু একটি আত্মা হারানোর তুলনায় একটি অস্থায়ী জীবন হারানোর ক্ষতি কতটা? যতি একটি জীবন হারানোর আশঙ্কা মানব হৃদয়ে এত গভীর অনুভূতি জাগ্রত করে তোলে, তবে খ্রীষ্টকে বাদ দিয়ে অন্যদের বিপদের বিষয় উপলব্ধি করার দাবিদার মানুষের মধ্যে আত্মার ক্ষতি কি আরও গভীর একাত্মতা জাগিয়ে তুলিবে না? ঈশ্বরের দাসেরা কি আত্মার মুক্তির জন্য পরিশ্রম করার ক্ষেত্রে প্রান উৎসাহ দেখাতে পারে না যেমন একটা কূপে চাপাপড়া মানুষের জন্য প্রদর্শিত হয়েছিল? -Gospel Workers, 31, 32.ChSBen 97.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents