Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মিশনারি কার্যলাপের নিত্যসঙ্গী বিপদাপদ

    আমাদের বিস্মৃত হলে চলবে না যে কার্যকলাপ বৃদ্ধির সঙ্গে আমাদের করাণীয় কাজে সাফল্য পেতে, মানুষের পরিকল্পনা ও পদ্ধতিতে বিশ্বাসে মধ্যে বিপদ লুকিয়ে থাকে। অল্প প্রার্থনা এবং অল্প বিশ্বাসের একটা প্রবণতা সেখানে থাকবে। আমরা ঈশ্বরের উপর আমাদের চেতনা হারানোর আশঙ্কা করব, যিনি এককভাবে আমাদের কাজ সফল করতে পারেন; কিন্তু এই প্রবণতা থাকলেও, কেউ যেন মনে না করেন, মানবযন্ত্র কম কার্যকরী। না, সে কম কাজ করে না, বরং স্বর্গীয় উপহার পবিত্র আত্মা গ্রহণের মাধ্যমে বেশি কার্য সম্পন্ন করে। -The Review and Herald, July 4, 1893.ChSBen 101.1

    এমন একটা সময় আসবে যখন মণ্ডলী দিব্য শক্তিতে আলোড়িত হবে, এবং ঐকান্তিক কার্যকলাপ সফল হবে; কেননা পবিত্র আত্মার জীবনদায়ক শক্তি এর সদস্যদের বের হয়ে খ্রীষ্টের প্রতি আত্মা আনয়ন করতে উদ্বদ্ধ করবে। কিন্তু এই কার্যকলাপ প্রকট হবে, তখন অতি ঐকান্তিক শ্রমিকরা ততটাই নিরাপদে থাকবেন যত নিরন্তর, আন্তরিক প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের উপর নির্ভরশীল হবেন। তাদের সনির্বন্ধ প্রার্থনা থাকবে তারা যেন খ্রীষ্টের কৃপায় তাদের কাজে গর্ব অনুভব না করেন অথবা নিজেদেরকেই তাদের কার্যকলাপের মালিক মনে না করেন। তারা অবশ্যই নিয়মিত যীশুর আকাঙ্ক্ষায় থাকবেন, যাতে তারা উপলব্ধি করতে পারেন যে কার্য একমাত্র নিয়মিত সম্পাদিত হয় তাঁর শক্তিতেই, এইভাবে তারা সমস্ত গৌরব যেন ঈশ্বরকে প্রদান করেন। ঈশ্বরের কাজ বাড়ানোর জন্য নিতান্ত আন্তরিক প্রচেষ্টা গ্রহণের জন্য আমাদের আহ্বান করা হবে এবং আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা হবে অত্যন্ত অপরিহার্য। নিরালায়, পরিবারে, এবং মণ্ডলীতে প্রার্থনায় নিযুক্ত হওয়ার প্রয়োজন হবে। -The Review and Herald, July 4, 1893.ChSBen 101.2

    রাব্বিদের ধারণায় ধর্ম বলতে সবসময় একগুচ্ছ নিয়মনীতি নিয়ে চলাফেরা। তারা তাদের উচ্চতর ধর্মকর্ম দেখাতে কিছু বাহ্যিক আচার ব্যবহারের উপর নির্ভর করতেন। এইভাবেই তারা ঈশ্বরের কাছ থেকে তাদের অন্তরাত্মাকে সরিয়ে নিয়েছিলেন, এবং তারা স্বনির্ভরতার উপর গড়ে উঠেছিলেন। একই আশঙ্কা আজও বিদ্যমান। কর্মকাণ্ড বাড়ার সাথে সাথে মানুষ যখন ঈশ্বরের কাজে সফল হয়, সেখানে মানবিক পরিকল্পনা এবং পদ্ধতিতে বিশ্বাসের মধ্যে বিপদ থাকে। কম প্রার্থনা এবং কম বিশ্বাসের একটা প্রবণতা সেখানে রয়েছে। শিষ্যদের মতো, ঈশ্বরের উপর নির্ভরতা থেকে দৃষ্টি সরিয়ে আমাদের কার্যকলাপকে গৌরব দিয়ে আমরা বিপদাপন্ন হতে পারি। আমাদের দৃষ্টি সদাসর্বদা যীশুর উপর থাকবে এটা উপলব্ধি করে যে কাজটি তাঁর শক্তিতে সম্পন্ন হয়। হারিয়ে যাওয়া মানুষকে উদ্ধারের জন্য আমাদের নিরলস পরিশ্রম করার সময়ে, ধ্যান, প্রার্থনা, এবং বাক্য অধ্যয়নের জন্য আমাদের অবশ্যই সময় নিতে হবে। অমিত প্রার্থনা সহকারে সম্পাদিত কাজ এবং খ্রীষ্টের যোগ্যতায় পবিত্রীকৃত জীবন , অবশেষে চিরদিনের জন্য প্রতিপন্ন হবে। -The Desire of Ages, 362.ChSBen 101.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents