Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সামাজিক হয়ে উঠুন

    যারা খ্রীষ্টের সাথে কাজ করছেন তাদের সবাইকে আমি বলব, আপনি যেখানেই থাকুন না কেন, মানুষের বাসগৃহে প্রবেশাধিকার লাভ করে আপনার সুযোগের সদ্ব্যবহার করুন। আপনার বাইবেল নিয়ে তাদের কাছে এর সত্য সকল উন্মোচন করুন। আপনার সাফল্য আপনার জ্ঞান এবং কৃতিত্বের উপর এতটা নির্ভর করে না যতটা নির্ভর করে করে আপনার মনের দরজা অন্বেষণের দক্ষতার উপর। সামাজিক হওয়ার কারণে এবং মানুষের কাছাকাছি আসার মাধ্যমে আপনি তাদের চিন্তাধারার স্রোতকে সর্বাধিক বলিষ্ট বক্তৃতার চেয়ে আরও সহজেই সুপথে প্রবাহিত করতে পারেন। খ্রীষ্টের উপস্থাপনায় পরিবারে, বাসভবনে, ব্যক্তিগত বাসস্থানে ছোট ছোট সমাবেশে খ্রীষ্টের কাছে আত্মা জয় এত সাফল্য পায় যে তা ফাঁকা মাঠে প্রদত্ত উপদেশ, চলমান জনতার মধ্যে প্রচার, এমনকি হলঘর এবং মন্ডলীর মধ্যে প্রচারকেও ছাড়িয়ে যায়। -Gospel Workers, 193.ChSBen 123.6

    মানবিক স্বর্থের সঙ্গে নিজেকে যুক্ত করার ক্ষেত্রে খ্রীষ্টের দৃষ্টান্ত তাদের সকলেরই অনুসরণ করা উচিত যারা তাঁর বাক্য প্রচার করেন, এবং তাঁর অনুগ্রহের সুসমাচার গ্রহণ করেছেন। আমাদের সামাজিক যোগাযোগ ত্যাগ করা চলবে না। অণ্যদের থেকে নিজেদের পৃথক রাখা অনুচিত । সকল শ্রেণীর মধ্যে পৌঁছানোর জন্য, তাদের সঙ্গে অবশ্যই আমাদের তাদের বাসস্থানে দেখা করতে হবে। তারা কদাচিৎ স্বেচ্ছায় আমাদের অনুসন্ধান করবে। দিব্য সত্যে মানুষের হৃদয় কেবল পুলপিট থেকেই স্পর্শিত হয় না। শ্রমের আর একটি ক্ষেত্র রয়েছে, বিনম্রতা , এটা সম্পূর্ণ প্রতিশ্রুতিময় হতে পারে। এটি দীনহীনের গৃহে, এবং মহাজনের অট্টালিকায় , অতিথি সদনে, এবং সরল সামাজিক বিনোদনের সমাবেশে প্রদর্শিত হয় । -The Desire of Ages, 152.ChSBen 124.1

    খ্রীষ্ট একচেটিয়ে দুর্লভ ছিলেন না এবং তিনি এই বিষয়ে ফরীশীদের কঠোর বিধিবিধান ত্যাগ করে তাদের বিশেষ আপত্তির কারণ হয়েছিলেন। তিনি দেখেছিলেন ধর্মের জমিদারি উচ্চ বিভেদের প্রাচীরে বেষ্টিত, প্রাত্যহিক জীবনের জন্য যে ধর্ম অত্যন্ত পবিত্র বিষয়। বিভেদ বৈষম্যের এই দেওয়াল তিনি ভেঙে দিয়েছিলেন। মানুষের সংস্পর্শে এলে তিনি জিজ্ঞাসা করতেন না, তোমার ধর্মবিশ্বাস কী? তুমি কোন মন্ডলীর অন্তর্গত? যার সাহায্যের প্রয়োজন ছিল তার পক্ষেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নিজের দিব্য স্বভাব প্রদর্শনের জন্য নিজেকে তপস্বীর কক্ষে পৃথক করে রাখার পরিবর্তে তিনি মানবতার জন্য ঐকান্তিক পরিশ্রম করছিলেন। তিনি এই নীতিপ্রর্বতন করেছিলেন যে বাইবেলের ধর্ম দৈহিক কৃচ্ছসাধনের মাধ্যমে গঠিত নয়। তিনি শিক্ষা দিয়েছিলেন যে খাটি এবং নির্মল ধর্ম কেবলমাত্র নির্দিষ্ট সময় এবং অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় । তিনি সর্বদা এবং সর্বস্থানে মানুষের প্রতি এক প্রেমময় আগ্রহ প্রকাশ করেছিলেন এবং প্রফুল্ল করুণার দীপ্তিতে নিজেকে ব্যক্ত করেছিলেন। -The Desire of Ages, 86. ChSBen 124.2

    তাদের কুসংস্কারের সামনে তিনি ঘৃণিত মানুষের আতিথ্য গ্রহণ করেছিলেন। তিনি তাদের ছাদের নিচে ঘুমাতেন, এক পংক্তিতে তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করতেন। তাদের হাতের তৈরি এবং পরিবেশন করা খাবার- তাদের তিনি রাস্তাঘাটে শিক্ষা দিতেন এবং তাদের সঙ্গে অত্যন্ত সদয় ও সৌজন্যপূর্ণ ব্যবহার করতেন। -The Desire of Ages, 193. ChSBen 124.3