Go to full page →

২৭ অধ্যায় CCh 328

স্বামী কিংবা স্ত্রী মনোনয়ন CCh 328

বিবাহ এমন একটী ব্যাপার যাহার প্রভাব ও ফলাফল প্রত্যেকের জীবনে এই জগতে যেমন, পর জগতেও তেমনি থাকিবে । কোন অকপট খ্রীষ্টীয়ান এই বিষয়ে ঈশ্বরের অনুমোদন ব্যতিরেকে নিজের পরিকল্পনানুযায়ী চলিবে না । সে নিজে নিজের জন্য মনোনীত করিতে চাহিবে না । কিন্তু সে ঈশ্বরের মনোনয়নের আবশ্যকতা উপলব্ধি করিবে । আমরা নিজেদিগকে সন্তুষ্ট করিব না, কেননা খ্রীষ্ট নিজেকে সন্তুষ্ট করেন নাই । যে যাহাকে ভাল না বাসে, সে তাহাকে বিবাহ করুক, আমি এ কথা বলি না । কারণ ইহা করিলে পাপ হইবে । কিন্তু সর্ব্বনাশের নিমিত্ত খেয়ালের বা উত্তেজনার বশবর্ত্তী হইয়া কাহারও কিছু করা কখনই বিধেয় নহে । ঈশ্বর চাহেন, যেন আমরা সর্ব্বান্তঃকরণে সর্ব্বোৎকৃষ্ট প্রেম প্রদর্শন করি । CCh 328.1

যাহারা বিবাহের পরিকল্পনা করিতেছে, তাহারা যে পরিবার গঠন করিতে যাইতেছে তাহার প্রকৃতি ও প্রভাব কিরূপ হইবে তাহা তাহাদের পূর্ব্বেই বিবেচনা করিয়া দেখা কর্ত্তব্য । তাহারা মাতাপিতা হইবার সঙ্গে সঙ্গেই তাহাদের হস্তে এক পবিত্র কার্য্যের ভার ন্যস্ত হয় । এই জগতে তাহাদের সন্তানগণের মঙ্গল ও পর জগতে তাহাদের সুখ ও শান্তি বহুল পরিমানে তাহাদেরই উপরে নির্ভর করে । খুদ্র শিশুগণ যে শারীরিক ও নৈতিক স্বভাব ধারণ করে, তাহার অধিকাংশই মাতাপিতা দ্বারা স্থিরীকৃত হয় । পরিবার যে প্রকৃতির হইবে, তাহারই উপরে সমাজের অবস্থা নির্ভর করে । আর প্রত্যেক পরিবারের প্রভাবের গুরুত্ব, হয় উর্ধ্ধদিকে, না হয় নিম্নদিকে প্রধাবিত হইবে । CCh 328.2

বন্ধুত্ব স্থাপনে ও সঙ্গী মনোয়নে খ্রীষ্টীয়ান যুবক-যুবতিগণের বিশেষ সতর্ক হওয়া আবশ্যক । সাবধান হও, যেহেতু, তুমি যাহা এক্ষণে বিশুদ্ধ স্বর্ণ বলিয়া মনে করিতেছ, পাছে তাহা নিকৃষ্ট ধাতুতে পরিণত হয় । পার্থিব যোগাযোগে ঈশর-সেবায় বিঘ্ন ঘটাইতে পারে ; এবং ব্যবসায় কিংবা বিবাহ সংক্রান্ত অপ্রিয় মিলনে অনেক আত্মার এরূপ সর্ব্বনাশ ঘটে যে, তাহারা আর কখনও উন্নত কিংবা মর্য্যাদাসম্পন্ন হইতে পারে না । CCh 328.3

তুমি যাহার সহিত তোমার অদৃষ্ট যোগ করিতে মনস্থ করিয়াছ, তাহার প্রত্যেকটী সিদ্ধান্ত পরিমাণ করিয়া ও প্রত্যেকটী স্বভাবের বিকাশ পরীক্ষা করিয়া দেখ । তুমি যে কার্য্যে অগ্রসর হইয়াছ, তাহা তোমার জীবনের সর্ব্বাপেক্ষা গুরুতর কার্য্য, এ জন্য ত্বরান্বিত হইয়া উহা সম্পন্ন করা উচিত নহে । তুমি প্রেম করিতে পার বটে, কিন্তু যেন প্রেমান্ধ না হও । CCh 329.1

তোমার বিবাহ জীবন সুখের হইবে কিংবা অমিলের ও দুর্ভাগ্যের হইবে, তাহা সযত্নে পরীক্ষা করিয়া দেখিও । এই প্রশ্ন উত্থাপন করিও — “এই মিলন কি স্বর্গে যাইবার পক্ষে আমাকে সাহায্য করিবে ? ইহা কি ঈশ্বরের জন্য আমার প্রেম বাড়াইয়া দিবে ? ইহার ফলে আমি কি এই জীবনে বিস্তারিত ভাবে ব্যবহৃত হইতে পারিব ? এই সকল বিষয়ে যদি কোন বিঘ্ন না ঘটে, তবে ঈশ্বর-ভয়ে কার্য্যে অগ্রসর হও । জীবন-সঙ্গী মনোনয়ন কার্য্য এরূপ ভাবে হওয়া প্রয়োজন, যাহাতে মাতাপিতা ও সন্তান-সন্ততিগণ তাহাদের সহ মানবগণকে সুখী করিতে ও সৃষ্টিকর্ত্তার সমাদর করিতে পারে । CCh 329.2