বিবাহের হস্ত প্রসারণের পূর্ব্বে প্রত্যেক স্ত্রীলোকের অনুসন্ধান করিয়া দেখা কর্ত্তব্য যে, সে যাহার সহিত তাহার অদৃষ্টের মিলন করিয়া দিতে উদ্যত ,সে ব্যক্তি যোগ্য কিনা । তাহার বিগত বিবরন কিরূপ ? তাহার জীবন কি বিশুদ্ধ ? যে ভালবাসা সে দেখাইতেছে, তাহা কি সৎ ও উন্নত ধরনের, কিংবা ইহা কেবল উত্তেজনা পূর্ণ ভালবাসা ? তাহার চরিত্রে কি এমন গুণ আছে, যদ্দ্বারা সে তাঁহাকে সুখী করিতে পারিবে ? স্ত্রী হইয়া সে কি তাহার ভালবাসায় প্রকৃত শান্তি ও আনন্দ উপভোগ করিতে পারিবে ? সে কি তাহার ব্যক্তিত্ব রক্ষা করিতে পারিবে, কিংবা তাহার রূচি ও বিবেক তাহার স্বামীর অধীনে সমর্পণ করিতে হইবে ? সে কি ত্রাণকর্ত্তার দাবিগুলিকে সর্ব্বোৎকৃষ্ট বলিয়া মান্য করিতে পারিবে ? তাহার দেহ ও আত্মা, চিন্তারাশি ও উদ্দেশ্যসমূহ কি বিশুদ্ধ ও পবিত্র ভাবে সুরক্ষিত হইবে ? বিবাহবন্ধনে আবদ্ধ হইতে উদ্যত প্রত্যেক স্ত্রীলোকের ভাবী মঙ্গল বিশেষ ভাবে এই সকল প্রশ্নের উপরে নির্ভর করে । CCh 331.1
যে স্ত্রীলোক এক শান্তিপূর্ণ সুখের মিলনের প্রত্যাশী, যে দুঃখকষ্ট ও মনোবেদনা এড়াইতে চাহে, সে ভাবি স্বামীকে তাহার ভালবাসা দান করিবার পূর্ব্বে অনুসন্ধান করিয়া দেখিবে যে, তাহার প্রেমিকের মাতা জীবিত আছেন কিনা ? যদি জীবিত থাকেন, তবে তাহার স্বভাব কিরূপ ? মাতার প্রতি তাহার কর্ত্তব্য যাহা, তাহা কি সে পালন করে ? মাতার ইচ্ছা ও সুখের দিকে তাহার দৃষ্টি আছে কি ? সে যদি আপন মাতাকে ভক্তি ও সম্মান না করে, তবে সে কি তাহার স্ত্রীর প্রতি ভক্তি ও ভালবাসা, দয়া ও মনোযোগিতা প্রদর্শন করিবে ? বিবাহের নূতনত্ব গত হইয়া গেলে সে কি তখনও আমাকে প্রেম করিবে ? আমার ভুল দেখিলে সে কি তাহা সহ্য করিবে, কিংবা সে খুঁৎ ধরিবে, প্রভুত্ব প্রদর্শন করিবে ও যথেচ্ছাচারী হইবে ? প্রকৃত ভালবাসা অনেক কিছু ভুল উপেক্ষা করিবে ; প্রেম সে সকল ধর্ত্তব্যের মধ্যে গণ্য করিবে না । CCh 331.2
যাহার চরিত্র বিশুদ্ধ ও পুরুষোচিত, যে ব্যক্তি পরিশ্রমী, উচ্চাকাঙ্ক্ষী ও সৎ, যে ব্যক্তি ঈশ্বরকে প্রেম ও ভয় করে, যুবতীর কর্ত্তব্য তাহাকেই জীবনসঙ্গীরূপে বরণ করা । CCh 332.1
যাহারা ভক্তিহীন, তাঁহাদিগকে পরিত্যাগ কর। যে ব্যক্তি আলস্য প্রিয় ও যে ব্যক্তি পবিত্র বিষয়ের উপহাসক, যে কেহ অশ্লীল ভাষা ব্যবহার করে, কিংবা এমন কি এক গ্লাস মাত্র মদ্য পান করে, তাহার সঙ্গ পরিত্যাগ কর । যে ব্যক্তি ঈশ্বরের প্রতি দায়িত্বজ্ঞান বর্জিজত, তাহার প্রস্তাবে কর্ণপাত করিও না । যাহারা ঈশ্বরকে প্রেম ও ভয় করে না, ও যাহারা প্রকৃত ধার্ম্মিকতার নীতিগুলি সম্বন্ধে কিছুই জানে না বলিয়া তুমি অবগত আছ, তাহাদের সর্ব্বাপেক্ষা প্রীতিজনক যোগাযোগ হইতে নিজেকে বিচ্ছিন্ন করিতে বিশুদ্ধ সত্য তোমাকে সাহস দান করিবে,—যে সত্য দ্বারা আত্মা পবিত্রকৃত হয় । আমরা আমাদের বন্ধুর দুর্ব্বলতা ও অজ্ঞতা সর্ব্বদাই সহ্য করিতে পারি, কিন্তু তাহার অধর্ম্ম কখনও সহ্য করিতে পারিনা । CCh 332.2