যুবকযুবতিগণ মনের উত্তেজনার উপরেই বেশির ভাগ নির্ভর করিয়া থাকে । তাহারা এত সহজেই নিজেদের বিলাইয়া দেওয়া এবং প্রণয়ী ও প্রণয়িনীর মোহে এত শীঘ্র মুগ্ধ হওয়া কর্ত্তব্য নহে । বর্ত্তমান যুগে যে কোর্টশিপের (বিবাহের পূর্ব্বে প্রেম প্রার্থনা) প্রচলন আছে, তাহা প্রতারণা ও ভণ্ডামিযুক্ত এমন এক ফন্দি, যদ্দ্বারা আত্মাসমূহের শত্রু, সদাপ্রভু অপেক্ষাও অধিকতর কার্য্য করিয়া থাকে । যদি কোন বিষয়ে উত্তম সাধারন জ্ঞানের প্রয়োজন থাকে, তবে এই বিষয়েই তাহার প্রয়োজন অধিকতর, কিন্তু দুঃখের বিষয়, ইহা অল্পই গ্রাহ্য করা হয় । CCh 338.2
কল্পনা ও প্রেমপীড়িত মনোবৃত্তিকে কুষ্ঠ ব্যাধির ন্যায় ভয় করিতে হইবে । জগতের এই বর্ত্তমানকালে বহু যুবকযুবতিই ধর্ম্ম বর্জ্জিত ; এজন্য অতিশয় সতর্ক থাকা প্রয়োজন । যাহারা সৎ স্বভাব বিশিষ্ট, তাহারা সন্তোষজনক অন্যান্য গুণ বর্জ্জিত হইলেও তাহাদের প্রকৃত নৈতিক মূল্য থাকিতে পারে । CCh 338.3
বর্ত্তমানযুগে যুবকযুবতিগণের ধর্ম্ম-অভিজ্ঞতার সহিত এই হীন মনোবৃত্তির বহুলাংশে মিশ্রিত রহিয়াছে । হে আমার ভগ্নি ! ঈশ্বর চাহেন, যেন আপনি পরিবর্ত্তিত হন । আমি আপনাকে অনুনয় বিনয় পুর্ব্বক কহিতেছি, আপনি আপনার মাতৃস্নেহ উন্নত করুন । যে মুক্তিদাতা আপনাকে নিজরক্তে ক্রয় করিয়াছেন, তাঁহারই সেবায় আপনার মানসিক ও শারীরিক শক্তি উৎসর্গ করুন । আপনার কার্য্যাদি যেন ঈশ্বরে সাধিত হয়, তজজন্য আপনার চিন্তা ও ধারনাসমূহ পবিত্র করুন । CCh 339.1
যাহারা বিবাহের পূর্ব্বে রাত্রির অধিকাংশ সময় প্রেমালাপে যাপন করে, শয়তানের দুতগণ তাহাদের পাহারা দিয়া থাকে । তাহাদের চক্ষু যদি উম্মুক্ত করা যাইত, তবে তাহারা স্বর্গীয় দূতকে তাহাদের বাক্যের ও কার্য্যের হিসাব রাখিতে দেখিতে পাইত । স্বাস্থ্যের ও সংযমের নিয়ম ভঙ্গ হইতেছে । বিবাহের পূর্ব্বে কোর্টশীপে (পূর্ব্বানুরাগে) যে সময় ব্যয় করা হয়, তাহার কয়েক ঘণ্টা যদি বিবাহ জীবনে ক্ষেপণ করা হয় তাহা হইলে তাহা অধিকতর উত্তম হইত । কিন্তু সাধারণতঃ দেখা যায় যে, কোর্টশীপের দিনগুলির সকল আসক্তি বিবাহের সঙ্গে সঙ্গেই শেষ হইয়া যায় । CCh 339.2
কিরুপ উপাদানের সহিত তাহার কার্য্য করিতে হয় শয়তান তাহা ভালরূপে জানে ; তজজন্য আত্মাগুলিকে ফাঁদে ফেলিয়া বিনষ্ট করিবার নিমিত্ত সে নানা উপায়ে তাহার পৈশাচিক জ্ঞান ব্যবহার করিয়া থাকে । প্রতিটী পাদবিক্ষেপ সে মনোযোগ সহকারে নিরীক্ষণ করে, বহু প্রস্তাবের অবতারণা করে, আর ঈশ্বরের বাক্যের পরামর্শ অবহেলা করিয়া এই সকল প্রস্তাবেরই অনুসরণ করা হয় । যুবকযুবতীদিগকে ও অসাবধান লোকদিগকে ফাঁদে ফেলিবার নিমিত্ত এই সুক্ষসূত্রে-বোনা বিপজ্জনক-জাল খানি, নিপুণতার সহিত প্রস্তুত করা হইয়াছে । দীপ্তি আচ্ছাদকের নীচে ইহা প্রায়ই ছদ্মবেশে রাখা যায়, কিন্তু যাহারা ইহা দ্বারা আক্রান্ত হয়, তাহারা বহু দুঃখে নিজেদিগকে বিদ্ধ করে । আর ইহার ফলে, সর্ব্বত্রই মানব সমাজের ধ্বংসাবশেষ পরিলক্ষিত হয় । CCh 339.3