Go to full page →

৩২ অধ্যায় CCh 365

স্বামী ও স্ত্রী মধ্যে সম্পর্ক CCh 365

ঈশ্বরের পবিত্র বিধি দ্বারা সুরক্ষিত অনুষ্ঠানগুলির মধ্যে বিবাহ-সম্বন্ধকে যাহারা একটী পবিত্র অনুষ্ঠান বলিয়া মান্য করে, তাহার বুদ্ধি বিবেচনা দ্বারা চালিত হইবে । CCh 365.1

পুরুষ কিংবা স্ত্রী, ইহাদের যে কোন শ্রেণীর লোককে চিরকুমার কিংবা চিরকুমারী থাকিতেই হইবে, যিশু এই কথা বলেন নাই । কারন বিবাহের পবিত্র সম্বন্ধ লোপ করিবার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন নাই, ইন্তু ইহাকে উন্নত ও ইহার আদিম পবিত্রতায় পুনঃ প্রতিষ্ঠিত করিবার জন্যই আবতীর্ন হইয়াছিলেন । যে পরিবারের মধ্যে পবিত্রতা ও নিঃস্বার্থ প্রেম বিরাজ করে, সেই পরিবার সন্দর্শন করিয়া যিশু আনন্দ উপভগ করিয়া থাকেন । CCh 365.2